তারিখ | ৫ – ১০ অক্টোবর ২০১৯ |
---|---|
তত্ত্বাবধায়ক | ওমান ক্রিকেট |
ক্রিকেটের ধরন | টুয়েন্টি২০ আন্তর্জাতিক |
আয়োজক | ![]() |
বিজয়ী | ![]() |
রানার-আপ | ![]() |
অংশগ্রহণকারী দলসংখ্যা | ৫ |
খেলার সংখ্যা | ১০ |
সর্বাধিক রান সংগ্রহকারী | ![]() |
সর্বাধিক উইকেটধারী | ![]() |
২০১৯-২০ ওমান পাঁচদেশীয় সিরিজ হচ্ছে একটি টুয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ক্রিকেট প্রতিযোগিতা, যা ২০১৯ সালের অক্টোবরে ওমানে অনুষ্ঠিত হয়।[১] মুলত এটি চারটি দলের মধ্যে অনুষ্ঠিত হবার জন্য নির্ধারতি ছিল, পরে পাঁচ দলে উন্নীত করা হয়।[২][৩] সংযুক্ত আরব আমিরাতে ২০১৯ আইসিসি টি২০ বিশ্বকাপ বাছাইপর্ব প্রতিযোগিতাটি শুরুর পূর্বে সিরিজের খেলাগুলো অনুষ্ঠিত হয় হংকং, আয়ারল্যান্ড, নেপাল, নেদারল্যান্ডস ও আয়োজক ওমানের মধ্যে।[৪][৫] সিরিজের সবগুলো খেলা অনুষ্ঠিত হয় মাস্কাট-এর আল আমিরাত ক্রিকেট স্টেডিয়ামে।[৬][৭]
২০১৯ এর সেপ্টেম্বরে, যখন ক্রিকেট হংকং তাদের দল ঘোষণা করে, তখন, আনশুমান রাথ এর নাম অন্তর্ভুক্ত করা হয়নি, কারণ তিনি ভারতে তার নিজের ক্যারিয়ার তৈরী করার জন্য জাতীয় দল ত্যাগ করেন।[৮] পরবর্তীতে রাথ হংকং দল ছাড়ার কথা ঘোষণা করলে, বাবর হায়াতও নিশ্চিত করে যে, তাকেও হংকং দলে আর পাওয়া যাচ্ছে না। [৯] সহোদর তানভীর আহমেদ ও ইহসান নওয়াজ উভয়েই নিজেদেরকে দলীয় নির্বাচন থেকে তুলে নেন।[৯] আয়োজক ওমান তাদের চারটি খেলার সবকটিতে জয়লাভ করে এবং সিরিজ জিতে নেয়, অপর দিকে আয়ারল্যান্ড রানার-আপ হিসাবে সিরিজটি সমাপ্ত করে।[১০][১১]
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
---|---|---|---|---|
দল
|
খে | জ | হা | ড্র | ফহ | প | এনআরআর |
---|---|---|---|---|---|---|---|
![]() |
৪ | ৪ | ০ | ০ | ০ | ৮ | +২.১১৬ |
![]() |
৪ | ৩ | ১ | ০ | ০ | ৬ | +০.৬৪৮ |
![]() |
৪ | ২ | ২ | ০ | ০ | ৪ | –০.০৫৪ |
![]() |
৪ | ১ | ৩ | ০ | ০ | ২ | –০.২০৮ |
![]() |
৪ | ০ | ৪ | ০ | ০ | ০ | –২.০৭০ |
H = আয়োজক
ব
|
||
ব
|
||
ব
|
||
ব
|
||
ব
|
||
ব
|
||
ব
|
||
ব
|
||
ব
|
||
ব
|
||