২০০৭ এমটিভি ইউরোপ মিউজিক এওয়ার্ডস

২০০৭ এমটিভি ইউরোপ মিউজিক এওয়ার্ডস
তারিখ১ নভেম্বর ২০০৭
অবস্থানঅলিম্পিয়াহল, মিউনিখ
উপস্থাপকস্নুপ ডগ
টেলিভিশন/রেডিও কভারেজ
নেটওয়ার্কএমটিভি নেটওয়ার্কস ইন্টারন্যাশনাল (ইউরোপ)
  • ← ২০০৬ এমটিভি ইউরোপ মিউজিক এওয়ার্ডস
  • এমটিভি ইউরোপ মিউজিক এওয়ার্ডস
  • ২০০৮ এমটিভি ইউরোপ মিউজিক এওয়ার্ডস →

১৪তম এমটিভি ইউরোপিয়ান মিউজিক এওয়ার্ডস ১নভেম্বর ২০০৭সালে জার্মানি, মিউনিখের অলিম্পিয়াহলে অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানটি সর্বমোট ৭৮ মিলিয়ন ভোট পায়, যা এমটিভি ইউরোপ মিউজিক এওয়ার্ডস এর ইতিহাসে সবচেয়ে বেশি।

আমেরিকার রক ব্যান্ড ফু ফাইটার্স অনুষ্ঠান চালু করে, সাথে ডেভ গ্রোল 'ভিআইপি গ্লেমার পিট' এলাকায় সরাসরি বিখ্যাত লোকদের সাক্ষাৎকার নেন। এই রাতে অন্যান্য আয়োজনের মধ্যে ছিল এভ্রিল লেভিগনে, ব্যাক টু ব্যাক গানের সাথে এমি ওয়াইনহাউজ, উইলিয়াম এবং বেবিশ্যাম্বলস।

এই অনুষ্ঠানে উপস্থাপক হিসেবে ছিলেন জস স্টোন, মডেল লিলি কোল, আমেরিকান রক ব্যান্ড আর.ই.এম এর মাইকেল স্ট্রাইপ এবং ফর্মুলা ওয়ান এর চালক লুইস হেমিল্টন।

মনোনয়ন

[সম্পাদনা]

বিজয়ীদের নাম বোল্ড লেখায় রয়েছে।

সেরা গান

[সম্পাদনা]
  • বিয়োন্সে এবং শাকিরা - "বিউটিফুল লায়ার"
  • নেল্লি ফুর্টাডো - "অল গুড থিঙ্স (কাম টু এন এন্ড)"
  • এভ্রিল লেবিগনে - "গার্লফ্রেন্ড"
  • মিকা - " গৃরেস কেল্লি"
  • রিহানা (ফিচারিং জে-ঝি) - "আম্ব্রেলা"
  • এমি ওয়াইনহাউস - "রেহাব"

সেরা ভিডিও

[সম্পাদনা]
  • ব্যাট ফর লেশেস - "হোয়াট্স এ গার্ল টু ডু?"
  • দ্যা কেমিকেল ব্রাদার্স - "দ্যা সালমান ডান্স"
  • ফু ফাইটার্স - "দ্যা প্রিটেন্ডার"
  • জাসটিস - "ডান্স"
  • জাস্টিন টিম্বারলেক - " হোয়াট গোস এরাউন্ড... কাম্স এরাউন্ড"
  • কেনিয়ে ওয়েস্ট - "স্ট্রঙ্গার"

অ্যালবাম অফ দ্যা ইয়ার

[সম্পাদনা]
  • একন — কনভিক্টেড
  • নেল্লি ফুর্টাডো — লুস
  • এভ্রিল লেবিগনে - "দ্যা বেস্ট ড্যাম থিং"
  • লিংকিন পার্ক - "মিডনাইট"
  • এমি ওয়াইনহাউস - "ব্যাক টু ব্ল্যাক"

সেরা সলো

[সম্পাদনা]
  • ক্রিশ্চিয়ান অগিলেরা
  • নেল্লা ফুর্টাডো
  • এভ্রিল লেভিগনে
  • মিকা
  • রিহানা
  • জাস্টিন টিম্বারলেক

সেরা ব্যান্ড

[সম্পাদনা]
  • ফল আউট বয়
  • গুড চারলোট
  • লিংকিন পার্ক
  • মাই কেমিক্যাল রোমান্স
  • টোকিও হোটেল

নিউ সাউন্ডস অব ইউরোপ

[সম্পাদনা]
  • বেডউইটার্স
  • ফার্মা
  • ইয়াকুপ

রক আউট

[সম্পাদনা]
  • থার্টি সেকেন্ডস টু মার্স
  • ইভানেসেন্স
  • ফল আউট বয়
  • লিংকিন পার্ক
  • মাই কেমিক্যাল রোমান্স

আল্টিমেট আর্বান

[সম্পাদনা]
  • বিয়োন্সে
  • জিম ক্লাস হিরোজ
  • রিহানা
  • টিম্বাল্যান্ড
  • জাস্টিন টিম্বারলেক
  • কেনিয়ে ওয়েস্ট

সেরা হেডলাইনার

[সম্পাদনা]
  • আর্কটিক মানকিজ
  • বিয়োন্সে
  • ফু ফাইটার্স
  • মুস
  • জাস্টিন টিম্বারলেক

সেরা ইন্টার এক্ট

[সম্পাদনা]
  • থার্টি সেকেন্ডস এু মার্স
  • ডেপেসে মোড
  • ফল আউট বয়
  • মাই কেমিক্যাল রোমান্সস
  • টোকিও হোটেল

আর্টিস্ট চয়েস

[সম্পাদনা]

ফ্রি ইয়োর মাইন্ড

[সম্পাদনা]

আঞ্চলিক মনোনয়ন

[সম্পাদনা]

বিজয়ীদের নাম বোল্ড লেখায় রেয়েছে।

সেরা আদ্রিয়া অভিনয়

[সম্পাদনা]

ডুবিয়োজা কোলেকটিভ

লাডনো পাইভো

জিন

সিদ্ধার্থ

ভ্যান গোঘ

সেরা আফ্রিকান অভিনয়

[সম্পাদনা]

ক্যামেলিওন

ডি'ব্যান

হিপ হপ পান্তসুলা

জুয়া কালি

সামিনি

জুমা নেচার

সেরা আরবীয় অভিনয়

[সম্পাদনা]

ন্যান্সি আজরাম

ইলিসা

মোহাম্মদ হামাকি

তামের হোসনি

রাশেদ আল-মাজেদ

সেরা বাল্টিক অভিনয়

[সম্পাদনা]

ডাভল ফেসড ইলস

জুর্গা

স্ক্যাম্প

দ্যা সান

ট্রাইবস অব দ্যা সিটি

সেরা ড্যানিশ অভিনয়

[সম্পাদনা]

ডিউন

নেফিউ

সাসপেক্ট

ট্রেন্টেমোলার

ভোলবিট

সেরা ডাচ এবং বেলজিয়ান অভিনয়

[সম্পাদনা]

গুস

ওপগেজয়োল্লে

গ্যাব্রিয়েল রিয়োস

টিয়েস্টো

উইদিন টেমটেশন

সেরা ফিনিশ অভিনয়

[সম্পাদনা]

হিম

এরি কোইভুনেন

নেগেটিভ

নাইটউইশ

সানরাইজ এভেনিউ

সেরা ফ্রেঞ্চ অভিনয়

[সম্পাদনা]
  • বুবা
  • ফেটাল বাজুকা
  • জাসটিস
  • বব সিনক্লার
  • সপ্রানো

সেরা জার্মান অভিনয়

[সম্পাদনা]
  • বিটস্টেকস
  • বুশিডো
  • জুলি
  • সাইডো
  • স্পর্টফ্রন্ডে স্টিলার

সেরা হাঙ্গোরীয় অভিনয়

[সম্পাদনা]
  • আকোস
  • হেভেন স্ট্রিট সেভেন
  • দ্যা ইডোরু
  • দ্যা মুগ
  • নিও

সেরা ইতালীয় অভিনয়

[সম্পাদনা]
  • এলিসা
  • জে-এক্স
  • ইরেনে গ্রান্দি
  • নেগ্রামারো
  • জিরো এস্সোলুটো

সেরা নরওয়ের অভিনয়

[সম্পাদনা]
  • এল এক্সেল
  • কার্পে ডিয়েম
  • লিলিজেটস
  • প্লিজার
  • আলেক্সান্ডার উইথ

সেরা পলিশ অভিনয়

[সম্পাদনা]
  • মনিকা ব্রোডকা
  • আনিয়া ডাব্রোস্কা
  • ডোবা
  • কাসিয়া নসোস্কা
  • ও.এস.টি.আর

সেরা পর্তুগিজ অভিনয়

[সম্পাদনা]
  • ব্লাস্টেড মেকানিজম
  • বুরাকা সম সিস্টেমা
  • ফনজি
  • স্যাম দ্যা কিড
  • ডা উইয়াসেল

সেরা রাশিয়ান অভিনয়

[সম্পাদনা]
  • এ-স্টুডিও
  • ডিমা ভিলান
  • সার্জে লাজারেভ
  • মাকসিম
  • নু ভার্গোস

সেরা রোমানীয় অভিনয়

[সম্পাদনা]
  • এলেক্স
  • এক্টিভ
  • আন্দ্রে বানিকা
  • ডিজে প্রজেক্ট
  • সিমপ্লু

সেরা স্প্যানিশ অভিনয়

[সম্পাদনা]
  • ডাভার
  • এল সুয়েনো ডে মরফিও
  • লা কুইন্টা এস্টাসিয়োন
  • মালা রদ্রিগেজ
  • ভায়োলাডোর্স ডেল ভার্সো

সেরা সুইডিশ অভিনয়

[সম্পাদনা]
  • দ্যা আর্ক
  • লাকসো
  • নেভারস্টোন
  • টিমো রাইসানেন
  • দোস ডান্সিং ডেইস

সেরা তুর্কিশ অভিনয়

[সম্পাদনা]
  • সেজা
  • কেনান ডগুলু
  • সার্টাব ইরেনার
  • নিল কারাইব্রাহিমগিল
  • তিয়োমান

সেরা যুক্তরাজ্য এবং আয়ারল্যান্ড অভিনয়

[সম্পাদনা]
  • আর্কটিক মানকিজ
  • ক্লাক্সোনস
  • মুস
  • মার্ক রনসন
  • এমি ওয়াইনহাউস

সেরা আক্রানীয় অভিনয়

[সম্পাদনা]
  • এসথেটিক এডুকেশন
  • গাইটানা
  • লামা
  • ওকিন এলজি
  • ভিভি

নিউ সাউন্ডস অফ ইউরোপ প্রতিযোগিতা

[সম্পাদনা]

আঞ্চলিক প্রতিযোগিতা

[সম্পাদনা]
নেদারল্যান্ডস জার্মানি আদ্রিয়া তুর্কি পর্তুগাল ডেনমার্ক সুইডেন যুক্তরাজ্য

সি-মন এবং কিপস্কি ডেলাইন ফেড লে গ্রান্ড জ্যাকিল এবং হাইত মোক

চুলচা ক্যান্ডেলা চাকুজা ডাই ওরবুটেন ইচি পপকিড কে.আই.জি ম্যাডসেন

কানেক্ট ডানি ডুবিয়োজা কোলেকটিভ ইলিমেন্টাল ফাদার ইনট্রুডার মার্সেলো মিসটেকমিসটেক সভাদবাস টাইড

বেডুক ড্যানডাডাড্যান পর্তেচো সুটকেস ইয়াকুপ

বুরাকা সম সিস্টেমা মশ মুন্ডো সিক্রেটো এসপি এবং উইলসন দ্যা ভিশিয়াস ৫

আলফাবিট পোকার ট্রেন্টেমোলার ভোলবিট

মিলিয়ন স্টাইলজ নেভারস্টোন সাকের্ট সালেম আল ফকির

বিফি ক্লাইরো দ্যা এনেমি দ্যা ফ্র্যাটেলিস কেলভিন হ্যারিস জ্যামি টি ক্লক্সোনস জেমস মরিসন কেট নাশ মার্ক রনসন দ্যা ভিউ

ফ্রান্স স্পেন নরওয়ে ফিনল্যান্ড রোমানিয়া পোল্যান্ড ইতালি বাল্টিক

আরন এবিডি আল মালিক আয়ো চারলোট গেনসবার্গ জেহরো কায়োলিন কোক্সি ক্রিস্টোফি মায়ে রিকি রোজ সেফি শাম সোপরানো পিটার ভোন পোহেল ক্রিস্টোফ উইলিয়াম

হান্না জুয়ালা ডে গ্রিলোস লানটানা মেনডেটজ নেনা ডাকোন্তে সারা ডা পিন আপ তুলসা ওয়ান্ডারফুল কসমেটিকস জোডিয়াক

১২০ ডেইস ক্রিসচেল আলসোস মারগারেট বার্গার মাই মিডনাইট ক্রিপস সুসানে সুন্ডফোর আলেক্সান্ডার উইথ

ডিস্কো এনসেমব্লে লাপকো লাবেক্স স্টার্ম আন্ড ড্র্যাঙ্গ সানরাইজ এভেনিউ

ডিজে প্রজেক্ট ফার্মা এনা লেস্কো সিমপ্লু

দ্যা কার ইজ অন ফায়ার কোমা কুল কিডস অব ডেথ হার্ট নট

সায়মন ক্রিসটিচ্চি ফাব্রি ফিব্রা মন্ডো মারসিয়ো ফেব্রিজিয়ো মরো জিরো এসসোলুটো

এস্ট্রো এন আউট বেডউইটার্স ডাভল ফেসড এলস গ্যাব্রেল নো-বিগ-সাইলেন্স আন্ডার ম্যারি ভাইডাস

আন্তর্জাতিক প্রতিযোগিতা

[সম্পাদনা]

বেডউইটার্স

ফার্মা

ইয়াকুপ

সানরাইজ এভেনিউ — ২৮/১০ এ বাতিল হয়

ক্রিসটোফ উইলেম — ২৭/১০ এ বাতিল হয়

জাউলা ডে গ্রিলোস — ২৬/১০ এ বাতিল হয়

বুরাকা সম সিস্টেমা — ২৫/১০ এ বাতিল হয়

চাকুজা — ২৪/১০ এ বাতিল হয়

ক্লাক্সোনস — ২৩/১০ এ বাতিল হয়

নেভারস্টোন — ২২/১০ এ বাতিল হয়

জিরো এসসোলুটো — ২১/১০ এ বাতিল হয়

ডেলাইন — ২০/১০ এ বাতিল হয়

ডানি — ১৯/১০ এ বাতিল হয়

গ্র্যাভেল — ১৮/১০ এ বাতিল হয়

কোমা — ১৭/১০ এ বাতিল হয়

আলফাবিট — ১৬/১০ এ বাতিল হয়

আলেক্সান্ডার উইত — ১৫/১০ এ বাতিল হয়

এস্ট্রো এন আউট — ১৪/১০ এ বাতিল হয়

আয়োজন

[সম্পাদনা]
  • ফু ফাইটার্স - "দ্যা প্রিটেন্ডার / গড সেভ দ্যা কুইন"
  • মিকা - "গ্রেস কেল্লি"
  • এভ্রিল লেভিগনে - "হট"
  • মাই কেমিক্যাল রোমান্স - "টিনএজার"
  • এমি ওয়াইনহাউস - "ব্যাক টু ব্ল্যাক"
  • উইল.আই.এম - "আই গট ইট ফ্রম মাই মামা"
  • নিকোলে স্কারজিঙ্গার (ফিচারিং উইল.আই.এম) - "বেবি লাভ"
  • বেবিশ্যাম্বলস - "ডেলিভারি"
  • বেডউইটার্স - "এ ড্রামাটিক লেটার টু কোনসায়েন্স"
  • টোকিও হোটেল - "মনসুন"

উপস্থিতি

[সম্পাদনা]
  • বেন্জি ম্যাডেন এবং জোয়েল ম্যাডেন - এলবাম অফ দ্যা ইয়ার এওয়ার্ড প্রদান করেন
  • মাইকেল স্ট্রাইপ — আর্টিস্ট চয়েজ এওয়ার্ড প্রদান করেন
  • লুইস হেমিল্টন — সেরা গান এওয়ার্ড প্রদান করেন
  • এলেন গ্রীন এবং মাইক ইঙ্ঘাম - সেরা ভিডিও এওয়ার্ড প্রদান করেন
  • ফ্রান্কা পোটেন্টে এবং সার্জ টাঙ্কিয়ান - রক আউট এওয়ার্ড প্রদান করেন
  • ডিডিয়ার ড্রোগবা এবং লিলি কোলে - সেরা ব্যান্ড এওয়ার্ড প্রদান করেন
  • ওয়াইক্লেফ জিন এবং ক্রাইগ ডেভিড - আল্টিমেট আর্বান এওয়ার্ড প্রদান করেন
  • জস স্টোন এবং পল ভেন ডিক - সেরা ইন্টার এক্ট এওয়ার্ড প্রদান করেন
  • বোরিস বেকার এবং জেন্স লেহমান - সেরা হেডলাইনার এওয়ার্ড প্রদান করেন
  • জন হেডার - সেরা সলো এওয়ার্ড প্রদান করেন
  • স্নুপ ডগ, এলেন গ্রীন এবং মাইক ইঙ্ঘাম - এওয়ার্ড শো প্রোমো

আরও দেখুন

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]

টেমপ্লেট:MTV Europe Music Awards