![]() ২০১৩ মহিলা ক্রিকেট বিশ্বকাপের লোগো | |
তারিখ | ৩১ জানুয়ারি – ১৭ ফেব্রুয়ারি |
---|---|
তত্ত্বাবধায়ক | আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল |
ক্রিকেটের ধরন | একদিনের আন্তর্জাতিক |
প্রতিযোগিতার ধরন | গ্রুপ পর্ব ও নক-আউট |
আয়োজক | ![]() |
বিজয়ী | ![]() |
অংশগ্রহণকারী দলসংখ্যা | ৮ |
খেলার সংখ্যা | ২৫ |
প্রতিযোগিতার সেরা খেলোয়াড় | ![]() |
সর্বাধিক রান সংগ্রহকারী | ![]() |
সর্বাধিক উইকেটধারী | ![]() |
২০১৩ মহিলা ক্রিকেট বিশ্বকাপ (ইংরেজি: 2013 Women's Cricket World Cup) মহিলা ক্রিকেট বিশ্বকাপের ১০ম আসর। মহিলা ক্রিকেট বিশ্বকাপের এ প্রতিযোগিতাটি স্বাগতিক ভারতে তৃতীয়বারের মতো ৩১ জানুয়ারি-১৭ ফেব্রুয়ারি, ২০১৩ সালে অনুষ্ঠিত হয়। এরপূর্বে ভারত ১৯৭৮ এবং ১৯৯৭ সালে মহিলা ক্রিকেট বিশ্বকাপের স্বাগতিক দেশের মর্যাদা পেয়েছিল।[১][২] প্রতিযোগিতায় অস্ট্রেলিয়ার নারীরা ৬ষ্ঠবারের মতো ট্রফি জয় করে। চূড়ান্ত খেলায় তারা ওয়েস্ট ইন্ডিজ মহিলা দলকে ১১৪ রানের বিশাল ব্যবধানে পরাভূত করে।[৩][৪]
অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, স্বাগতিক দেশ ভারত এবং নিউজিল্যান্ড - এ চারটি দল বিশ্বকাপ প্রতিযোগিতায় ইতোমধ্যেই স্থান করে নিয়েছে। তাদের সাথে রয়েছে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ মহিলা দল। দল চারটি বাংলাদেশে অনুষ্ঠিত ২০১১ সালের মহিলা ক্রিকেট বিশ্বকাপ বাছাইপর্ব থেকে বিশ্বকাপে অংশগ্রহণের জন্যে যোগ্যতা অর্জন করে।[৫] উক্ত দলগুলো ২০১২ সালের আইসিসি মহিলা বিশ্ব টুয়েন্টি২০ ক্রিকেট প্রতিযোগিতায় অংশ নিয়েছিল।
বিশ্বকাপ শুরুর পূর্বে দলগুলো আটটি প্রস্তুতিমূলক খেলায় অংশ নেয়।
নিচের ৮টি ম্যাচ বিশ্বকাপ শুরুর আগে খেলা হয় (এই ম্যাচগুলি ওডিআই এর মর্যাদাভুক্ত নয়)।
২৮ জানুয়ারি, ২০১৩
স্কোরকার্ড |
ব
|
মুম্বই একাদশ
১৯৪/৬ (৪২.৩ ওভার) | |
২৯ জানুয়ারি, ২০১৩
স্কোরকার্ড |
ব
|
ওড়িষ্যা মহিলা দল
১৪৫/৮ (৫০ ওভার) | |
৩০ জানুয়ারি, ২০১৩
স্কোরকার্ড |
ব
|
ওড়িষ্যা মহিলা
১৫৫/৬ (৪৮.৫ ওভার) | |
দল | খেলেছে | জ | টা | প | এনআর | এনআরআর | পয়েন্ট |
---|---|---|---|---|---|---|---|
![]() |
৩ | ২ | ০ | ১ | ০ | +০.৬৪১ | ৪ |
![]() |
৩ | ২ | ০ | ১ | ০ | +০.৪৩০ | ৪ |
![]() |
৩ | ১ | ০ | ২ | ০ | +০.২৭৬ | ২ |
![]() |
৩ | ১ | ০ | ২ | ০ | -০.৪৩০ | ২ |
ব
|
||
ব
|
||
ব
|
||
ব
|
||
ব
|
||
দল | খেলেছে | জ | টা | প | এনআর | এনআরআর | পয়েন্ট |
---|---|---|---|---|---|---|---|
![]() |
৩ | ৩ | ০ | ০ | ০ | +১.০৯৯ | ৬ |
![]() |
৩ | ২ | ০ | ১ | ০ | +১.৪২২ | ৪ |
![]() |
৩ | ১ | ০ | ২ | ০ | -০.২৯১ | ২ |
![]() |
৩ | ০ | ০ | ৩ | ০ | -১.৯৮৬ | ০ |
ব
|
||
ব
|
||
ব
|
||
ব
|
||
ব
|
||
ব
|
||
প্রতি গ্রুপে শীর্ষস্থানীয় তিনটি দল সুপার সিক্স পর্বে খেলবে। সুপার সিক্স থেকে শীর্ষস্থানীয় দুই দল ফাইনালে অংশ নিবে।
দল | পয়েন্ট | খেলেছে | জ | টা | প | এনআর | এনআরআর |
---|---|---|---|---|---|---|---|
![]() |
৫ | ৪ | ০ | ১ | ০ | +০.৯৪১ | ৮ |
![]() |
৫ | ৪ | ০ | ১ | ০ | +০.৭১৪ | ৮ |
![]() |
৫ | ৩ | ০ | ২ | ০ | +১.০০৩ | ৬ |
![]() |
৫ | ২ | ০ | ৩ | ০ | +০.৬৯৪ | ৪ |
![]() |
৫ | ১ | ০ | ৪ | ০ | -১.১৩১ | ২ |
![]() |
৫ | ১ | ০ | ৪ | ০ | -২.৪৭৭ | ২ |
গ্রুপ টেবিলে রঙের বিন্যাস |
---|
শীর্ষ দুই দল ফাইনাল খেলবে |
৩য় ও ৪র্থ স্থান নির্ধারণে ৩য় স্থান নির্ধারণী খেলায় অংশ নিবে |
সর্বনিম্ন স্থানের দুই দল ৫ম স্থান নির্ধারণী খেলায় অংশ নিবে |
ব
|
||
ব
|
||
ব
|
||
ব
|
||
ব
|
||
ব
|
||
ব
|
||
ব
|
||
ব
|
||
ব
|
||
ব
|
||
ব
|
||
ব
|
||
অবস্থান | দলের নাম | পরিসংখ্যান |
---|---|---|
১ম | ![]() |
৬-১ |
২য় | ![]() |
৪-৩ |
৩য় | ![]() |
৫-২ |
৪র্থ | ![]() |
৩-৪ |
৫ম | ![]() |
৩-৪ |
৬ষ্ঠ | ![]() |
২-৫ |
৭ম | ![]() |
২-২ |
৮ম | ![]() |
০-৪ |
অবস্থানজনিত কারণে ছকে রঙের বিন্যাস |
---|
শীর্ষ চার দল ২০১৭ মহিলা ক্রিকেট বিশ্বকাপে অংশ নেয়ার যোগ্যতা অর্জন করেছে |
সর্বাপেক্ষা সফল খেলোয়াড় | ||||||
---|---|---|---|---|---|---|
অবস্থান | সর্বাধিক রান | সর্বাধিক উইকেট | ||||
ব্যাটসম্যানের নাম | রান | বোলারের নাম | উইকেট | |||
১ম | ![]() |
৪০৭ | ![]() |
১৩ | ||
২য় | ![]() |
৩০৯ | ![]() |
১৩ | ||
৩য় | ![]() |
২৯২ | ![]() |
১২ | ||
৪র্থ | ![]() |
২৩৬ | ![]() |
১২ | ||
৫ম | ![]() |
২২১ | ![]() |
১১ |