![]() | |
মৌসুম | ২০১৮–১৯ |
---|---|
তারিখ | ১৮ জানুয়ারি ২০১৯ - ০৩ আগস্ট ২০১৯[১] |
চ্যাম্পিয়ন | বসুন্ধরা কিংস (১ম শিরোপা) |
অবনমন | বিজেএমসি দল নোফেল স্পোর্টিং ক্লাব |
মোট খেলা | ১৫৬ |
মোট গোলসংখ্যা | ৪৩৯ (ম্যাচ প্রতি ২.৮১টি) |
সেরা খেলোয়াড় | ড্যানিয়েল কলিন্ড্রেস |
শীর্ষ গোলদাতা | রাফায়েল ওডভিন (২২ টি গোল) |
সেরা গোলরক্ষক | আশরাফুল ইসলাম রানা |
সবচেয়ে বড় স্বাগতিক জয় | বসুন্ধরা কিংস ৫–০ ব্রাদার্স ইউনিয়ন (১৬ জুলাই ২০১৯) |
সবচেয়ে বড় অতিথি জয় | মুক্তিযোদ্ধা সংসদ ১–৬ শেখ রাসেল কেসি (২৪ জুলাই ২০১৯) |
সর্বোচ্চ স্কোরিং | আরামবাগ ক্রীড়া সংঘ ৬–৩ রহমতগঞ্জ এমএফএস (২০ জুলাই ২০১৯) |
দীর্ঘতম টানা জয় | ১৪ ম্যাচ বসুন্ধরা কিংস |
দীর্ঘতম টানা অপরাজিত | ২০ ম্যাচ বসুন্ধরা কিংস |
দীর্ঘতম টানা জয়বিহীন | ১৫ ম্যাচ বিজেএমসি দল |
দীর্ঘতম টানা পরাজয় | ৭ ম্যাচ ব্রাদার্স ইউনিয়ন |
← ২০১৭–১৮ ২০১৯–২০ →
সব পরিসংখ্যান ৩ আগস্ট ২০১৯ অনুযায়ী সঠিক। |
২০১৯ বাংলাদেশ প্রিমিয়ার লিগ হচ্ছে ২০০৭ সালে শুরু হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১১তম আসর। ১৩টি দল আসরে অংশগ্রহণ করে[২]। গত আসরের চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী এই মৌসুমে তাদের শিরোপা পুনরুদ্ধার করতে পারেনি। ২০১৭ বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ থেকে বসুন্ধরা কিংস এবং নোফেল স্পোর্টিং ক্লাব প্রিমিয়ার লিগে খেলার যোগ্যতা অর্জন করে। এই দুইটি ক্লাব প্রথমবারের মত বাংলাদেশের ফুটবলের শীর্ষস্থানীয় লিগে খেলার যোগ্যতা অর্জন করে। বসুন্ধরা কিংস দুই ম্যাচ হাতে রেখে এই মৌসুমের শিরোপা জিতে এবং প্রথম বার বিপিএল- খেলতে এসে অভিষেকে শিরোপা জেতার রেকর্ড গড়ে[৩][৪][৫]। নোফেল স্পোর্টিং ক্লাব ও টিম বিজেএমসি লিগের পয়েন্ট তালিকায় সবার নিচে থাকায় মৌসুম শেষে অবনমিত হয়[৬]। এই মৌসুম ১৮, জানুয়ারি, ২০১৯[৭] হতে ৩ আগস্ট, ২০১৯[৮][৯][১০] পর্যন্ত চলে।
দল | স্টেডিয়াম[১১] | ধারণক্ষমতা |
---|---|---|
আরামবাগ ক্রীড়া সংঘ | রফিক উদ্দিন ভুঁইয়া স্টেডিয়াম, ময়মনসিংহ | ১৫,০০০ |
বসুন্ধরা কিংস | শেখ কামাল স্টেডিয়াম, নীলফামারী | ২১,০০০ |
ব্রাদার্স ইউনিয়ন | বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, ঢাকা | ৩৬,০০০ |
চট্টগ্রাম আবাহনী | বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, ঢাকা | ৩৬,০০০ |
ঢাকা আবাহনী | বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, ঢাকা | ৩৬,০০০ |
ঢাকা মোহামেডান | বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম | ৩৬,০০০ |
শেখ জামাল ধানমন্ডি ক্লাব | বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, ঢাকা | ৩৬,০০০ |
মুক্তিযোদ্ধা সংসদ | শেখ ফজলুল হক মনি স্টেডিয়াম, গোপালগঞ্জ | ৮,০০০ |
নোফেল স্পোর্টিং ক্লাব | শহিদ ভুলু স্টেডিয়াম, নোয়াখালী | ১০,০০০ |
রহমতগঞ্জ এমএফএস | বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, ঢাকা | ৩৬,০০০ |
সাইফ স্পোর্টিং ক্লাব | রফিকউদ্দিন ভূইয়া স্টেডিয়াম, ময়মনসিংহ | ১৫,০০০ |
শেখ রাসেল কেসি | সিলেট জেলা স্টেডিয়াম | ২০,০০০ |
বিজেএমসি দল | শহিদ ভুলু স্টেডিয়াম, নোয়াখালী | ১০,০০০ |
এই আসর থেকে বাংলাদেশ এএফসির ৩+১ নিয়মটি ব্যবহার করবে।যেখানে প্রতি দলে চারজন বিদেশী খেলতে পারবে।তবে একজন হতে হবে এশিয়ান।আগের নিয়ম অনুযায়ী ৩ জন বিদেশী নেয়া যেত।[১২]
এই মৌসুমে ক্লাব সমূহের নিবন্ধিত বিদেশী খেলোয়াড়দের তালিকা নিম্নরূপ-
ক্লাব | খেলোয়াড় ১ | খেলোয়াড় ২ | খেলোয়াড় ৩ | খেলোয়াড় ৪ (এশীয়) | প্রাক্তন খেলোয়াড় |
---|---|---|---|---|---|
আরামবাগ ক্রীড়া সংঘ | ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
বসুন্ধরা কিংস | ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
ব্রাদার্স ইউনিয়ন | ![]() |
![]() |
![]() |
![]() |
![]() ![]() ![]() ![]() |
চট্টগ্রাম আবাহনী | ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
ঢাকা আবাহনী | ![]() |
![]() |
![]() |
![]() |
![]() [১৬] |
ঢাকা মোহামেডান | ![]() |
![]() |
![]() |
![]() |
![]() ![]() |
শেখ জামাল ধানমন্ডি ক্লাব | ![]() |
![]() |
![]() |
![]() |
![]() ![]() |
মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র | ![]() |
![]() |
![]() |
![]() | |
নোফেল স্পোর্টিং ক্লাব | ![]() |
![]() |
![]() |
||
রহমতগঞ্জ এমএফএস | ![]() |
![]() |
![]() |
![]() |
![]() ![]() |
সাইফ স্পোর্টিং ক্লাব | ![]() |
![]() |
![]() |
![]() |
![]() ![]() ![]() |
শেখ রাসেল ক্রীড়া চক্র | ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
বিজেএমসি দল | ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
অব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা অর্জন বা অবনমন |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | বসুন্ধরা কিংস (C) | ২৪ | ২০ | ৩ | ১ | ৫৪ | ১৪ | +৪০ | ৬৩ | এএফসি কাপ গ্রুপ পর্বের জন্য উত্তীর্ণ |
২ | ঢাকা আবহনী | ২৪ | ১৯ | ১ | ৪ | ৬০ | ২৮ | +৩২ | ৫৮ | |
৩ | শেখ রাসেল ক্রীড়া চক্র | ২৪ | ১৬ | ৪ | ৪ | ৪৩ | ২০ | +২৩ | ৫২ | |
৪ | সাইফ স্পোর্টিং ক্লাব | ২৪ | ১৪ | ৫ | ৫ | ৪০ | ২৪ | +১৬ | ৪৭ | |
৫ | আরামবাগ ক্রীড়া সংঘ | ২৪ | ১০ | ৩ | ১১ | ৩৩ | ৩২ | +১ | ৩৩ | |
৬ | শেখ জামাল ধানমন্ডি ক্লাব | ২৪ | ৭ | ৭ | ১০ | ৩১ | ৩৭ | −৬ | ২৮ | |
৭ | মুক্তিযোদ্ধা সংসদ | ২৪ | ৬ | ৮ | ১০ | ২৬ | ৩৮ | −১২ | ২৬ | |
৮ | চট্টগ্রাম আবাহনী | ২৪ | ৫ | ১০ | ৯ | ২২ | ২৬ | −৪ | ২৫ | |
৯ | ঢাকা মোহামেডান | ২৪ | ৬ | ৭ | ১১ | ৩১ | ৪০ | −৯ | ২৫ | |
১০ | রহমতগঞ্জ এমএফএস | ২৪ | ৪ | ১০ | ১০ | ৩৪ | ৫৩ | −১৯ | ২২ | |
১১ | ব্রাদার্স ইউনিয়ন | ২৪ | ৫ | ৬ | ১৩ | ২৮ | ৪৯ | −২১ | ২১ | |
১২ | নোফেল স্পোর্টিং ক্লাব (R) | ২৪ | ৫ | ৫ | ১৪ | ২৩ | ৪২ | −১৯ | ২০ | বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে অবনমন |
১৩ | বিজেএমসি দল (R) | ২৪ | ২ | ৫ | ১৭ | ১৪ | ৩৬ | −২২ | ১১ |
নিম্নলিখিত সারণিতে প্রতি সপ্তাহের ম্যাচের পরে দলগুলির অবস্থান তালিকাভুক্ত করা হয়েছে।
শীর্ষে | |
বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে অবনমন |
ক্যাটাগরি | দল/খেলোয়াড় | দেশ | মন্তব্য | তথ্যসূত্র |
---|---|---|---|---|
চ্যাম্পিয়ন/শিরোপাজয়ী | বসুন্ধরা কিংস | দলটির প্রথম বিপিএল শিরোপা | [৪][৮][১০] | |
রানার্স-আপ | ঢাকা আবাহনী | [৮][১০][১৯] | ||
ফেয়ার প্লে ট্রফি | শেখ রাসেল ক্রীড়া চক্র | [৮][৯][১০] | ||
সেরা খেলোয়াড় | দানিয়েল কোলিন্দ্রেস সোলেরা (বসুন্ধরা কিংস) | ![]() |
বসুন্ধরা কিংস-এর অধিনায়ক। | [৮][৯][১৯] |
সেরা উদীয়মান ফুটবলার | রবিউল হাসান (আরামবাগ ক্রীড়া সংঘ ) | ![]() |
বাংলাদেশ জাতীয় দলেও খেলেন। | [৯][১৯] |
সেরা গোলরক্ষক | আশরাফুল ইসলাম রানা (শেখ রাসেল ক্রীড়া চক্র) | |||
সেরা কোচ | অস্কার ব্রুজোন (বসুন্ধরা কিংস) | ![]() |
[৯][১৯] | |
সর্বোচ্চ গোলদাতা | রাফায়েল ওডোভিন (শেখ রাসেল ক্রীড়া চক্র) | ![]() |
পুরো মৌসুমে ২২ গোল করেছেন। পরপর দুই আসরে সর্বোচ্চ গোলদাতা | [৯][১৯][২০] |