তত্ত্বাবধায়ক | আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল |
---|---|
ক্রিকেটের ধরন | একদিনের আন্তর্জাতিক |
প্রতিযোগিতার ধরন | রাউন্ড-রবিন ও নক-আউট |
আয়োজক | ইংল্যান্ড ওয়েলস |
বিজয়ী | ভারত (২য় শিরোপা) |
রানার-আপ | ইংল্যান্ড |
অংশগ্রহণকারী দলসংখ্যা | ৮ |
খেলার সংখ্যা | ১৫ |
প্রতিযোগিতার সেরা খেলোয়াড় | শিখর ধাওয়ান |
সর্বাধিক রান সংগ্রহকারী | শিখর ধাওয়ান (৩৬৩) |
সর্বাধিক উইকেটধারী | রবীন্দ্র জাদেজা (১২) |
২০১৩ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি (ইংরেজি: 2013 ICC Champions Trophy) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসি'র দিক-নির্দেশনায় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি'র ৭ম আসর। মর্যাদার দিক থেকে বিশ্বকাপ ক্রিকেটের পর একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের এ প্রতিযোগিতাটি ২০১৩ সালের ৬-২৩ জুন, ইংল্যান্ড এবং ওয়েলসে যৌথভাবে অনুষ্ঠিত হয়।[১][২] ইংল্যান্ডই প্রথম ও একমাত্র দেশরূপে দুইবার চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে স্বাগতিকের মর্যাদা পেয়েছে।[৩]
স্বাগতিক দেশসমূহের ৩টি শহর - লন্ডনের ওভাল, বার্মিংহামের এজবাস্টন এবং কার্ডিফের সলেক স্টেডিয়াম বা প্রতিযোগিতাকালীন সময়ে পরিচিত কার্ডিফ ওয়েলস স্টেডিয়ামে আয়োজনের জন্য স্থান নির্ধারণ করা হয়েছে। ধারণা করা হচ্ছে যে, ১৯৯৮ সালে প্রবর্তিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি প্রতিযোগিতার এটিই সর্বশেষ আসর।[৪][৫] এর পরিবর্তে ২০১৭ সাল থেকে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।[৬] বিজয়ী দলকে ২০১৩ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিসহ দুই মিলিয়ন মার্কিন ডলার দেয়া হয় যা এ প্রতিযোগিতার উৎপত্তিকালের পর থেকে সর্বোচ্চ।
চূড়ান্ত খেলায় ভারত মাত্র পাঁচ রানের ব্যবধানে স্বাগতিক ইংল্যান্ড দলকে পরাভূত করে শিরোপা লাভ করে।[৭]
২০১৩ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আটটি দল অংশ নেয়।[৫] শীর্ষস্থানীয় দলকে সামনে রেখে দুই গ্রুপে বিভক্ত করা হয়েছে। প্রাথমিক পর্বে প্রত্যেক দল একে-অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে। শীর্ষ দুই দল সেমি-ফাইনালে যাবে। সেখানে ১ম সেমি-ফাইনালে গ্রুপ এ বিজয়ী, গ্রুপ বি রানার-আপের এবং ২য় সেমি-ফাইনালে গ্রুপ বি বিজয়ী, গ্রুপ এ রানার-আপের মুখোমুখি হবে। সেমি-ফাইনালে বিজয়ী দুই দল চূড়ান্ত খেলায় লড়বে।
ফলাফল | পয়েন্ট সংখ্যা |
---|---|
জয় | ২ পয়েন্ট |
টাই/ফলাফল না হলে | ১ পয়েন্ট |
পরাজয় | ০ পয়েন্ট |
ভারতীয় দল থেকে যুবরাজ সিং, গৌতম গম্ভীর ও বীরেন্দ্র শেওয়াগ এবং পাকিস্তান দল থেকে শহীদ আফ্রিদি বাদ পড়েছেন।[৮]
প্রচলিত একদিনের আন্তর্জাতিক খেলার তুলনায় প্রস্তুতিমূলক খেলার আইন-কানুন কিছুটা শিথিল করা হয়েছে। সেজন্যেই তা একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলার মর্যাদা দেয়া হয় না।
ব
|
||
ব
|
||
ব
|
||
ব
|
||
ব
|
||
দল | খেলা | জয় | পরাজয় | টাই | ফলাফল হয়নি | গড় রান | পয়েন্ট |
---|---|---|---|---|---|---|---|
ইংল্যান্ড | ৩ | ২ | ১ | ০ | ০ | +০.৩০৮ | ৪ |
শ্রীলঙ্কা | ৩ | ২ | ১ | ০ | ০ | -০.১৯৭ | ৪ |
নিউজিল্যান্ড | ৩ | ১ | ১ | ০ | ১ | +০.৭৭৭ | ৩ |
অস্ট্রেলিয়া | ৩ | ০ | ২ | ০ | ১ | -০.৬৮০ | ১ |
ব
|
||
ব
|
||
ব
|
||
ব
|
||
ব
|
||
ব
|
||
দল | খেলা | জয় | পরাজয় | টাই | ফলাফল হয়নি | গড় রান | পয়েন্ট |
---|---|---|---|---|---|---|---|
ভারত | ৩ | ৩ | ০ | ০ | ০ | +০.৯৩৮ | ৬ |
দক্ষিণ আফ্রিকা | ৩ | ১ | ১ | ১ | ০ | +০.৩২৫ | ৩ |
ওয়েস্ট ইন্ডিজ | ৩ | ১ | ১ | ১ | ০ | -০.০৭৫ | ৩ |
পাকিস্তান | ৩ | ০ | ৩ | ০ | ০ | -১.০৩৫ | ০ |
ব
|
||
ব
|
||
ব
|
||
ব
|
||
ব
|
||
ব
|
||
সেমিফাইনাল | ফাইনাল | |||||||
গ্রুপ এ | ইংল্যান্ড | ১৭৯/৩ (৩৭.৩ ওভার) | ||||||
গ্রুপ বি | দক্ষিণ আফ্রিকা | ১৭৫ (৩৮.৪ ওভার) | ||||||
ইংল্যান্ড | ১২৪/৮ (২০ ওভার) | |||||||
ভারত | ১২৯/৭ (২০ ওভার) | |||||||
গ্রুপ বি | ভারত | ১৮২/২ (৩৫ ওভার) | ||||||
গ্রুপ এ | শ্রীলঙ্কা | ১৮১/৮ (৫০ ওভার) |
ব
|
||
ব
|
||
ব
|
||
|
|
বার্মিংহামে অনুষ্ঠিত খেলায় ইংল্যান্ডের কাছে অস্ট্রেলিয়ার পরাজয়ের ফলে জো রুটের সাথে শারীরিক ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন ডেভিড ওয়ার্নার। এরফলে ওয়ার্নার অ্যাশেজের প্রথম টেস্টের জন্য নিষেধাজ্ঞার কবলে পড়েন। এছাড়াও তাকে সাত হাজার পাউন্ড জরিমানা করা হয়।[১২]
সাবেক ইংরেজ অধিনায়ক বব উইলিস প্রতিপক্ষ শ্রীলঙ্কার বিপক্ষে অনুষ্ঠিত খেলায় ইংরেজ ক্রিকেটারদের বিরুদ্ধে রিভার্স সুইং করার জন্যে বল টেম্পারিংয়ের অভিযোগ আনেন। পাকিস্তানি আম্পায়ার আলীম দার শ্রীলঙ্কার ইনিংসের মাঝামাঝি সময়ে বল পরিবর্তন করেন। কিন্তু ইংরেজ কোচ অ্যাশলে জাইলস এ অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন যে, আলীম দার বলের ধার নষ্ট হয়ে যাওয়ায় বল পরিবর্তন করেছেন।[১৩]