২০০৮ কুয়েত ফেডারেশন কাপ

প্রথম কুয়েতি ফেডারেশন কাপ অনুষ্ঠিত হয় ১ জানুয়ারি, ২০০৮ থেকে ৫ ফেব্রুয়ারি, ২০০৮ পর্যন্ত।

প্রথম ফেডারেশন কাপ ছিল কুয়েতি ২০০৭/২০০৮ মৌসুমের চারটি প্রতিযোগিতার একটি। প্রতিযোগিতায় সব মিলিয়ে চৌদ্দটি ক্লাব অংশগ্রহণ করেছিল। তাদের দুইটি গ্রুপে বিভক্ত করা হয়। প্রতিটি গ্রুপের বিজয়ী ও রানার্স-আপ সেমি-ফাইনালে উন্নীত হয়।

আল কুয়েত-কে ৪-৩ ব্যবধানে পেনাল্টিতে হারিয়ে আল কাদসিয়া এই মৌসুমের ফেডারেশন কাপ জিতে নেয়।

গ্রুপ এ

[সম্পাদনা]
দল ম্যাচ জয় ড্র পরাজয় পক্ষে গোল বিপক্ষে গোল গোল ব্যবধান পয়েন্ট
কুয়েত আল কুয়েত ১৩ +৭ ১৫
কুয়েত আল আরাবি ১০ +৪ ১১
কুয়েত কাজমা +১ ১০
কুয়েত সুলাইবিখাত ১০
কুয়েত আল ফাহাহিল ১০ ১০
কুয়েত আল ইয়ারমুক ১০ -৫
কুয়েত সাহেল -৭

গ্রুপ বি

[সম্পাদনা]
দল ম্যাচ জয় ড্র হার পক্ষে গোল বিপক্ষে গোল গোল ব্যবধান পয়েন্ট
কুয়েত আল কাদিসিয়া ১৫ +৯ ১৩
কুয়েত আল জাহরা ১২
কুয়েত আল সালমিয়া ১০ +৩ ১১
কুয়েত খাইতান ১০ ১৩ -৩
কুয়েত আল নাসের -১
কুয়েত আল শাবাব -৩
কুয়েত তাদামন ১০ -৫

সেমিফাইনাল

[সম্পাদনা]

সব সময় স্থানীয় সময় অনুযায়ী (UTC+3)

কুয়েত কুয়েত১ – ১ (অতিরিক্ত সময়)
(৩ – ১ পেনাল্টি শুটআউট)
কুয়েত আল জাহরা
খালিদ আজাব গোল ৩৩' ইউসুফ আওয়াদ গোল ১৬'
মোহাম্মদ আল-হামাদ স্টেডিয়াম, কুয়েত

কুয়েত আল কাদিসিয়া২ – ১কুয়েত আল আরাবি
তালাল ইউসুফ গোল ৪৩'
হামেদ আল এনজি গোল ৫৪'
ফিরাস আল খাতিব গোল ৩২'
থামির স্টেডিয়াম, কুয়েত

তৃতীয় স্থান প্লে-অফ

[সম্পাদনা]
আল জাহরা১ – ১
(৫ – ৪ পেনাল্টি শুটআউট)
আল আরাবি
মোহাম্মদ আল আজমি গোল ৩৫' আবদুল্লাহ আল হাদাদ গোল ৫৯'
মোহাম্মদ আল-হামাদ স্টেডিয়াম, কুয়েত

ফাইনাল

[সম্পাদনা]
কুয়েত১ – ১
(৩ – ৪ পেনাল্টি শুটআউট)
কাদিসিয়া
জিয়াদ জাজিরি গোল ৪৬' হামেদ আল এনজি গোল ৯৩'
পেনাল্টি
জিয়াদ জাজিরি পেনাল্টিতে গোল করেছেন
মিশাল হামিদপেনাল্টিতে গোল করেছেন
আবদুল্লাহ নাহার পেনাল্টিতে গোল করেছেন
আবদুলরহমান আল আওধি পেনাল্টিতে গোল করতে ব্যর্থ হয়েছে
সামির আল মার্তা পেনাল্টিতে গোল করতে ব্যর্থ হয়েছে
৩–৪ পেনাল্টিতে গোল করেছেন তালাল ইউসুফ
পেনাল্টিতে গোল করেছেন হামেদ আল এনজি
পেনাল্টিতে গোল করতে ব্যর্থ হয়েছে ফাহাদ আল আনসারি
পেনাল্টিতে গোল করেছেন ম্লাদেন
পেনাল্টিতে গোল করেছেন মুয়াসাদ নেদা
আল-সাদাকুয়া ওয়ালসালাম স্টেডিয়াম, কুয়েত
রেফারি: থামির আল এনজি

শীর্ষ স্কোরার

[সম্পাদনা]
স্কোরার গোল[] টীম
কুয়েত খালেদ আজাব কুয়েত
তিউনিসিয়া সেলিম বেন আচার কাদিসিয়া
ব্রাজিল গ্লাউসিও আল সালমিয়া
তিউনিসিয়া সৌদ ফ্রেয়ান আল ফাহিল
সিরিয়া ফিরাস আল খাতিব আল আরাবি
কুয়েত ইউসুফ আওয়াদ আল জাহরা
কুয়েত মোহাম্মদ ইউসুফ খইতান
বাহরাইন ইসমাইল আবদুললাতিফ আল আরাবি
ওমান ইউনিস আল মুশাইফিরি কাজমা
বাহরাইন আ'লা হুবাইল আল কুয়েত

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "কুয়েতি ফেডারেশন কাপ শীর্ষ স্কোরার"। Goalzz.com। ২৮ জানুয়ারি ২০০৮। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০০৮