২০১৯ বালোঁ দর | |
---|---|
তারিখ | ২ ডিসেম্বর ২০১৯ |
অবস্থান | থিয়েতর দ্য শাটল, প্যারিস |
দেশ | ফ্রান্স |
পুরস্কারদাতা | ফ্রান্স ফুটবল |
সারাংশ | |
বালোঁ দর | লিওনেল মেসি (৬ষ্ঠ পুরস্কার) |
বালোঁ দর ফেমিনিন | মেগান রাপিনু (১ম পুরস্কার) |
কোপা ট্রফি | মাথেইস দ্য লিখ্ট (১ম পুরস্কার) |
ইয়াশিন শিরোপা | অ্যালিসন বেকার (১ম পুরস্কার) |
ওয়েবসাইট | www.francefootball.fr |
২০১৯ বালোঁ দর ছিল বালোঁ দরের ৬৪তম বার্ষিক অনুষ্ঠান, যা ফ্রান্স ফুটবল দ্বারা উপস্থাপিত হয়েছিল এবং এই অনুষ্ঠানে ২০১৯ সালের বিশ্বের সেরা ফুটবলারদের স্বীকৃতি দিয়েছে। ২০১৯ সালের ২রা ডিসেম্বর তারিখে ফ্রান্সের প্যারিসে বিজয়ীদের নাম ঘোষণা করেছিল।[১][২]
মেগান রাপিনু বিশ্বের সেরা মহিলা খেলোয়াড় হিসেবে ২০১৯ সালের বালোঁ দর ফেমিনিন জয়লাভ করেছেন।[৩]
মাথেইস দ্য লিখ্ট ২১ বছরের কম বয়সী খেলোয়াড়দের মধ্যে বিশ্বের সেরা খেলোয়াড়ের জন্য ২০১৯ কোপা ট্রফি জয়লাভ করেছেন।[৪]
২০১৯ সালে বিশ্বের সেরা গোলরক্ষক হিসেবে অ্যালিসন বেকার উদ্বোধনী ইয়াশিন শিরোপা জয়লাভ করেছেন।[৫]
ক্রম | খেলোয়াড় | ক্লাব | পয়েন্ট |
---|---|---|---|
১ | অ্যালিসন বেকার | লিভারপুল | |
২ | মার্ক-আন্দ্রে টের স্টেগেন | বার্সেলোনা | |
৩ | এদেরসন মোরায়েস | ম্যানচেস্টার সিটি | |
৪ | ইয়ান অবলাক | আতলেতিকো মাদ্রিদ | |
৫ | উগো লরিস | টটেনহ্যাম হটস্পার | |
৬ | ম্যানুয়েল নয়্যার | বায়ার্ন মিউনিখ | |
৭ | আন্দ্রে ওনানা | আয়াক্স | |
৮ | কেপা আরিসাবালাগা | চেলসি | |
৯ | অয়েচিখ শ্চেজনি | ইয়ুভেন্তুস | |
১০ | সামির হ্যান্দানভিচ | ইন্টার মিলান |