২০১৩ শাপলা চত্বর বিক্ষোভ | |
---|---|
অবস্থান | |
আদেশদাতা | বাংলাদেশ সরকার |
Objective | হেফাজতে ইসলামের আন্দোলনকারীদের শাপলা চত্বর থেকে অপসারণ |
তারিখ | ৫ মে ২০১৩ বিকাল ৫টা বিকাল, ০৫ মে ২০১৩ – ভোর, ০৬ মে ২০১৩ (জিএমটি+৬) |
ফলাফল |
|
হতাহত | ৫০-৬১ জন[১][২] নিহত |
২০১৩ শাপলা চত্বর বিক্ষোভ হল ২০১৩ সালের ৫ ও ৬ ই মে বাংলাদেশের ঢাকায় সংঘটিত ঘটনাসমূহ, যার মাধ্যমে মতিঝিলের শাপলা চত্বরে অনুষ্ঠিত বাংলাদেশের তৎকালীন সদ্যপ্রসূত ইসলামী অরাজনৈতিক জোট হেফাজতে ইসলামের গণসমাবেশ ও আন্দোলন।[৩][৪][৫] এই আন্দোলনের অন্যতম প্রধান উদ্দেশ্য ছিল ইসলামিক নবী মুহাম্মদ সম্পর্কে অপ্রীতিকর মন্তব্য করার শাস্তি হিসেবে একটি ব্লাসফেমি আইন প্রনয়ন এবং প্রকাশ্য নারী পুরুষের অনৈসলামিক মেলামেশা ও কর্মকাণ্ড নিষিদ্ধ করার জন্য সরকারকে আহবান জানানো।[৬][৭][৮]
বিক্ষোভ দমনে পুলিশ অপারেশন সিকিউর শাপলা নামে অভিযান চালায়।[৯] ৬ই মে'র ভোররাতে সরকার উস্কানিমূলক আচরণের অভিযোগে বিরোধীদলীয় গোষ্ঠীর মালিকানাধীন দুটি চ্যানেল দিগন্ত টেলিভিশন এবং ইসলামিক টিভি সম্প্রচার বন্ধ করে দেয়, যেগুলো অপারেশানের কার্যকলাপ সরাসরি সম্প্রচার করছিলো।[১০][১১][১২] মতিঝিলের ঘটনাকে কেন্দ্র করে পরদিন সোমবার সকালে হেফাজতের লোকদের রাজধানীর মতিঝিল এলাকা থেকে সরিয়ে দেয়ার কয়েক ঘণ্টা পর নারায়ণগঞ্জ, হাঁটহাজারী এবং বাগেরহাট সহ দেশের বেশ কিছু স্থানে হেফাজতকর্মীদের দাবীকৃত হত্যার প্রতিবাদে মিছিল হয়।[১৩][১৪][১৫] বিভিন্ন সূত্র থেকে অপারেশনে সঙ্ঘটিত হতাহতের সংখ্যা ও পরিস্থিতিকে বিভিন্নভাবে তুলে ধরা হয়। অনেকগুলো সূত্র থকে ৩০ জনেরও অধিক নিহত হওয়ার প্রতিবেদন প্রকাশিত হয়।[১৩][১৪][১৫][১৬][১৭] হেফাজত দাবি করে যে তাদের হাজারেরও অধিক কর্মী অভিযানে নিহত হয়েছে যা হিউম্যান রাইটস ওয়াচ, অধিকার'র জুন মাসের প্রতিবেদন, এবং সরকারি বিবৃতিসহ কোন মুক্ত গণমাধ্যমে প্রকাশ করা হয় নি।[১৩][১৮][১৯] ১৯ আগস্ট, ২০২৪ এ মানবাধিকার সংগঠন অধিকার ২০১৩ সালের ৫ এবং ৬ মে, ৬১ জন নিহত উল্লেখ করে ব্যক্তিদের নামের একটি তালিকা প্রকাশ করে।[২০]
২০১১ সালে এই সংগঠনটি, সর্বক্ষেত্রে নারী ও পুরুষের সমঅধিকার নিশ্চিতের লক্ষ্যে গঠিত নারী উন্নয়ন নীতির তীব্র বিরোধিতা করে।[২১][২২] ২০১৩ সালে তারা ইসলাম ও রাসুলকে কটূক্তিকারী নাস্তিক ব্লগারদের ফাঁসি দাবি করে ব্যাপক আন্দোলন ও সমাবেশ শুরু করে। এ প্রেক্ষিতে তারা ১৩ দফা দাবি উত্থাপন করে।[২৩][২৪][২৫] হেফাজতে ইসলামের এই দাবির কয়েকটি দফা সমালোচিত হলে পরবর্তীতে তারা সংবাদ সম্মেলনে ১৩ দফার ব্যাখ্যা প্রদান করে।[২৬]
হেফাজতে ইসলামের বক্তব্য অনুযায়ী তাদের দাবিসমূহ হলো:
২০১৩ সালের ৩ মে, হিউম্যান রাইটস ওয়াচ বিভিন্ন দেশের দূতাবাস থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সরকারকে একটি চিঠি দেয়।[২৮] চিঠিতে বলা হয়, আগামী দিনে যদি বিক্ষোভ হয়, তাহলে সরকারকে বিক্ষোভকারীদের উপর অতিরিক্ত বল প্রয়োগ করা উচিত নয়। এছাড়া ফেব্রুয়ারি মাস থেকে সামরিক বাহিনীর হাতে নিহত নিরপরাধ মানুষদের মৃত্যুর ঘটনা তদন্ত করার জন্য একটি স্বাধীন কমিশন গঠন করার জন্য সরকারকে আহ্বান জানানো হয়। পাশাপাশি, এই ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিচারের ব্যবস্থা করতেও বলা হয়।[২৮]
হেফাজতে ইসলাম ৫ মে একটি বিক্ষোভ কর্মসূচি আয়োজন করেছিল, যেখানে তারা ইসলাম ও ইসলামী নবী মুহাম্মদ (সা.) এর ব্যাপারে বিদ্রুপাত্মক মন্তব্যকারীদের বিচারের দাবি জানিয়েছিল।[৬][৭][৮][২৯] ২০১৩ সালের ৫ মে হেফাজত কর্মীরা ভোর থেকে ঢাকার ছয়টি প্রবেশপথ বন্ধ করে দিয়েছিল।[৩০] বিকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর অনুমতি নিয়ে হেফাজত কর্মীরা ঢাকায় প্রবেশ করে এবং বায়তুল মোকাররম জাতীয় মসজিদে নামাজ আদায় করার উদ্দেশ্যে যাত্রা শুরু করে।[৩০] হেফাজতে ইসলাম এর কর্মীরা শাপলা চত্বরে যাওয়ার জন্য গুলশান রাস্তা ব্যবহার করছিলেন। পথিমধ্যে, সশস্ত্র আওয়ামী লীগ কর্মীরা তাদের উপর হামলা করেছে।[৩১][৩২] স্বরক্ষার জন্য, হেফাজত কর্মীরা ইট দিয়ে পাল্টা হামলা করেছে।[৩১] সংঘর্ষের সময়, সম্ভবত হেফাজত কর্মীদের দ্বারা, দুইজন টেলিভিশন সাংবাদিক আহত হন।[৩১][৩৩] বিকেল ৩টার দিকে, হেফাজত নেতারা বক্তৃতা দিচ্ছিলেন, সে সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদেরকে ঢাকা ছেড়ে যাওয়ার দাবি জানিয়েছেন।[৩৪] বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জানিয়েছে যে, হেফাজত সদস্যদের সমাবেশ করার এবং তাদের উদ্দেশ্য প্রকাশ করার গণতান্ত্রিক অধিকার রয়েছে।[৩১] অশান্তির সময়, হেফাজত কর্মীরা মতিঝিলের বাংলাদেশ কমিউনিস্ট পার্টির অফিসগুলোতে হামলা করেছে বলে অভিযোগ রয়েছে।[৩৫][৩৬] হেফাজত দাবি করেছে যে তাদের কর্মীরা নিরস্ত্র ছিল এবং গুলশান, পুরানা পল্টন, বাইতুল মুকাররম এবং কমিউনিস্ট পার্টির অফিসের সামনে পুলিশ এবং বাংলাদেশ ছাত্র লীগ কর্মীদের দ্বারা হামলা করা হয়েছে।[৩৭] হেফাজত সমর্থকরা তাদের সমাবেশের সময় অন্তত ৫০টি গাড়ি এবং বেশ কয়েকটি ভবন ভাঙচুর করেছে বলে জানা গেছে।[৩৮] তারা পল্টন, ঢাকায় আওয়ামী লীগের সদর দফতরের সামনে অন্যদের উপর নির্যাতন চালিয়েছে এবং বাইতুল মুকাররম মসজিদের কাছে বেশ কয়েকটি বইয়ের দোকানে আগুন দেওয়ার অভিযোগ রয়েছে।[৩৯]
সন্ধ্যায় অনেক বিক্ষোভকারী শহর ছেড়ে চলে গিয়েছিল, কিন্তু প্রায় ৫০,০০০-৭০,০০০ জন তখনও শাপলা চত্বরে অবস্থান করছিল।[১৬] সেখানে তারা নামাজ পড়েছিল এবং তাদের ধর্মীয় নেতাদের বক্তব্য শুনেছিল।[৪০] প্রায় ২:১৫ অবধি ৬ মে, নিরাপত্তা বাহিনী এলাকায় বিদ্যুৎ বন্ধ করে দেয়।[৪১] ২:৩০ নাগাদ প্রায় ৫০০০ সদস্যের নিরাপত্তা বাহিনী "অপারেশন শাপলা" বা "অপারেশন ফ্ল্যাশ আউট" শুরু করে তাদের অপসারণের জন্য।[১৬][৩০] বাহিনীগুলিতে বাংলাদেশ পুলিশ, র্যাব এবং বিজিবি সদস্যদের অন্তর্ভুক্ত ছিল।[৩০] প্রথমে তারা মেগাফোন ব্যবহার করে বিক্ষোভকারীদের শান্তিপূর্বক এলাকা ছেড়ে যেতে বলেছিল। তারপর, দৈনিক বাংলা, ফকিরাপুল এবং বাংলাদেশ ব্যাংক চৌরাস্তা হয়ে তিন দিক থেকে এগিয়ে যাওয়া নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার জন্য কাঁদানে গ্যাস, রাবার বুলেট এবং শব্দ বোমা ব্যবহার করেছিল।[৩০] বেশিরভাগ লোক এলাকা থেকে পালিয়ে গিয়েছিল, কিন্তু অন্যরা পাশের গলি এবং ভবনে লুকিয়ে ছিল, সেখানে কিছু আন্দোলনকর্মী নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছিল।[৪০] হেফাজত অভিযোগ করেছে যে মরদেহগুলি পরে আবর্জনা পরিবহনকারী ট্রাক দ্বারা তুলে নিয়ে শহরের বাইরে ফেলে দেওয়া হয়েছিল।[৪০] আহমদ শাফিকে ঢাকার একটি মাদ্রাসা থেকে বের করে চট্টগ্রামে পাঠিয়ে দেওয়া হয়েছিল।[৭] পুলিশ জোর দিয়ে বলেছে যে তিনি গ্রেফতার হননি, বরং স্বেচ্ছায় চলে যাচ্ছিলেন।[৭]
পরের দিন সকালে, দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। নারায়ণগঞ্জে স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষকরা বিক্ষোভ করে এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে। প্রত্যুত্তরে, পুলিশ বিক্ষোভকারীদের ওপর গুলিবর্ষণ করে ২৭ জনকে হত্যা করে।[১৩] হাটহাজারী উপজেলায় পুলিশের গুলিতে ছয়জন নিহত হয়, আর বাগেরহাটে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে এক হেফাজত সদস্য নিহত হন।[১৩]
<ref>
ট্যাগ বৈধ নয়; :7
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি<ref>
ট্যাগ বৈধ নয়; :0
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি<ref>
ট্যাগ বৈধ নয়; :8
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি