২০১৮ কমনওয়েলথ গেমসে ভারত


ভারত ৪ থেকে ১৫ এপ্রিল ২০১৮তে, গোল্ড কোস্ট, অস্ট্রেলিয়া তে আয়োজিত, ২০১৮ কমনওয়েলথ গেমস এ অংশগ্রহণ করে।[] এটা ছিল ভারতের কমনওয়েলথ গেমসে অষ্টাদশবারের অংশগ্রহণ।২৬টি স্বর্ণ পদক সমেত মোট ৬৬টি পদক জয় করে তৃতীয় স্থানে থেকে ভারত  টুর্নামেন্ট সমাপ্ত করে।[] ২০১০ সালের ভারতে আয়োজিত গেমসের পরে, এটিই ভারতের সর্ব শ্রেষ্ট ফলাফল। 

প্রতিযোগী

[সম্পাদনা]

পদকজয়ী

[সম্পাদনা]