২০১৬ মহিলাদের টুয়েন্টি২০ এশিয়া কাপ এশিয়ান ক্রিকেট কাউন্সিল কর্তৃক আয়োজিত এসিসি মহিলাদের এশিয়া কাপের ষষ্ঠ আসর। এছাড়াও, দ্বিতীয় আসর হিসেবে ২০-ওভারের প্রতিযোগিতা আকারে আয়োজন করা হয়েছে।[ ১] ২৬ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর, ২০১৬ তারিখ পর্যন্ত থাইল্যান্ডে অনুষ্ঠিত হয়। ব্যাংককের এশিয়ান টেকনোলজি ইনস্টিটিউট মাঠ ও টার্ডথাই ক্রিকেট মাঠে ছয় দল অংশ নিয়েছে।[ ২]
বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপালসহ স্বাগতিক থাইল্যান্ড - এ ছয় দলের সমন্বয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়। শেষ দুই দল মহিলাদের বিশ্বকাপে অংশগ্রহণের জন্য এশিয়ার বাছাইপর্বে খেলার সুযোগ পেয়েছে।[ ৩] বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা টুয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) মর্যাদাপ্রাপ্ত যা টি২০আইয়ের মর্যাদা পাবে। তবে, নেপাল ও থাইল্যান্ডের খেলাগুলো এ মর্যাদার বাইরে থাকবে।
ভারত দল প্রতিযোগিতায় অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হয়। ফাইনালে পাকিস্তানকে ১৭ হারায় তারা।
বাংলাদেশ [ ৪]
ভারত [ ৫]
নেপাল [ ৬]
রুবিনা ছেত্রি (অঃ )
সুভা আলে
ইন্দু বর্মা
রেশমি চাউলাগাইন
করুণা ভাণ্ডারী
সরস্বতী কুমারী
সারিতা মাগার
সীতা রাণা মাগার
জ্যোতি পাণ্ডে
নীরা রাজোপাধ্যায়
শবনম রাই
বোহারা রোশানী
কাজল শ্রেষ্ঠা
নারি থাপা
পাকিস্তান [ ৭]
শ্রীলঙ্কা [ ৮]
থাইল্যান্ড [ ৯]
সোরনারিন তিপ্পোচ (অঃ )
নাট্য বুচাথাম
নারুমল চাইয়াই
নাট্টকান চান্তাম
রোসনান কানোহ
নান্নাপাত কোচারোয়েনকাই
সুল্লেপর্ন লাওমি
সূর্য্য লাতেহ
ওংপাকা লিংপ্রসার্ত
রত্নাপর্ন পাদুংলার্দ
শাগুফতা পারভীন
সিরিনত্রা সায়েংসাকাওরাত
সাইনামিন সাইনিয়া
রত্তনা স্যাংসোমা
চানিদা সুত্তিরুয়াং
২০১৬ মহিলাদের টুয়েন্টি২০ এশিয়া কাপ
ফাইনালে উত্তীর্ণ
উৎস: ইএসপিএন
ভারত ১১৮/৬ (২০ ওভার)
ব
বাংলাদেশ টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
ভারতের পক্ষে মানসী যোশী’র টুয়েন্টি২০ আন্তর্জাতিকে অভিষেক ঘটে।
বাংলাদেশ মহিলাদের টুয়েন্টি২০ আন্তর্জাতিকে সর্বনিম্ন রান সংগ্রহের রেকর্ড গড়ে। চারদিন পরই পাকিস্তানের বিপক্ষে ৪৪ রান তুলে এ রেকর্ড ভেঙ্গে ফেলে।[ ১০]
নেপাল টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
ব
ভারত ৭০/১ (১১.১ ওভার)
রত্নাপর্ন পাদুংলার্দ ২০ (৪৬) মানসী যোশী ২/৮ (৩ ওভার)
থাইল্যান্ড টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
শ্রীলঙ্কা টস জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
থাইল্যান্ড টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
শ্রীলঙ্কা টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
ব
ভারত ৯৮/৫ (১৯.২ ওভার)
ভারত টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
বাংলাদেশ টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
বাংলাদেশ টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
বাংলাদেশ নিজেদের গড়া মহিলাদের টুয়েন্টি২০ আন্তর্জাতিকের সর্বনিম্ন রানের রেকর্ড গড়ে। চারদিন পূর্বেই দলটি ভারতের বিপক্ষে সর্বনিম্ন রান তুলেছিল।[ ১০]
শ্রীলঙ্কা টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
নেপাল টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
ভারত ১২১/৪ (২০ ওভার)
ব
ভারত টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
ভারত ১২০/৫ (২০ ওভার)
ব
নেপাল টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
শ্রীলঙ্কা টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
ব
নেত্তাকান চান্তাম ১৩ (২৮) সানা মীর ৪/৯ (৪ ওভার)
থাইল্যান্ড টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
ভারত ১২১/৫ (২০ ওভার)
ব
ভারত টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
শীর্ষ পাঁচজন সর্বোচ্চ রান সংগ্রহকারীর তালিকা রান সংগ্রহ ও ব্যাটিং গড় অনুযায়ী সাজানো হয়েছে।
উৎস: ইএসপিএনক্রিকইনফো
শীর্ষ পাঁচজন সর্বোচ্চ উইকেট সংগ্রহকারীর তালিকা উইকেট লাভ ও বোলিং গড় অনুযায়ী সাজানো হয়েছে।
উৎস: ইএসপিএনক্রিকইনফো
সেপ্টেম্বর, ২০১৬ অক্টোবর, ২০১৬ নভেম্বর, ২০১৬ ডিসেম্বর, ২০১৬ জানুয়ারি, ২০১৭ ফেব্রুয়ারি, ২০১৭ মার্চ, ২০১৭ চলমান