২০১০ ফিফা বিশ্বকাপের এফ গ্রুপের খেলাগুলো অনুষ্ঠিত হবে ১৪ থেকে ২৪ জুন, ২০১০ পর্যন্ত।[১] এই গ্রুপের প্রতিদ্বন্দীতাকারী দলগুলোর মধ্যে আছে আগের বিশ্বকাপের শিরোপাধারী ইতালি; এছাড়ও আছে প্যারাগুয়ে, নিউজিল্যান্ড, এবং স্লোভাকিয়া। ১৯৫০-এর বিশ্বকাপে ইতালি, প্যারাগুয়ের সাথে একই গ্রুপে প্রতিদ্বন্দীতা করেছিলো। ঐ খেলায় ইতালি ২-০ গোলে জয়লাভ করলেও, কেউই সেবার দ্বিতীয় পর্বে উত্তীর্ণ হতে পারেনি।
এই গ্রুপের চ্যাম্পিয়ন দল দ্বিতীয় পর্বে ই গ্রুপের রানার্স-আপ দলের মুখোমুখি হবে। অপরদিকে এই গ্রুপের রানার্স-আপ দল মুখোমুখি হবে ই গ্রুপের চ্যাম্পিয়ন দলের সাথে। নিচে এই গ্রুপের পরিসংখ্যান টেবিল উল্লেখ করা হলো।