২০১৮ ফিফা বিশ্বকাপ এর গ্রুপ এ পর্বের খেলা ২০১৮ সালের ১৪ থেকে ২৫ জুন অনুষ্ঠিত হয়।[১] এই গ্রুপে অংশগ্রহণ করে রাশিয়া, সৌদি আরব, মিশর এবং উরুগুয়ে। পয়েন্ট তালিকায় প্রথম দুই দল উরুগুয়ে ও রাশিয়া পরবর্তী ১৬ দলের পর্বে অগ্রসর হয়।[২]
↑২০১৭ সালের অক্টোবর মাসের র্যাঙ্কিং এর সাহায্যে চূড়ান্ত ড্র অনুষ্ঠিত হয়।
↑ এটা ফিফা বিশ্বকাপে রাশিয়ার চতুর্থ বারের মত অংশগ্রহণ। কিন্তু ফিফা রাশিয়াকে সোভিয়েত ইউনিয়নের উত্তরসূরী হিসাবে গণ্য করে যারা এর আগে বিশ্বকাপে সাতবার অংশগ্রহণ করেছে।
↑রাশিয়ার সর্বোচ্চ সাফল্য হল ১৯৯৪, ২০০২ এবং ২০১৪ বিশ্বকাপের গ্রুপ পর্বে খেলা। কিন্তু ফিফা রাশিয়াকে সোভিয়েত ইউনিয়নের উত্তরসূরী হিসাবে গণ্য করে।
গ্রুপ পর্বে যদি সামগ্রিক ও মুখোমুখি খেলার মানদন্ডের উপর ভিত্তি করেও যদি একাধিক দল একই অবস্থানে থাকে তবে সুশৃঙ্খল ভাবে খেলার জন্য পয়েন্ট এর উপর ভিত্তি করে দলীয় অবস্থান নির্ধারিত হবে। এই পয়েন্ট নির্ণয় করা হবে গ্রুপ ম্যাচে প্রাপ্ত হলুদ ও লাল কার্ডের উপর ভিত্তি করে যা নিম্নে বর্ণিত হল।[২৩]
প্রথম হলুদ কার্ড: ১ পয়েন্ট কাটা হবে;
পরোক্ষ লাল কার্ড (দ্বিতীয় হলুদ কার্ড): ৩ পয়েন্ট কাটা হবে;
সরাসরি লাল কার্ড: ৪ পয়েন্ট কাটা হবে;
হলুদ কার্ড ও সরাসরি লাল কার্ড: ৫ পয়েন্ট কাটা হবে;
একটি ম্যাচে একজন খেলোয়াড়ের জন্য নিম্নে বর্ণিত উপায়ের মধ্যে শুধুমাত্র একভাবেই পয়েন্ট কাটা যাবে।
↑"Russia v Saudi Arabia – Man of the Match"। FIFA.com (ইংরেজি ভাষায়)। ফেদেরাসিওঁ অ্যাঁতের্নাসিওনাল্ দ্য ফুৎবল্ আসোসিয়াসিওঁ। ১৪ জুন ২০১৮। ৫ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৮।
↑"Match report – Group A – Egypt-Uruguay"(PDF)। FIFA.com (ইংরেজি ভাষায়)। ফেদেরাসিওঁ অ্যাঁতের্নাসিওনাল্ দ্য ফুৎবল্ আসোসিয়াসিওঁ। ১৫ জুন ২০১৮। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০১৮।
↑"Egypt v Uruguay – Man of the Match"। FIFA.com (ইংরেজি ভাষায়)। ফেদেরাসিওঁ অ্যাঁতের্নাসিওনাল্ দ্য ফুৎবল্ আসোসিয়াসিওঁ। ১৫ জুন ২০১৮। ২৪ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০১৮।
↑"Match report – Group A – Russia-Egypt"(PDF)। FIFA.com (ইংরেজি ভাষায়)। ফেদেরাসিওঁ অ্যাঁতের্নাসিওনাল্ দ্য ফুৎবল্ আসোসিয়াসিওঁ। ১৯ জুন ২০১৮। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০১৮।
↑"Russia v Egypt – Man of the Match"। FIFA.com (ইংরেজি ভাষায়)। ফেদেরাসিওঁ অ্যাঁতের্নাসিওনাল্ দ্য ফুৎবল্ আসোসিয়াসিওঁ। ১৯ জুন ২০১৮। ২৬ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০১৮।
↑"Uruguay v Saudi Arabia – Man of the Match"। FIFA.com (ইংরেজি ভাষায়)। ফেদেরাসিওঁ অ্যাঁতের্নাসিওনাল্ দ্য ফুৎবল্ আসোসিয়াসিওঁ। ২০ জুন ২০১৮। ২৬ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জুন ২০১৮।
↑"Uruguay v Russia – Man of the Match"। FIFA.com (ইংরেজি ভাষায়)। ফেদেরাসিওঁ অ্যাঁতের্নাসিওনাল্ দ্য ফুৎবল্ আসোসিয়াসিওঁ। ২৫ জুন ২০১৮। ২৬ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০১৮।
↑"Saudi Arabia v Egypt – Man of the Match"। FIFA.com (ইংরেজি ভাষায়)। ফেদেরাসিওঁ অ্যাঁতের্নাসিওনাল্ দ্য ফুৎবল্ আসোসিয়াসিওঁ। ২৫ জুন ২০১৮। ২৬ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০১৮।