২০১০ ম্যান বুকার পুরস্কার ঘোষণা করা হয় ২০১০ সালের ১২ অক্টোবর।[১] ম্যান বুকার পুরস্কারের জন্য ১৩টি বইয়ের দীর্ঘ তালিকা প্রকাশ করা হয় ২৭ জুলাই,[২] এবং ৬টি বইয়ের সংক্ষিপ্ত তালিকা ৭ সেপ্টেম্বর ঘোষণা করা হয়।[১] হাওয়ার্ড জ্যাকবসন তার উপন্যাস দ্য ফিঙ্কলার কোশ্চেনের জন্য ২০১০ ম্যান বুকার পুরস্কার অর্জন করেন।[৩][৪]
লেখক | শিরোনাম | ধরন | দেশ | প্রকাশক |
---|---|---|---|---|
পিটার ক্যারি | প্যারট অ্যান্ড অলিভিয়ার ইন আমেরিকা | উপন্যাস | অস্ট্রেলিয়া | ফ্যাবার অ্যান্ড ফ্যাবার |
এমা ডনহিউ | রুম | উপন্যাস | কানাডা | পিকাডর |
ডেমন গ্যালগাট | ইন এ স্ট্রেঞ্জ রুম | উপন্যাস | সাউথ আফ্রিকা | আটলান্টিক বুকস |
হাওয়ার্ড জ্যাকবসন | দ্য ফিঙ্কলার কোশ্চেন | উপন্যাস | যুক্তরাজ্য | ব্লমসবেরি |
আন্ড্রিয়া লেভি | দ্য লং সং | উপন্যাস | যুক্তরাজ্য/জ্যামাইকা | হেডলাইন রিভিউ |
টম ম্যাককার্থি | সি | উপন্যাস | যুক্তরাজ্য | জোনাথন কেপ |