২০১৮ ফিফা বিশ্বকাপ কর্মকর্তাবৃন্দ

নিম্নে ম্যাচ কর্মকর্তাদের (রেফারি, সহকারী রেফারি, ভিডিও সহকারী রেফারি) একটি তালিকা রয়েছে যারা ২০১৮ ফিফা বিশ্বকাপে দায়িত্ব পালন করেছে।

রেফারি এবং সহকারী রেফারি

[সম্পাদনা]

২০১৮ সালের ২৯ মার্চ, ফিফা ২০১৮ ফিফা বিশ্বকাপের জন্য ছয়টি ফুটবল কনফেডারেশন থেকে জাতীয়তার ভিত্তিতে ৩৬ জন রেফারি এবং ৬৩জন সহকারী রেফারির তালিকা প্রকাশ করেছে।[]

কনফেডারেশন রেফারি সহকারী রেফারি
এএফসি ইরান আলিরেজা ফাঘানি ইরান রেজা সোখান্দান
ইরান মোহাম্মদরেজা মান্সুরী
উজবেকিস্তান রাভশান ইরমাতভ উজবেকিস্তান আব্দুখামিদুল্লো রাসুলভ
উজবেকিস্তান জাখোঁজির সাইদভ
সংযুক্ত আরব আমিরাত মোহাম্মদ আবদুল্লাহ হাসান মোহাম্মদ সংযুক্ত আরব আমিরাত মোহামেদ আল হাম্মাদি
সংযুক্ত আরব আমিরাত হাসান আল মাহরি
জাপান রিউজি সাতো জাপান তোরু সাগারা
জাপান হিরোশি ইয়ামাউচি
বাহরাইন নওয়াফ শুকরাল্লা বাহরাইন ইয়াসির তুলেফাত
কাতার তালেব আল মারি
ক্যাফ সেনেগাল মালাং দিধিউ সেনেগাল জিবরিল কামারা
সেনেগাল এল হাদজি সাম্বা
গাম্বিয়া বাকারি গাসামা বুরুন্ডি জিন ক্লাউদে বিরুমুনশাহু
আলজেরিয়া আব্দেলহক এতচিয়ালি
মিশর জেহাদ গ্রিশা মরক্কো রেদুয়ানে আচিক
সুদান ওয়ালিদ আহমেদ
জাম্বিয়া জানি সিকাজওয়ে অ্যাঙ্গোলা জারসন দোস সান্তোস
দক্ষিণ আফ্রিকা জাখেলে সিওয়েলা
আলজেরিয়া মেহদী আবিদ শারেফ তিউনিসিয়া আনুয়ার হামিলা
ইথিওপিয়া বামলাক তেসেমা ওয়েসা
কনকাকাফ এল সালভাদোর জোয়েল আগিলার এল সালভাদোর জুয়ান জুম্বা
মার্কিন যুক্তরাষ্ট্র কোরি রকওয়েল
মার্কিন যুক্তরাষ্ট্র মার্ক গাইগার মার্কিন যুক্তরাষ্ট্র ফ্রাঙ্ক অ্যান্ডারসন
কানাডা জো ফ্লেচার
মেক্সিকো সেসার আর্তুরো রামোস মেক্সিকো মারভিন তোরেন্তেরা
মেক্সিকো মিগেল হার্নান্দেজ
পানামা জন পিতি পানামা গাব্রিয়েল ভিক্তোরিয়া
কোস্টা রিকা রিকার্দো মন্তেরো কোস্টা রিকা হুয়ান কার্লোস মোরা আরায়া
মার্কিন যুক্তরাষ্ট্র জাইর মারুফো
কনমেবল চিলি হুলিও বাসকুনিয়ান চিলি কার্লোস আসত্রোজা
চিলি ক্রিস্তিয়ান এসচিয়েমান
প্যারাগুয়ে এনরিকে কাসেরেস প্যারাগুয়ে এদুয়ার্দো কারদোজো
প্যারাগুয়ে হুয়ান জরিয়া
উরুগুয়ে আন্দ্রেস কুনহা উরুগুয়ে নিকোলাস তারান
উরুগুয়ে মৌরিসিয়ো এস্পিনোসা
আর্জেন্টিনা নেস্তর পিতানা আর্জেন্টিনা এর্নান মাইদানা
আর্জেন্টিনা হুয়ান পাবলো বেলাতি
ব্রাজিল সান্দ্রো হিচি ব্রাজিল এমারসন দে কারভালহো
ব্রাজিল মার্সেলো ভান গাসি
কলম্বিয়া উইলমার রোলদান কলম্বিয়া অ্যালেক্সান্ডার গুজমান
কলম্বিয়া ক্রিস্তিয়ান দে লা ক্রুজ
ওএফসি নিউজিল্যান্ড ম্যাথু কংগার নিউজিল্যান্ড সাইমন লাউন্ট
টোঙ্গা তেভিতা মাকাসিনি
ফরাসি পলিনেশিয়া নোবার্ট হাওয়াটা নতুন ক্যালিডোনিয়া বারট্রেন্ড ব্রায়াল
উয়েফা জার্মানি ফেলিক্স ব্রাইখ জার্মানি মার্ক বোর্শ
জার্মানি স্তেফান লুপ
তুরস্ক জুনিত চাকির তুরস্ক বাহাত্তিন দুরান
তুরস্ক ্তারিক অঙ্গুন
রাশিয়া সার্জেই কারাসভ রাশিয়া আন্তোন আভেরিয়ানভ
রাশিয়া তিখোন কালুইন
নেদারল্যান্ডস বিয়র্ন কাইপার্স নেদারল্যান্ডস সান্দার ভান রূকেল
নেদারল্যান্ডস এরউইন জাইনসত্রা
পোল্যান্ড শিমন মারচিনিয়াক পোল্যান্ড পাওয়েল সকোলনিকি
পোল্যান্ড তমাশ লিসৎকিউইচ
স্পেন আন্তোনিও মাতেও লাহোজ স্পেন পাউ সেব্রিয়ান দেভিস
স্পেন রবার্তো দিয়াজ পেরেজ
সার্বিয়া মিলোরাদ মাজিচ সার্বিয়া মিলোভান রিস্তিচ
সার্বিয়া দালিবর দিউর্দেভিচ
ইতালি জিয়ানলুকা রোক্কি ইতালি এলেনিতো দি লিবেরাতোরে
ইতালি মাওরো তনোলিনি
স্লোভেনিয়া দামির স্কোমিনা স্লোভেনিয়া জুর প্রাপোৎনিক
স্লোভেনিয়া রবার্ত ভুকান
ফ্রান্স ক্লেমঁ তুরপাঁ ফ্রান্স সিরিল গ্রাইঙ্গোর
ফ্রান্স নিকোলাস দানোস

ভিডিও সহকারী রেফারি

[সম্পাদনা]

২০১৮ সালের ৩০শে এপ্রিল ফিফা ২০১৮ ফিফা বিশ্বকাপের জন্য ১৩ ভিডিও সহকারী রেফারি (ভিএআর) ঘোষণা করেছিল।[] প্রতিটি বিশ্বকাপ খেলার জন্য, সেখানে ১ ভিএআর এবং ৩ এভিএআর (অ্যাসিট্যান্ট ভিডিও সহকারী রেফারি) থাকবে যা প্রত্যকে বিভিন্ন পরিস্থিতিতে জন্য নিযুক্ত থাকবে। তারা মস্কোতে আন্তর্জাতিক সম্প্রচার কেন্দ্র (আইবিসি) ভিত্তিক ভিডিও অপারেশন রুমে প্রধান রেফারিকে সাহায্য করবে।[]

কনফেডারেশন ভিডিও সহকারী রেফারি
এএফসি কাতার আব্দুল রহমান আল জসিম
কনমেবল ব্রাজিল উইলতন সাম্পাইয়ো
বলিভিয়া গেরি ভার্গাস
আর্জেন্টিনা মাউরো ভিগলিয়ানো
উয়েফা জার্মানি বাস্তিয়ান ডাঙ্কার্ট
পর্তুগাল আর্তুর সোয়ারেস জিয়াস
পোল্যান্ড পাওয়াও গিল
ইতালি মাসিমিলিয়ানো ইররাতি
পর্তুগাল চিয়াগো মার্চিন্স
নেদারল্যান্ডস ড্যানি মাকেলি
ইতালি দানিয়েলে অরসাতো
ইতালি পাওলো ভালেরি
জার্মানি ফেলিক্স জয়্যার

রেফারি প্রত্যাহার এবং প্রতিস্থাপন

[সম্পাদনা]

ফাহাদ আল-মিরাদাসি সৌদি আরব (সৌদি আরব) ২০১৮ কিং কাপের ফাইনালে ম্যাচ ফিক্সিংয়ের চেষ্টা করার কারণে তাকে প্রত্যাহার করা হয়েছিল।[] তার সহকারী রেফারিদেরও প্রত্যাহার করা হয়েছিল:

কোন রেফারি প্রতিস্থাপন করা হয়নি, তবে মোহাম্মদ আবদুল্লা হাসান মোহাম্মদ সংযুক্ত আরব আমিরাত (সংযুক্ত আরব আমিরাত এবং রাউজি সাতো জাপান (জাপান) এর রেফারি টিম পূর্ণ করার জন্য দুই সহকারী রেফারিকে আহ্বান জানানো হয়েছিল:[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি" (পিডিএফ)। ৩০ মার্চ ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ মে ২০১৮ 
  2. FIFA.com। "2018 FIFA World Cup Russia™ - News - Thirteen video assistant referees appointed for 2018 FIFA World Cup™ - FIFA.com"www.fifa.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০৫-১৫ 
  3. "VAR at the 2018 FIFA World Cup™"Football Technology (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০৫-১৫ 
  4. "World Cup 2018: Referee Fahad Al-Mirdasi dropped for attempted match fixing in Saudi Arabia"। BBC Sport। ৩০ মে ২০১৮। 
  5. "FIFA statement on the situation of the Saudi Arabian referee Fahad AL MIRDASI"। FIFA.com। ৩০ মে ২০১৮। 

বহিঃসংযোগ

[সম্পাদনা]