২০১৬ উরি জঙ্গি হামলা | |
---|---|
কাশ্মীর সমস্যার অংশ অংশ | |
জম্মু ও কাশ্মিরের মানচিত্রে উরি হামলার অবস্থান | |
স্থান | উরি গ্রামের নিকটে, বারমুলা জেলা, জম্মু ও কাশ্মীর, ভারত |
তারিখ | ১৮ই সেপ্টেম্বর ২০১৬ ৫.৩০ am (আইএসটি) |
হামলার ধরন | অশান্তি, গেরিলা সংঘর্ষ |
ব্যবহৃত অস্ত্র | ৪টি একে-৪৭ আগ্নেয়াস্ত্র, ৪টি গ্রেনেড লঞ্চার, ৫টি গ্রেনেড, ৯টি UBGL grenades[১] |
নিহত | ২৩ (১৯ জন ভারতীয় সেনার জওয়ান, ৪ জন আক্রমণকারী)[২][৩] |
আহত | ১৯–৩০[৪][৫] |
সন্দেহভাজন হামলাকারী দল | জইশ-ই-মুহাম্মদ (ভারত দ্বারা প্রাথমিকভাবে সন্দেহ করা)[৬] লশকর-ই-তাইয়েবা (ভারত দ্বারা দাবি করা) |
রক্ষাকারীগণ | ভারতীয় সেনা
|
ভারতের জম্মু এবং কাশ্মীর রাজ্যের উরি এলাকায় ভারতীয় সেনাবাহিনীর একটি সেনা ঘাটিতে ঘটে ১৮ সেপ্টেম্বর ২০১৬ একটি বৈপ্লবিক হামলা সংঘটিত হয়।এই আক্রমণে ভারি অস্ত্রশস্ত্র নিয়ে আক্রমণ চালায় ৪ জঙ্গি।এটি উরি জঙ্গি হামলা নামে পরিচিত হয়।এই আক্রমণের ভারত-এর ১৯ জন সৈনিকের মৃত্যু হয়।[৮]
উরি সেনা ঘাটিতে আক্রমণ বা হামলা চালায় ১৮ সেপ্টেম্বের ২০১৬ এর ভোর এর সময়।