২০১৬–১৭ জিম্বাবুয়ে ত্রি-দেশীয় সিরিজ

জিম্বাবুয়ে ত্রি-দেশীয় সিরিজ ২০১৬-১৭
তারিখ১৪–২৭ নভেম্বর ২০১৬
স্থানজিম্বাবুয়ে
ফলাফল শ্রীলঙ্কা সিরিজ জয়
সিরিজ সেরা খেলোয়াড়শ্রীলঙ্কা কুশল মেন্ডিস
দলসমূহ
 জিম্বাবুয়ে  শ্রীলঙ্কা  ওয়েস্ট ইন্ডিজ
অধিনায়কবৃন্দ
গ্রেইম ক্রিমার উপুল থারাঙ্গা জেসন হোল্ডার
সর্বাধিক রান
সিকান্দার রাজা (১৬৩) নিরোশন ডিকওয়েলা (১৭৯) এভিন লুইস (২০২)
সর্বাধিক উইকেট
শন উইলিয়ামস (৪) আসেলা গুণারত্নে (৮)
নুয়ান কুলাসেকারা (৮)
জেসন হোল্ডার (৯)

২০১৬-১৭ জিম্বাবুয়ে ত্রি-দেশীয় সিরিজ একটি একদিনের আন্তর্জাতিক ক্রিকেট প্রতিযোগিতা যেটি ২০১৬ সালের নভেম্বরে জিম্বাবুয়েতে অনুষ্ঠিত হয়েছে।[][] এটি জিম্বাবুয়ে, শ্রীলঙ্কাওয়েস্ট ইন্ডিজ মধ্যকার একটি ত্রিদেশীয় সিরিজ ছিল। শ্রীলঙ্কা দল মূলতঃ দুইটি টেস্ট ক্রিকেট, তিনটি একদিনের আন্তর্জাতিক এবং একমাত্র টুয়েন্টি২০ আন্তর্জাতিক খেলার জন্য নির্ধারিত জিম্বাবুয়ে সফরে যায়। তবে ওয়ানডে এবং টি-টুয়েন্টি এই ত্রিদেশীয় সিরিজ দ্বারা প্রতিস্থাপিত করা হয়।[]

ডিআরএস প্রযুক্তি জিম্বাবুয়েতে সীমিত ওভারের সিরিজে প্রথমবারের মতো ব্যবহার করা হবে। এই জিম্বাবুয়ের সিরিজের দ্বিতীয় টেস্টে তার ব্যবহার নিম্নরূপ শ্রীলঙ্কার বিপক্ষে। যে অবিলম্বে ত্রিদেশীয় সিরিজের পূর্বে।

দলীয় সদস্য

[সম্পাদনা]
 জিম্বাবুয়ে  শ্রীলঙ্কা  ওয়েস্ট ইন্ডিজ

পয়েন্ট টেবিল

[সম্পাদনা]
অব দল খেলা হা টাই ফহ বোপ পয়েন্ট নে.রা.রে.
 শ্রীলঙ্কা ১১ +০.৪৮৮
 জিম্বাবুয়ে −১.০২০
 ওয়েস্ট ইন্ডিজ +০.৩১৫

  ফাইনালের জন্য যোগ্যতা অর্জন

১ম ওডিআই

[সম্পাদনা]
১৪ নভেম্বর
০৯:৩০
জিম্বাবুয়ে 
১৫৪ (৪১.৩ ওভার)
 শ্রীলঙ্কা
১৫৫/২ (২৪.৩ ওভার)
পিটার মুর ৪৭ (৫২)
আসেলা গুণারত্নে ৩/২১ (৬.৩ ওভার)
  • শ্রীলঙ্কা টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • উপুল থারাঙ্গা (শ্রীলঙ্কা) অধিনায়ক হিসেবে প্রথম ওডিআই ম্যাচ খেলেছেন।
  • আসেলা গুণারত্নে (শ্রীলঙ্কা) ও কার্ল মুম্বা (জিম্বাবুয়ে) তার ওডিআই অভিষেক হয়।
  • পয়েন্ট: শ্রীলঙ্কা ৫, জিম্বাবুয়ে ০।

২য় ওডিআই

[সম্পাদনা]
১৬ নভেম্বর
০৯:৩০
ওয়েস্ট ইন্ডিজ 
২২৭ (৪৯.২ ওভার)
 শ্রীলঙ্কা
১৬৫ (৪৩.১ ওভার)
ওয়েস্ট ইন্ডিজ ৬২ রানে জয়ী
হারারে স্পোর্টস ক্লাব, হারারে
আম্পায়ার: মারাইজ ইরাসমাস (দক্ষিণ আফ্রিকা) ও রাসেল টিফিন (জিম্বাবুয়ে)
ম্যাচ সেরা খেলোয়াড়: জেসন হোল্ডার (ওয়েস্ট ইন্ডিজ)

৩য় ওডিআই

[সম্পাদনা]
১৯ নভেম্বর
০৯:৩০
জিম্বাবুয়ে 
২৫৭ (৫০ ওভার)
 ওয়েস্ট ইন্ডিজ
২৫৭/৮ (৫০ ওভার)
শাই হোপ ১০১ (১২০)
ডোনাল্ড তিরিপানো ২/২৬ (৬ ওভার)
  • জিম্বাবুয়ে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • রাসেল টিফিন (জিম্বাবুয়ে) একটি আম্পায়ার হিসেবে তার ১৫০তম ওডিআইতে এসে দাঁড়ালেন।
  • শাই হোপ (ওয়েস্ট ইন্ডিজ) ওডিআইতে তার প্রথম সেঞ্চুরি।
  • এই ছিল ৩৪র্থ বাঁধা ওয়ানডে ম্যাচ এবং দুই দলের মধ্যে প্রথম বাঁধা ওয়ানডে ম্যাচ।
  • পয়েন্ট: জিম্বাবুয়ে ২, ওয়েস্ট ইন্ডিজ ২।

৪র্থ ওডিআই

[সম্পাদনা]
২১ নভেম্বর
০৯:৩০
[ স্কোরকার্ড]
জিম্বাবুয়ে 
৫৫/২ (১৩.৩ ওভার)
  • জিম্বাবুয়ে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টি ভেজা প্রান্তভাগ কারণে আরও খেলা সম্ভব সঙ্গে জিম্বাবুয়ের ইনিংস খেলা বন্ধ।
  • পয়েন্ট: জিম্বাবুয়ে ২, শ্রীলঙ্কা ২।

৫ম ওডিআই

[সম্পাদনা]
২৩ নভেম্বর
০৯:৩০
শ্রীলঙ্কা 
৩৩০/৭ (৫০ ওভার)
 ওয়েস্ট ইন্ডিজ
৩২৯/৯ (৫০ ওভার)
কুশল মেন্ডিস ৯৪ (৭৩)
জেসন হোল্ডার ৩/৫৭ (১০ ওভার)
এভিন লুইস ১৪৮ (১২২)
সুরঙ্গা লকমল ২/৬৭ (১০ ওভার)
  • ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • এভিন লুইস (ওয়েস্ট ইন্ডিজ) ওয়ানডেতে তার প্রথম সেঞ্চুরি।
  • ৩৩০ শ্রীলঙ্কার মোট ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের সর্বোচ্চ ওয়ানডে মোট।

৬ষ্ঠ ওডিআই

[সম্পাদনা]
২৫ নভেম্বর
০৯:৩০
জিম্বাবুয়ে 
২১৮/৮ (৪৯ ওভার)
 ওয়েস্ট ইন্ডিজ
১২৪/৫ (২৭.৩ ওভার)
সিকান্দার রাজা ৭৬* (১০৩)
অ্যাশলে নার্স ৩/২৭ (১০ ওভার)
  • জিম্বাবুয়ে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টি হারিয়ে হচ্ছে বেশি এক সঙ্গে জিম্বাবুয়ের ইনিংস খেলা বন্ধ।
  • বৃষ্টি আরও খেলা সম্ভব ওয়েস্ট ইন্ডিজের ইনিংস খেলা বন্ধ।
  • টেন্ডাই চিসোরোসিকান্দার রাজা এর গোল রেকর্ড নবম উইকেট জুটিতে ৯১ অপরাজিত ওডিআইতে জিম্বাবুয়ের জন্য।
  • পয়েন্ট: জিম্বাবুয়ে ৪, ওয়েস্ট ইন্ডিজ ০।

ফাইনাল

[সম্পাদনা]
২৭ নভেম্বর
০৯:৩০
জিম্বাবুয়ে 
১৬৫ (৩৬.৩ ওভার)
 শ্রীলঙ্কা
১৬৬/৪ (৩৭.৩ ওভার)
  • জিম্বাবুয়ে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • তারিসাই মুসাকান্দা (জিম্বাবুয়ে) তার ওডিআই অভিষেক হয়।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Zimbabwe to host Sri Lanka for Tests, WI for tri-series"ESPNcricinfo। সংগ্রহের তারিখ ২৯ সেপ্টেম্বর ২০১৬ 
  2. "Zimbabwe to Host Sri Lanka, West Indies"Cric Total। ৩০ সেপ্টেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০১৬ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]