এই নিবন্ধটি মেয়াদোত্তীর্ণ।(জুলাই ২০১৯) |
বিবরণ | |
---|---|
দেশ | ![]() |
দল | ৮৩ |
পরিসংখ্যান | |
খেলা | ৬৬ |
গোল সংখ্যা | ১৬০ (ম্যাচ প্রতি ২.৪২টি) |
শীর্ষ গোলদাতা | ![]() ![]() (প্রত্যেকে ৫ গোল করে) |
২০১৮–১৯ কোপা দেল রে হচ্ছে স্পেনীয় কাপ প্রতিযোগিতা কোপা দেল রে-এর ১১৭তম আসর। এই আসরের বিজয়ী দল ২০১৮–১৯ উয়েফা ইউরোপা লীগের গ্রুপ পর্বে সয়াসরি প্রবেশ করবে।
লা লিগার ক্লাব বার্সেলোনা এই প্রতিযোগিতার চার বারের এবং বর্তমান চ্যাম্পিয়ন।
পর্ব | ড্রয়ের তারিখ | তারিখ | সময়সূচী | ক্লাব | বিস্তারিত বিন্যাস |
---|---|---|---|---|---|
প্রথম পর্ব | ৩০ জুলাই ২০১৮ | ৫ সেপ্টেম্বর ২০১৮ | ১৮ | ৮৩→৬৫ | নতুন প্রবেশ: তেরসেরা এবং সেহুন্দা দিভিসিওন বি-এ অংশগ্রহণকারী ক্লাবগুলো নতুন প্রবেশ অর্জন করবে। বিদায়: সেহুন্দা দিভিসিওন বি/তেরসেরা-এর ৫টি ক্লাব বিদায় গ্রহণ করবে। প্রতিপক্ষ পাত্র: দলগুলোর নিকটবর্তী মাপদণ্ড অনুযায়ী প্রতিপক্ষ নির্ধারণ করা হবে। স্থানীয় দল পাত্র: ড্রয়ের মাধ্যমে। নকআউট টুর্নামেন্ট ধরন: একক ম্যাচ। কোপা ফেদেরাসিওন বাছাইপর্ব: হেরে যাওয়া ক্লাবগুলো কোপা ফেদেরাসিওন, জাতীয় পর্যায়ে অন্তর্ভুক্ত হবে। |
দ্বিতীয় পর্ব | ১২ সেপ্টেম্বর ২০১৮ | ২২ | ৬৫→৪৩ | নতুন প্রবেশ: সেহুন্দা দিভিসিওনে অংশগ্রহণকারী ক্লাবগুলো প্রবেশ করবে। বিদায়: সেহুন্দা দিভিসিওন বি/তেরসেরা-এর ১টি ক্লাব বিদায় গ্রহণ করবে। প্রতিপক্ষ পাত্র: ২০টি সেহুন্দা দিভিসিওন ক্লাব একে অপরের বিরুদ্ধে লড়বে (+২ বিদায়)। স্থানীয় দল পাত্র: ড্রয়ের মাধ্যমে। নকআউট টুর্নামেন্ট ধরন: একক ম্যাচ। | |
তৃতীয় পর্ব | ১৪ সেপ্টেম্বর ২০১৮ | ১৭ অক্টোবর ২০১৮ | ১১ | ৪৩→৩২ | বিদায়: ১টি সেহুন্দা দিভিসিওন ক্লাব বিদায় গ্রহণ করবে। প্রতিপক্ষ পাত্র: ১০টি সেহুন্দা দিভিসিওন ক্লাব একে অপরের বিরুদ্ধে লড়বে। স্থানীয় দল পাত্র: ড্রয়ের মাধ্যমে। নকআউট টুর্নামেন্ট ধরন: একক ম্যাচ। |
৩২ দলের পর্ব | ১৯ অক্টোবর ২০১৮ | ৩১ অক্টোবর ২০১৮ | ১৬ | ৩২→১৬ | নতুন প্রবেশ: লা লিগা অংশগ্রহণকারী ক্লাবগুলো প্রবেশ করবে। প্রতিপক্ষ পাত্র: ২০১৮–১৯ উয়েফা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৭টি লা লিগা দল, ৬টি সেহুন্দা দিভিসিওন বি ও তেরসেরা দিভিসিওন ক্লাব এবং সেহুন্দা দিভিসিওনের ১টি দল লড়বে। অন্য ৫টি সেহুন্দা দিভিসিওন ক্লাব লা লিগা দলের বিপক্ষে লড়বে। ৮টি লা লিগা ক্লাব একে অপরের বিরুদ্ধে লড়বে। স্থানীয় দল পাত্র: নিম্ন বিভাগের ক্লাবগুলো তাদের হোমে প্রথম লেগ খেলবে। নকআউট টুর্নামেন্ট ধরন: ডাবল ম্যাচ |
৫ ডিসেম্বর ২০১৮ | |||||
১৬ দলের পর্ব | ১৩ ডিসেম্বর ২০১৮ | ৯ জানুয়ারি ২০১৯ | ৮ | ১৬→৮ | প্রতিপক্ষ পাত্র: ড্রয়ের মাধ্যমে। স্থানীয় দল পাত্র: নিম্ন বিভাগের ক্লাবগুলো তাদের হোমে প্রথম লেগ খেলবে। নকআউট টুর্নামেন্ট ধরন: ডাবল ম্যাচ। |
১৬ জানুয়ারি ২০১৯ | |||||
কোয়ার্টার ফাইনাল | অনির্ধারিত | ২৩ জানুয়ারি ২০১৯ | ৪ | ৮→৪ | প্রতিপক্ষ পাত্র: ড্রয়ের মাধ্যমে। স্থানীয় দল পাত্র: ড্রয়ের ভাগ্য অনুযায়ী। নকআউট টুর্নামেন্ট ধরন: ডাবল ম্যাচ। |
৩০ জানুয়ারি ২০১৯ | |||||
সেমি ফাইনাল | অনির্ধারিত | ৬ ফেব্রুয়ারি ২০১৯ | ২ | ৪→২ | |
২৭ ফেব্রুয়ারি ২০১৯ | |||||
ফাইনাল | ২৫ মে ২০১৯[১] | ১ | ২→১ | একক ম্যাচ, আরএফইএফ দ্বারা স্টেডিয়াম নির্ধারিত হবে। উয়েফা ইউরোপা লীগ বাছাইপর্ব: বিজয়ী ক্লাব সরাসরি ২০১৯–২০ উয়েফা ইউরোপা লীগের গ্রুপ পর্বে প্রবেশ করবে। |