২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে মুষ্টিযুদ্ধ

২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে
মুষ্টিযুদ্ধ
লাইট ফ্লাইওয়েট
ফ্লাইওয়েট
ব্যান্টমওয়েট
ফেদারওয়েট
লাইটওয়েট
লাইট ওয়েল্টারওয়েট
ওয়েল্টারওয়েট
মিডলওয়েট
লাইট হেভিওয়েট
হেভিওয়েট
সুপার হেভিওয়েট
XXIX অলিম্পিয়াড খেলায়
মুষ্টিযুদ্ধ
২০০৮ গেমসে মুষ্টিযুদ্ধকে চিহ্নিত করার জন্য চিত্রলিপি
স্থানবেইজিং ন্যাশনাল স্টেডিয়াম

চীনের বেইজিং-এ ২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকের মুষ্টিযুদ্ধ অনুষ্ঠিত হয় ওয়ার্কার্স ইন্ডোর এরিনাতে

পুরুষ মুষ্টিযোদ্ধার স্বীকৃত ওজনের ভিত্তিতে মোট ১১টি বিভাগে পদক প্রদান করা হয়। ২০০৮-এর অলিম্পিক ছিল শেষ অলিম্পিক যাতে মহিলাদের অন্তর্ভুক্ত করা হয়নি। ২০১২সালের লন্ডন অলিম্পিকের জন্য আন্তর্জাতিক অলিম্পিক কমিটি মহিলাদের জন্য এই খেলা উন্মুক্ত করে দিয়েছে।

অলিম্পিকের অন্যান্য সংগ্রামমূলক ক্রীড়ার মত, এখানেও দুটি ব্রোঞ্জ পদক প্রদান করা হয়। মুষ্টিযুদ্ধে সেমিফাইনালের পরাজিত উভয়েই আর কোনো লড়াই না করেই একটি করে ব্রোঞ্জ পদক পায়। ফলে, কোয়ার্টার ফাইনালের লড়াই প্রকৃতপক্ষে ব্রোঞ্জ মেডেলের লড়াই হয়। অনুরূপে, সেমি ফাইনালের লড়াইকে রৌপ্য পদকের এবং ফাইনালের লড়াইকে স্বর্ণ পদকের লড়াই বলা যায়। সেইজন্য মোট ৪৪টি পদকের মধ্যে ২২টি ব্রোঞ্জ।

সংক্ষেপে পদক

[সম্পাদনা]
বিভাগ স্বর্ণ রৌপ্য ব্রোঞ্জ
লাইট ফ্লাইওয়েট
বিস্তারিত
ঝু শিমিং
 চীন
পুরেভদোর্জিন সার্ডাম্বা
 মঙ্গোলিয়া
প্যাডি বার্নস
 আয়ারল্যান্ড
ইয়েম্পিয়ের হার্নান্ডেজ
 কিউবা
ফ্লাইওয়েট
বিস্তারিত
সোমজিত জংজোহোর
 থাইল্যান্ড
আন্দ্রে লাফিতা
 কিউবা
জর্জি বালাকশিন
 রাশিয়া
ভিনসেঞ্জো পিকার্ডি
 ইতালি
ব্যান্টমওয়েট
বিস্তারিত
এঙ্খবাতিন বদর-উগান
 মঙ্গোলিয়া
ইয়েঙ্কিয়েল লিওন
 কিউবা
ব্রুনো জুলি
 মরিশাস
ভাচিস্লাভ গোজান
 মলদোভা
ফেদারওয়েট
বিস্তারিত
ভাসিল লোমাচেঙ্কো
 ইউক্রেন
খেদাফি জেলখির
 ফ্রান্স
ইয়াকুপ কিলিচ
 তুরস্ক
শাহিন ইমরানভ
 আজারবাইজান
লাইটওয়েট
বিস্তারিত
আলেক্সি টিশচেঙ্কো
 রাশিয়া
দাউদা সো
 ফ্রান্স
হ্রাচিক জাভাখিয়ান
 আর্মেনিয়া
ইয়োরডেনিস উগাস
 কিউবা
লাইট ওয়েল্টারওয়েট
বিস্তারিত
ম্যানুয়েল ফেলিক্স ডায়াজ
 ডোমিনিকান প্রজাতন্ত্র
মানুস বুঞ্জুমনং
 থাইল্যান্ড
রোনিয়েল ইগলেসিয়াস
 কিউবা
আলেক্সি ভাস্টিন
 ফ্রান্স
ওয়েল্টারওয়েট
বিস্তারিত
বাখিত সার্সেকবায়েভ
 কাজাখস্তান
কার্লোস বান্টিউক্স
 কিউবা
হানাতি সিলামু
 চীন
কিম জুং-জু
 দক্ষিণ কোরিয়া
মিডলওয়েট
বিস্তারিত
জেমস ডিগেল
 গ্রেট ব্রিটেন
এমিলো কোরেয়া
 কিউবা
ড্যারেন সুথারল্যান্ড
 আয়ারল্যান্ড
বিজেন্দ্র কুমার
 ভারত
লাইট হেভিওয়েট
বিস্তারিত
ঝ্যাং জিয়াওপিং
 চীন
কেনেথ ইগান
 আয়ারল্যান্ড
টোনি জেফ্রিস
 গ্রেট ব্রিটেন
ইয়ের্কেবুইয়ান শাইনালিয়েভ
 কাজাখস্তান
হেভিওয়েট
বিস্তারিত
রাখিম চাখিয়েভ
 রাশিয়া
ক্লেমেন্ট রুশো
 ইতালি
অস্মে আকোস্তা
 কিউবা
দিওন্তে উইল্ডার
 মার্কিন যুক্তরাষ্ট্র
সুপার হেভিওয়েট
বিস্তারিত
রবার্তো ক্যামেরিলে
 ইতালি
ঝ্যাং ঝিলেই
 চীন
ভাচিস্লাভ গ্লাজকভ
 ইউক্রেন
ডেভিড প্রাইস
 গ্রেট ব্রিটেন

বিভাগসমূহ

[সম্পাদনা]

যোগ্যতার মাপকাঠি

[সম্পাদনা]

প্রত্যেক ন্যাশনাল অলিম্পিক কমিটি (NOC) মুষ্টিযুদ্ধের প্রত্যেক বিভাগে অনধিক ১জন করে প্রতিযোগীর চয়ন করতে পারে। আয়োজক দেশের জন্য সংরক্ষিত নয়টি স্থানের মধ্যে ছয়টি স্থান তারা বেছে নিতে পারে। বাকি স্থানগুলি ট্রাইপার্টাইট ইনভিটেশন কমিশনকে দেওয়া হয়। আয়োজক দেশের যত জন প্রতিযোগী AIBA বিশ্ব অপেশাদার মুষ্টিযুদ্ধ প্রতিযোগিতা ইত্যাদির মাধ্যমে যোগ্যতা অর্জন করবে, আয়োজক দেশ ততগুলি সংরক্ষিত স্থান হারাবে।

যোগ্যতানির্ণায়ক প্রতিযোগিতাগুলি হল:

বিভাগ আফ্রিকা এশিয়া ইউরোপ আমেরিকা ওশেনিয়া আয়োজক/আমন্ত্রিত মোট
লাইট ফ্লাই (-৪৮কেজি) ২৮
ফ্লাই (৪৮-৫১কেজি) ২৮
ব্যান্টম (৫১-৫৪কেজি) ২৮
ফেদার (৫৪-৫৭কেজি) ২৮
লাইট (৫৭-৬০কেজি) ২৮
লাইট ওয়েল্টার (৬০-৬৪কেজি) ২৮
ওয়েল্টার (৬৪-৬৯কেজি) ২৮
মিডল (৬৯-৭৫কেজি) ২৮
লাইট হেভি (৭৫-৮১কেজি) ২৮
হেভি (৮১-৯১কেজি) - ১৬
সুপার হেভি (+৯১কেজি) - ১৬
মোট ৬০ ৫৩ ৯১ ৬০ ১১ ২৮৪*

* এর মধ্যে দুটি অতিরিক্ত স্থান প্রদান করে ট্রাইপার্টিয়েট ইনভিটেশন কমিশন, সুতরাং প্রতিযোগীদের কোটা হবে ২৮৬।

অংশগ্রহণকারী রাষ্ট্রসমূহ

[সম্পাদনা]
রাষ্ট্র -৪৮কেজি -৫১কেজি -৫৪কেজি -৫৭কেজি -৬০কেজি -৬৪কেজি -৬৯কেজি -৭৫কেজি -৮১কেজি -৯১কেজি +৯১কেজি মোট
 আলজেরিয়া X X X X X X X
 আর্জেন্টিনা X
 আর্মেনিয়া X X X X
 অস্ট্রেলিয়া X X X X X X X X X
 আজারবাইজান X X
 বাহামা দ্বীপপুঞ্জ X
 বেলারুশ X X X X
 বতসোয়ানা X X
 ব্রাজিল X X X X X X
 বুলগেরিয়া X X
 ক্যামেরুন X X X
 কানাডা X
 মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র X
 চীন X X X X X X X X X X ১০
 কলম্বিয়া X X X X X
 ক্রোয়েশিয়া X X
 কিউবা X X X X X X X X X X ১০
 ডোমিনিকান প্রজাতন্ত্র X X X X X X
 গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র X
 ইকুয়েডর X X X
 মিশর X X X
 ফ্রান্স X X X X X X X X X
 গাম্বিয়া X
 জর্জিয়া X X
 জার্মানি X X X X
 ঘানা X X X X X X
 গ্রেট ব্রিটেন X X X X X X X
 গ্রিস X X
 গ্রেনাডা X
 গুয়াতেমালা X
 হাইতি X
 হাঙ্গেরি X X X X X
 ভারত X X X X X
 ইরান X X X
 আয়ারল্যান্ড X X X X X
 ইতালি X X X X X X
 জাপান X X
 কাজাখস্তান X X X X X X X X X X ১০
 কেনিয়া X X X X
 কিরগিজস্তান X
 লেসোথো X
 লিথুয়ানিয়া X X X
 মাদাগাস্কার X
 মরিশাস X X
 মেক্সিকো X X X
 মলদোভা X X
 মঙ্গোলিয়া X X X X
 মন্টিনিগ্রো X
 মরক্কো X X X X X X X X X X ১০
 নামিবিয়া X X X
 নাইজেরিয়া X X X X
 উত্তর কোরিয়া X
 পাপুয়া নিউগিনি X
 ফিলিপাইন X
 পোল্যান্ড X X
 পুয়ের্তো রিকো X X X X X
 রোমানিয়া X X
 রাশিয়া X X X X X X X X X X X ১১
 সামোয়া X
 সিয়েরা লিওন X
 দক্ষিণ আফ্রিকা X
 দক্ষিণ কোরিয়া X X X X X
 স্পেন X
 শ্রীলঙ্কা X
 সুইডেন X X
 তাজিকিস্তান X X X
 থাইল্যান্ড X X X X X X X X
 তিউনিসিয়া X X X X X
 তুরস্ক X X X X X
 তুর্কমেনিস্তান X
 উগান্ডা X
 ইউক্রেন X X X X X X X
 মার্কিন যুক্তরাষ্ট্র X X X X X X X X
 ভার্জিন দ্বীপপুঞ্জ X X
 উজবেকিস্তান X X X X X X X
 ভেনেজুয়েলা X X X X X X
 জাম্বিয়া X X X
মোট: ৭৭টি NOC ২৯ ২৭ ২৭ ২৮ ২৭ ২৮ ২৯ ২৮ ২৮ ১৬ ১৬ ২৮৩

বহিঃসংযোগ

[সম্পাদনা]