২০০৮ সাফ চ্যাম্পিয়নশিপ

২০০৮ সাফ চ্যাম্পিয়নশিপ
বিবরণ
স্বাগতিক দেশমালদ্বীপ
শ্রীলঙ্কা
তারিখ৩ জুন - ১৪ জুন
মাঠ২ (২টি আয়োজক শহরে)
চূড়ান্ত অবস্থান
চ্যাম্পিয়ন মালদ্বীপ (১ম শিরোপা)
রানার-আপ ভারত
পরিসংখ্যান
ম্যাচ১৫
গোল সংখ্যা৪৩ (ম্যাচ প্রতি ২.৮৭টি)
শীর্ষ গোলদাতাআফগানিস্তান এইচ.এ. হাবিব (৪ গোল)
সেরা খেলোয়াড়মালদ্বীপ আলি আশফাক


২০০৮ সাফ চ্যাম্পিয়নশিপ হল দক্ষিণ এশিয়ার আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা সাফ চ্যাম্পিয়নশিপের ৭ম আসর যা ২০০৮ সালের ৩ জুন থেকে ১৪ জুন তারিখে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতাটি যৌথভাবে শ্রীলঙ্কা ও মালদ্বীপ স্বাগতিক হওয়ার সৌভাগ্যলাভ করে।

প্রতিযোগিতাটি মূলত ২০০৭ সালের অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু পরে পিছিয়ে ২০০৮ সালের অনুষ্ঠিত হয়।

গ্রুপ পর্ব

[সম্পাদনা]

গ্রুপ এ

[সম্পাদনা]
দল খেলা জয় ড্র পরা স্বগো বিগো গোপা পয়ে
 ভারত +৬
 মালদ্বীপ +৫
   নেপাল -৪
 পাকিস্তান -৭

মালদ্বীপ ৩ - ০ পাকিস্তান
শিফান গোল ৪৫+২'
তারিক গোল ৪৭'
আকরাম গোল ৯০+' (o.g.)
প্রতিবেদন
দর্শক সংখ্যা: ১৫,০০০


মালদ্বীপ ৪ - ১   নেপাল
ইসমাইল মোহাম্মদ গোল ৯' , গোল ৪৬'
ফাজিল গোল ৫০',গোল ৬২'
প্রতিবেদন গৌচান গোল ১০'


মালদ্বীপ ০ - ১ ভারত
প্রতিবেদন গৌরমঙ্গি সিং গোল ১৪'
দর্শক সংখ্যা: ১০,০০০

গ্রুপ বি

[সম্পাদনা]
দল খেলা জয় ড্র পরা স্বগো বিগো গোপা পয়ে
 শ্রীলঙ্কা +৩
 ভুটান
 বাংলাদেশ -১
 আফগানিস্তান -২





নকআউট পর্ব

[সম্পাদনা]

সেমি ফাইনাল

[সম্পাদনা]

শ্রীলঙ্কা ০ - ১ মালদ্বীপ
প্রতিবেদন ফাজিল গোল ৭০'
দর্শক সংখ্যা: ১২,০০০

ফাইনাল

[সম্পাদনা]
ভারত ০ - ১ মালদ্বীপ
প্রতিবেদন মুক্তার নাসির গোল ৮৭'
দর্শক সংখ্যা: ~২০,০০০

চ্যাম্পিয়ন

[সম্পাদনা]
 ২০০৮ সাফ চ্যাম্পিয়নশিপ 
মালদ্বীপ-এর পতাকা
মালদ্বীপ
প্রথম শিরোপা

পরিসংখ্যান

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]