তারিখ | ৭ – ১৪ জুলাই ২০১৮ |
---|---|
তত্ত্বাবধায়ক | আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল |
ক্রিকেটের ধরন | মহিলা টি২০আই |
প্রতিযোগিতার ধরন | গ্রুপ পর্যায়, প্লে অফ |
আয়োজক | নেদারল্যান্ডস |
বিজয়ী | বাংলাদেশ (১ম শিরোপা) |
অংশগ্রহণকারী দলসংখ্যা | ৮ |
খেলার সংখ্যা | ২০ |
প্রতিযোগিতার সেরা খেলোয়াড় | ক্লার শিলিংটন |
সর্বাধিক রান সংগ্রহকারী | স্টেরে ক্যালিস (২৩১) |
সর্বাধিক উইকেটধারী | লুচি ওরেইলী (১১) |
আনুষ্ঠানিক ওয়েবসাইট | অফিসিয়াল ওয়েব |
২০১৮ আইসিসি মহিলা বিশ্ব টুয়েন্টি২০ বাছাইপর্ব হচ্ছে একটি আন্তর্জাতিক মহিলাদের ক্রিকেট প্রতিযোগিতা, অনুষ্ঠিত হয় নেদারল্যান্ডসে ৭ থেকে ১৪ জুলাই ২০১৮।[১] এটা হচ্ছে আইসিসি মহিলা বিশ্ব টুয়েন্টি২০ প্রতিযোগিতার তৃতীয় আসর এবং ২০১৮ আইসিসি মহিলা বিশ্ব টুয়েন্টি২০ প্রতিযোগিতার জন্য দল বাছাইয়ের একটি প্রক্রিয়া।[২] বাছাই প্রতিযোগিতার শীর্ষ দুটি দল অগ্রসর হবে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিততব্য মহিলাদের টুয়েন্টি২০ বিশ্বকাপ প্রতিযোগিতার মূল পর্বে।[২]
এপ্রিল ২০১৮, আইসিসি তার সকল সহযোগী সদস্যদেশকে আন্তর্জাতিক টি২০-এর পূর্ণ মর্যাদার অনুমোদন দেয়। অতপর ১ জুলাই ২০১৮ এর পর থেকে সকল সদস্য দেশের মধ্যে অনুষ্ঠিত মহিলাদের টুয়েন্টি২০ খেলাগুলো হবে পূর্ণ টি২০আই মর্যাদা সম্পন্ন। ফলে, উক্ত বাছাই প্রতিযোগিতার সবগুলো খেলা মহিলাদের টুয়েন্টি২০ আন্তর্জাতিক (মহিলা টি২০আই) এর মর্যাদা পায়।[৩][৪]
গ্রুপ পর্যায়ের শেষ পর্যায়ে এসেও দেখা যায় যে, ২০১৮ আইসিসি মহিলা বিশ্ব টুয়েন্টি২০ প্রতিযোগিতার যোগ্যতা অর্জনের সুযোগ সকল ৮টি দলেরই রয়েছে।[৫] গ্রুপ পর্যায়ের শেষে, গ্রুপ এ থেকে বাংলাদেশ এবং পাপুয়া নিউ গিনি, এবং গ্রুপ বি থেকে আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড সেমি ফাইনালে অগ্রসর হয়।[৬][৭][৮][৯] অন্য চারটি দল, নেদারল্যান্ডস, থাইল্যান্ড, উগান্ডা এবং সংযুক্ত আরব আমিরাত সকলেই তাদের চূড়ান্ত অবস্থান নির্ধারণের জন্য প্লে-অফ খেলায় অগ্রসর হয়।[১০]
প্রথম সেমি-ফাইনালে আয়ারল্যান্ড পাপুয়া নিউ গিনিকে ২৭ রানে পরাজিত করে, ফলে ২০১৮ আইসিসি মহিলা বিশ্ব টুয়েন্টি২০ প্রতিযোগিতায় খেলার যোগ্যতা অর্জনে এগিয়ে থাকে।[১১] দ্বিতীয় সেমি-ফাইনালে বাংলাদেশ স্কটল্যান্ডকে ৪৯ রানে পরাজিত করে ফাইনালে অগ্রসর হয়ে যায় এবং ২০১৮ আইসিসি মহিলা বিশ্ব টুয়েন্টি২০ প্রতিযোগিতায় এগিয়ে যায়।[১২] ফাইনাল খেলায় আয়ারল্যান্ডকে ২৫ রানে হারিয়ে বাংলাদেশ প্রতিযোগিতার শিরোপা জিতে নেয়।[১৩] আয়ারল্যান্ডের ক্লার শিলিংটন প্রতিযোগিতার সেরা খেলোয়াড় নির্বাচিত হয়।[১৪][১৫]
নিম্নোক্ত দলগুলো প্রতিযোগিতায় খেলার যোগ্যতা অর্জন করে।
দল | যোগ্যতা |
---|---|
বাংলাদেশ | ২০১৬ বিশ্ব টি২০[১৬] |
আয়ারল্যান্ড | ২০১৬ বিশ্ব টি২০[১৬] |
পাপুয়া নিউগিনি | পূর্ব এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল[১৭] |
স্কটল্যান্ড | ইউরোপ/আমেরিকা[১৮] |
নেদারল্যান্ডস (আয়োজক) | ইউরোপ/আমেরিকা[১৯] |
উগান্ডা | আফ্রিকা[২০] |
থাইল্যান্ড | এশিয়া[২১] |
সংযুক্ত আরব আমিরাত | এশিয়া[২১] |
২০১৮ জুনে, আইসিসি প্রতিযোগিতায় সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও দলীয় খেলোয়াড়দের নাম ঘোষণা করে।[২২]
বাংলাদেশ[২৩] | আয়ারল্যান্ড[২৪] | নেদারল্যান্ডস[২৫] | পাপুয়া নিউগিনি[২৬] |
---|---|---|---|
স্কটল্যান্ড[২৭] | থাইল্যান্ড[২২] | উগান্ডা[২৮] | সংযুক্ত আরব আমিরাত[২৯] |
বাংলাদেশ স্কোয়াডে জান্নাতুল ফেরদৌস, লতা মন্ডল, মুর্শিদা খাতুন ও সুরাই আজমিনকে স্ট্যান্ডবাই হিসাবে রাখে।[২৩]
২৩ মে ২০১৮, আইসিসি উক্ত বাছাই প্রতিযোগিতার সকল সূচী ঘোষণা করে।[৪]
দল
|
খে | জ | হা | ড্র | ফহ | প | এনআরআর | অবস্থা |
---|---|---|---|---|---|---|---|---|
বাংলাদেশ | ৩ | ৩ | ০ | ০ | ০ | ৬ | +৩.০১৩ | সেমি ফাইনালে অগ্রসর |
পাপুয়া নিউগিনি | ৩ | ২ | ১ | ০ | ০ | ৪ | +০.৩৩২ | |
সংযুক্ত আরব আমিরাত | ৩ | ১ | ২ | ০ | ০ | ২ | −১.২৩৫ | |
নেদারল্যান্ডস | ৩ | ০ | ৩ | ০ | ০ | ০ | −২.১৪৭ | |
শেষ হালনাগাদ: ১০ জুলাই ২০১৮[৩০] |
ব
|
||
ব
|
||
ব
|
||
ব
|
||
ব
|
||
ব
|
||
দল
|
খে | জ | হা | ড্র | ফহ | প | এনআরআর | অবস্থা |
---|---|---|---|---|---|---|---|---|
আয়ারল্যান্ড | ৩ | ৩ | ০ | ০ | ০ | ৬ | +১.৬৬৯ | সেমি ফাইনালে অগ্রসর |
স্কটল্যান্ড | ৩ | ২ | ১ | ০ | ০ | ৪ | +১.৩৫৯ | |
উগান্ডা | ৩ | ১ | ২ | ০ | ০ | ২ | −১.৬৯৯ | |
থাইল্যান্ড | ৩ | ০ | ৩ | ০ | ০ | ০ | −০.৯১৭ | |
শেষ হালনাগাদ: ১০ জুলাই ২০১৮[৩১] |
ব
|
||
ব
|
||
ব
|
||
ব
|
||
ব
|
||
ব
|
||
ব
|
||
ব
|
||
ব
|
||
ব
|
||
ব
|
||
ব
|
||
ব
|
||
অবস্থান | দল |
---|---|
১ম | বাংলাদেশ |
২য় | আয়ারল্যান্ড |
৩য় | স্কটল্যান্ড |
৪র্থ | পাপুয়া নিউগিনি |
৫ম | থাইল্যান্ড |
৬ষ্ঠ | উগান্ডা |
৭ম | সংযুক্ত আরব আমিরাত |
৮ম | নেদারল্যান্ডস |
২০১৮ বিশ্ব টুয়েন্টি২০ প্রযোগিতার যোগ্যতা অর্জন করেছে।