২০০৮-০৯ কুয়েত ফেডারেশন কাপ

২য় কুয়েতি ফেডারেশন কাপ শুরু হয় ৭ সেপ্টেম্বর, ২০০৮।

দ্বিতীয় ফেডারেশন কাপ কুয়েতি ২০০৮/২০০৯ মৌসুমের চারটি প্রতিযোগিতার একটি। ১৪টি ক্লাব এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে।

তাদের দুইটি গ্রুপে বিভক্ত করা হয়েছে, এবং প্রতিটি গ্রুপের বিজয়ী ও রানার-আপ সেমিফাইনালে উন্নীত হবে।

এই কাপ কুয়েতি প্রিমিয়ার লিগ মৌসুমের উদ্বোধনী প্রতিযোগিতা হিসেবে ব্যবহৃত হয়।

গ্রুপ এ

[সম্পাদনা]

ফাইনাল স্ট্যান্ডিং:

দল ম্যাচ জয় ড্র হার পক্ষে গোল বিপক্ষে গোল গোল ব্যবধান পয়েন্ট
কুয়েত আল কুয়েত ১৩ +৭ ১৩
কুয়েত আল কাদসিয়া ১৬ ১০ +৬ ১২
কুয়েত আল সালমিয়া +১
কুয়েত আল নাসের ১২ -৪
কুয়েত আল ইয়ারমুক ১০ ১৩ -৩
কুয়েত আল ফাহাহিল স্পোর্টিং ক্লাব -৩
কুয়েত তাদামোন ১০ -৪

গ্রুপ বি

[সম্পাদনা]

ফাইনাল স্ট্যান্ডিং:

দল প্লে জয় ড্র পরাজয় জিএফ জিএ জিডি পয়েন্ট
কুয়েত আল শাবাব ১২ +৫ ১৩
কুয়েত কাজমা ১০ +৫ ১৩
কুয়েত আল আরাবি ১৬ +৮ ১২
কুয়েত খাইতান +২ ১০
কুয়েত সাহেল
কুয়েত সুলাইবিখাত ১৮ -১০
কুয়েত আল জাহরা ১৫ -১০

সেমি-ফাইনাল

[সম্পাদনা]
আল কুয়েত১ – ১
(৫ – ৬ পেন.)
কাজমা
আল শাবাব১ - ৩আল কাদিসিয়া

ফাইনাল

[সম্পাদনা]
কাজমা০ - ১আল কাদিসিয়া

বহিঃসংযোগ

[সম্পাদনা]

goalzz.com - কুয়েতি ফেডারেশন কাপ