২০২০–২১ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ হচ্ছে উয়েফা কর্তৃক আয়োজিত ইউরোপীয় দলগুলোর ফুটবল প্রতিযোগিতার ৬৬তম আসর এবং ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স ক্লাব হতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে নামে পরিবর্তন করার পর ২৯তম আসর।
উয়েফার ৫৫টি সদস্য রাষ্ট্রের মধ্যে ৫৪টি রাষ্ট্রের সর্বমোট ৭৯টি দল ২০২০–২১ উয়েফা চ্যাম্পিয়নস লিগে অংশগ্রহণ করেছে (শুধুমাত্র লিশটেনস্টাইন এর ব্যতিক্রম, কারণ তারা কোনো ঘরোয়া লিগ আয়োজন করে না)। উয়েফা দেশ গুণাঙ্ক নিয়ম অনুযায়ী উয়েফার অ্যাসোসিয়েশন র্যাঙ্কিং করা হয়, যার মাধ্যমে এই প্রতিযোগিতায় প্রত্যেক অ্যাসোসিয়েশন হতে কতটি দল অংশগ্রহণ করবে তা নির্ধারণ করা হয়েছে:[২]
অ্যাসোসিয়েশন ১–৪ হতে ৪টি করে দল খেলার যোগ্যতা অর্জন করবে।
অ্যাসোসিয়েশন ৫–৬ হতে ৩টি করে দল খেলার যোগ্যতা অর্জন করবে।
অ্যাসোসিয়েশন ৭–১৫ হতে ২টি করে দল খেলার যোগ্যতা অর্জন করবে।
অ্যাসোসিয়েশন ১৬–৫৫ (ব্যতিক্রম লিশটেনস্টাইন) হতে ১টি করে দল খেলার যোগ্যতা অর্জন করবে।
২০১৯–২০ উয়েফা চ্যাম্পিয়নস লিগ এবং ২০১৯–২০ উয়েফা ইউরোপা লিগের বিজয়ীদের এই আসরে খেলার একটি অতিরিক্ত প্রবেশাধিকার ছিল, যার মাধ্যমে তারা যদি তাদের ঘরোয়া লিগের মাধ্যমে ২০২০–২১ উয়েফা চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা অর্জন না করেও এই আসরে অংশগ্রহণ কতে পারত। তবে চ্যাম্পিয়নস লিগ এবং ইউরোপা লিগের বিজয়ী দলগুলো তাদের ঘরোয়া লিগের মধ্য দিয়ে যোগ্যতা অর্জন করার ফলে মৌসুমে উক্ত অতিরিক্ত প্রবেশাধিকারের প্রয়োজন হয়নি।
২০২০–২১ উয়েফা চ্যাম্পিয়নস লিগের জন্য, ২০১৯ সালের উয়েফা দেশ গুণাঙ্ক অনুযায়ী প্রত্যেক সদস্য রাষ্ট্র হতে কতটি দল খেলবে তা বরাদ্দ করা হয়েছে, যেটি ২০১৪–১৫ মৌসুম হতে ২০১৮–১৯ মৌসুম পর্যন্ত ইউরোপীয় প্রতিযোগিতায় তাদের ফলাফলের ওপর ভিত্তি করে নির্ধারিত।[৩]
এই দেশ গুণাঙ্কের দল বরাদ্দ ছাড়াও, নিম্নে উল্লেখিত ক্ষেত্রে অ্যাসোসিয়েশন হতে অতিরিক্ত দলও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে:
(ইউসিএল) – ২০১৯–২০ উয়েফা চ্যাম্পিয়নস লিগ বিজয়ী দলের জন্য অতিরিক্ত স্থান।
(ইউইএল) – ২০১৯–২০ উয়েফা ইউরোপা লিগ বিজয়ী দলের জন্য অতিরিক্ত স্থান।
২০২০–২১ উয়েফা চ্যাম্পিয়নস লিগের জন্য অ্যাসোসিয়েশন র্যাঙ্কিং
অ্যাসোসিয়েশন ১৮–৫১ থেকে ৩৩টি চ্যাম্পিয়ন (ব্যতিক্রম লিশটেনস্টাইন)
প্রাথমিক পর্ব থেকে ১টি বিজয়ী
দ্বিতীয় বাছাইপর্ব (২৬টি দল)
চ্যাম্পিয়ন পথ (২০টি দল)
অ্যাসোসিয়েশন ১৫–১৭ থেকে ৩টি চ্যাম্পিয়ন
প্রথম বাছাইপর্ব থেকে ১৭টি বিজয়ী
লিগ পথ (৬টি দল)
অ্যাসোসিয়েশন ১০–১৫ থেকে ৬টি রানার-আপ
তৃতীয় বাছাইপর্ব (১৬টি দল)
চ্যাম্পিয়ন পথ (১০টি দল)
দ্বিতীয় বাছাইপর্ব (চ্যাম্পিয়ন পথ) থেকে ১০টি বিজয়ী
লিগ পথ (৬টি দল)
অ্যাসোসিয়েশন ৭–৯ থেকে ৩টি রানার-আপ
দ্বিতীয় বাছাইপর্ব (লিগ পথ) থেকে ৩টি বিজয়ী
প্লে-অফ পর্ব (১২টি দল)
চ্যাম্পিয়ন পথ (৮টি দল)
অ্যাসোসিয়েশন ১২–১৪ থেকে ৩টি বিজয়ী
তৃতীয় বাছাইপর্ব (চ্যাম্পিয়ন পথ) থেকে ৫টি বিজয়ী
লিগ পথ (৪টি দল)
অ্যাসোসিয়েশন ৬-এর ৩য় স্থান অধিকারী
তৃতীয় বাছাইপর্ব (লিগ পথ) থেকে ৩টি বিজয়ী
গ্রুপ পর্ব (৩২টি দল)
অ্যাসোসিয়েশন ১–১১ থেকে ১১টি বিজয়ী
অ্যাসোসিয়েশন ১–৬ থেকে ৬টি রানার-আপ
অ্যাসোসিয়েশন ১–৫ থেকে ৫টি তৃতীয় স্থান অধিকারী
অ্যাসোসিয়েশন ১–৪ থেকে ৪টি চতুর্থ স্থান অধিকারী
প্লে-অফ পর্ব থেকে ৪টি বিজয়ী (চ্যাম্পিয়ন পথ)
প্লে-অফ পর্ব থেকে ২টি বিজয়ী (লিগ পথ)
নকআউট পর্ব (১৬টি দল)
গ্রুপ পর্ব থেকে ৮টি গ্রুপ বিজয়ী
গ্রুপ পর্ব থেকে ৮টি গ্রুপ রানার-আপ
চ্যাম্পিয়নস লিগের চ্যাম্পিয়ন দল ফুটবল ক্লাব বায়ার্ন মিউনিখ এবং ইউরোপা লিগের চ্যাম্পিয়ন দল সেভিয়া তাদের ঘরোয়া লিগের মাধ্যমে এই আসরে খেলার যোগ্যতা অর্জন করার ফলে পূর্বনির্ধারিত প্রবেশ তালিকায় বেশ কিছু পরিবর্তন করা হয়েছে। যাহোক, কোভিড-১৯ মহামারীর কারণে ২০১৯–২০ এবং ২০২০–২১ ইউরোপীয় মৌসুমের সময়সূচিতে বিলম্বের ফলে, ২০২০–২১ ইউরোপীয় মৌসুমটি ২০১৯–২০ মৌসুম সমাপ্তির পূর্বেই শুরু হয়েছিল। সুতরাং, চ্যাম্পিয়নস লিগ এবং ইউরোপা লিগের চ্যাম্পিয়ন দলের ভিত্তিতে যে প্রবেশ তালিকার পরিবর্তন করা উচিত, তা পূর্বের বাছাইপর্বের ম্যাচগুলো খেলা না হওয়া এবং / অথবা তাদের ড্র হওয়া পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। চ্যাম্পিয়নস লিগ এবং ইউরোপা লিগের শিরোপাধারী দলের স্থান নির্ধারণের পরে উয়েফা পূর্বনির্ধারিত প্রবেশ তালিকার পরিবর্তন করতে "অভিযোজিত পুনঃভারসাম্য" পদ্ধতি ব্যবহার করেছিল এবং শিরোপাধারী দল নির্ধারিত হওয়ার পূর্বে যে সকল পর্বের ম্যাচ ইতোমধ্যে আয়োজন করা হয়েছিল, তা এই আসরে কোন প্রভাব ফেলেনি (নিয়ম ৩.০৪)।[২] এই আসরে নিম্নলিখিত পরিবর্তন সাধিত হয়েছিল:
২০২০ সালের ৯ই এবং ১০ই আগস্ট তারিখে, প্রথম বাছাইপর্ব এবং দ্বিতীয় বাছাইপর্বের (চ্যাম্পিয়নস পথ) ড্র অনুষ্ঠিত হওয়ার সময়, চ্যাম্পিয়ন লিগের চ্যাম্পিয়ন দলের স্থান শূন্য ঘোষণা করা হবে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। ২০১৯–২০ উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার-ফাইনালের অংশগ্রহণকারী দলের মধ্যে লিওঁ তাদের ঘরোয়া লিগের মাধ্যমে ২০২০–২১ উয়েফা চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের জন্য উত্তীর্ণ হতে পারেনি। সুতরাং, উক্ত ড্রগুলো পূর্বনির্ধারিত প্রবেশ তালিকা অনুযায়ী আয়োজন করা হয়েছিল; যার ম্যাচগুলো ২০২০ সালের ১৮–১৯ এবং ২৫–২৬ আগস্ট তারিখে অনুষ্ঠিত হয়েছে। এই ম্যাচগুলো ২০১৯–২০ উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমি-ফাইনাল ম্যাচের পরও পরিবর্তন করা হয়নি, যা ২০২০ সালের ১৮–১৯ আগস্ট তারিখে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সময়ে এটি নিশ্চিত হওয়া গিয়েছিল যে ফাইনালে অংশগ্রহণকারী উভয় দল, বায়ার্ন মিউনিখ এবং পারি সাঁ-জেরমাঁ ইতোমধ্যে তাদের ঘরোয়া লিগের মাধ্যমে ২০২০–২১ উয়েফা চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের জন্য উত্তীর্ণ হয়েছে, যার অর্থ হচ্ছে চ্যাম্পিয়নস লিগের চ্যাম্পিয়ন দলের জন্য বরাদ্দকৃত পূর্বনির্ধারিত স্থানটি খালি ঘোষণা করা হয়েছে। এর ফলস্বরূপ, "অভিযোজিত পুনঃভারসাম্য" পদ্ধতি তৃতীয় বাছাইপর্বের (চ্যাম্পিয়ন পথ) ড্র থেকে শুরু হয়েছিল, যার ড্র ২০২০ সালের ৩১শে আগস্ট তারিখে অনুষ্ঠিত হয়েছিল এবং উক্ত প্রবেশ তালিকায় নিম্নলিখিত পরিবর্তন সাধিত হয়েছিল:
অ্যাসোসিয়েশন ১১-এর (নেদারল্যান্ডস) চ্যাম্পিয়ন দল আয়াক্স প্লে-অফের (চ্যাম্পিয়ন পথ) পরিবর্তে সরাসরি গ্রুপ পর্বে প্রবেশ করেছে।
অ্যাসোসিয়েশন ১৩ এবং ১৪-এর (চেক প্রজাতন্ত্র এবং গ্রিস) চ্যাম্পিয়ন দল যথাক্রমে স্লাভিয়া প্রাহা এবং অলিম্পিয়াকোস তৃতীয় বাছাইপর্বের (চ্যাম্পিয়ন পথ) পরিবর্তে প্লে-অফে (চ্যাম্পিয়ন পথ) প্রবেশ করেছে।
২০২০ সালের ১০ই আগস্ট তারিখে, দ্বিতীয় বাছাইপর্বের (লিগ পথ) ড্র অনুষ্ঠিত হওয়ার সময়, ইউরোপা লিগের চ্যাম্পিয়ন দলের স্থান শূন্য ঘোষণা করা হবে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। ২০১৯–২০ উয়েফা ইউরোপা লিগের কোয়ার্টার-ফাইনালের অংশগ্রহণকারী দলের মধ্যে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স, বায়ার লেভারকুজেন, কোপেনহেগেন এবং বাজেল তাদের ঘরোয়া লিগের মাধ্যমে ২০২০–২১ উয়েফা চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের জন্য উত্তীর্ণ হতে পারেনি। সুতরাং, উক্ত ড্র পূর্বনির্ধারিত প্রবেশ তালিকা অনুযায়ী আয়োজন করা হয়েছিল; যার ম্যাচগুলো ২০২০ সালের ২৫–২৬ আগস্ট তারিখে অনুষ্ঠিত হয়েছে। এই ম্যাচগুলো ২০১৯–২০ উয়েফা ইউরোপা লিগের কোয়ার্টার -ফাইনাল ম্যাচের পরও পরিবর্তন করা হয়নি, যা ২০২০ সালের ১০–১১ আগস্ট তারিখে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সময়ে এটি নিশ্চিত হওয়া গিয়েছিল যে ফাইনালে অংশগ্রহণকারী সকল দল, সেভিয়া, ইন্টার মিলান, ম্যানচেস্টার ইউনাইটেড এবং শাখতার দোনেৎস্ক ইতোমধ্যে তাদের ঘরোয়া লিগের মাধ্যমে ২০২০–২১ উয়েফা চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের জন্য উত্তীর্ণ হয়েছে, যার অর্থ হচ্ছে ইউরোপা লিগের চ্যাম্পিয়ন দলের জন্য বরাদ্দ পূর্বনির্ধারিত স্থানটি খালি ঘোষণা করা হয়েছে। এর ফলস্বরূপ, "অভিযোজিত পুনঃভারসাম্য" পদ্ধতি তৃতীয় বাছাইপর্বের (চ্যাম্পিয়ন পথ) ড্র থেকে শুরু হয়েছিল, যার ড্র ২০২০ সালের ৩১শে আগস্ট তারিখে অনুষ্ঠিত হয়েছিল এবং উক্ত প্রবেশ তালিকায় নিম্নলিখিত পরিবর্তন সাধিত হয়েছিল:
অ্যাসোসিয়েশন ৫-এর (ফ্রান্স) তৃতীয় স্থান অধিকারী দল রেনে তৃতীয় বাছাইপর্বের (লিগ পথ) পরিবর্তে সরাসরি গ্রুপ পর্বে প্রবেশ করেছে।
অ্যাসোসিয়েশন ৬-এর (রাশিয়া) তৃতীয় স্থান অধিকারী দল ক্রাস্নোদার তৃতীয় বাছাইপর্বের (লিগ পথ) পরিবর্তে প্লে-অফে (লিগ পথ) প্রবেশ করেছে।
২০২০ সালের এপ্রিলের শুরুর দিকে, উয়েফা এক ঘোষণায় জানিয়েছিল যে ইউরোপে করোনাভাইরাসের বৈশ্বিক মহামারীর কারণে এই আসরে উত্তীর্ণের সময়সীমা পরবর্তী নির্দেশনা পর্যন্ত স্থগিত করা হয়েছে।[৫] উয়েফা তার অন্তর্ভুক্ত সকল অ্যাসোসিয়েশনকে একটি চিঠি পাঠিয়েছিল, যেখানে উল্লেখ করা হয়েছিল যে ইউরোপীয় প্রতিযোগিতায় যোগ্যতা অর্জনের জন্য সকল ঘরোয়া লিগের মৌসুম অকালে শেষ না করে সম্পূর্ণরূপে সম্পন্ন করতে হবে।[৬] অতঃপর ২০২০ সালের ২১শে এপ্রিল তারিখে, উয়েফার ৫৫টি অ্যাসোসিয়েশনের সাথে এক সভার পর উয়েফা তাদের দেশীয় শীর্ষ লিগ এবং কাপ প্রতিযোগিতা শেষ করার জন্য দৃঢ়ভাবে সুপারিশ করেছিল, যদিও কিছু বিশেষ ক্ষেত্রে যেখানে এটি বাস্তবায়ন করা সম্ভব নয় সেখানে উয়েফা তার ক্লাবের প্রতিযোগিতায় অংশ নেওয়ার ক্ষেত্রে দিকনির্দেশনা তৈরি করবে; এরপরও কোন ক্ষেত্রে লিগ বা কাপ বাতিল করা হয়েছে।[৭][৮] উয়েফার কার্যনির্বাহী কমিটির বৈঠক শেষে ২০২০ সালের ২৩শে এপ্রিল তারিখে, এক ঘোষণায় জানানো হয়েছিল যে যদি জনস্বাস্থ্য বা অর্থনৈতিক সমস্যার সাথে সম্পর্কিত শর্ত মেনে বৈধ কারণে কোন ঘরোয়া প্রতিযোগিতা সমাপ্ত হওয়া পূর্বে বন্ধ হয়ে যায়, তবে জাতীয় অ্যাসোসিয়েশনগুলো ২০১৯–২০ মৌসুমে ঘরোয়া প্রতিযোগিতায় ফলাফলের ভিত্তিতে ২০২০–২১ উয়েফা ক্লাব প্রতিযোগিতার জন্য তাদের অংশগ্রহণকারী দল নির্বাচন করবে এবং উয়েফা উক্ত ঘরোয়া প্রতিযোগিতার সমাপ্তি বৈধ নয় বলে মনে করলে তাদের অংশগ্রহণ প্রত্যাখ্যান করার অধিকার সংরক্ষণ করবে। স্থগিত হওয়া ঘরোয়া প্রতিযোগিতা পূর্বনির্ধারিত বিন্যাস থেকে আলাদা বিন্যাস সহকারে পুনরায় শুরু করা যেতে পারে, যার মাধ্যমে উক্ত ঘরোয়া প্রতিযোগিতার ক্লাবগুলো পূর্বের মতোই উয়েফা ক্লাব প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে।[৯][১০] সকল লিগ তাদের প্রতিযোগিতা পুনরায় শুরু করার পরিকল্পনা করছে কিনা সে বিষয়ে উয়েফা সকল অ্যাসোসিয়েশনকে ২০২০ সালের ২৫শে মে তারিখে মধ্যে তাদের সাথে যোগাযোগ করতে বলেছে,[১১] তবে এই সময়সীমাটি পরবর্তীতে বাড়ানো হয়েছিল। ২০২০ সালের ১৭ই জুন তারিখে, উয়েফা এক ঘোষণায় জানিয়েছিল যে, সকল অ্যাসোসিয়েশনকে অবশ্যই ২০২০ সালের ৩রা আগস্ট তারিখে মধ্যে ঘরোয়া লিগ হতে তাদের দলের প্রবেশ নিশ্চিত করতে হবে।[১]
নিম্নে উল্লেখিত ছকে বন্ধনীগুলো প্রতিটি দল কীভাবে এই আসরে প্রবেশ করেছে তা নির্দেশ করে:
চ্যা: চ্যাম্পিয়নস লিগ চ্যাম্পিয়ন
ইউ: ইউরোপা লিগ চ্যাম্পিয়ন
১ম, ২য়, ৩য়, ৪র্থ: পূর্ববর্তী মৌসুম শেষে লিগের পয়েন্ট তালিকায় অবস্থান
পরিত্যক্ত-: ইউরোপে করোনাভাইরাসের বৈশ্বিক মহামারীর কারণে জাতীয় অ্যাসোসিয়েশন দ্বারা পরিত্যক্ত মৌসুম শেষে লিগের পয়েন্ট তালিকায় অবস্থান; করোনাভাইরাসের মহামারীর প্রতিক্রিয়া হিসেবে ইউরোপীয় প্রতিযোগিতায় সকল দলের অংশগ্রহণে নির্দেশিকা অনুসারে উয়েফার অনুমোদন প্রয়োজন।[১২]
২০১৯–২০ উয়েফা চ্যাম্পিয়নস লিগে উত্তীর্ণ দল (পর্ব অনুসারে) গ্রুপ পর্ব
^ইংল্যান্ড:ম্যানচেস্টার সিটি২০১৯–২০ প্রিমিয়ার লিগ শেষ পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থান অর্জন করেন, যার ফলে তারা সরাসরি ২০২০–২১ উয়েফা চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে উত্তীর্ণ হয়েছিল। তবে, তারা ২০২০–২১ এবং ২০২১–২২ মৌসুমের জন্য উয়েফার সকল ধরনের ক্লাব প্রতিযোগিতা হতে নিষিদ্ধ ছিল। উয়েফা আর্থিক ন্যায়বিচার আইন লঙ্ঘন করার কারণে উয়েফা ক্লাবের অর্থনৈতিক সংস্থার ২০২০ সালের ১৪ই ফেব্রুয়ারি তারিখে এই ঘোষণা প্রদান করে।[১৭] পরবর্তীতে, ম্যানচেস্টার সিটি ক্রীড়া সালিশি আদালতের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করেছিল[১৮] এবং ২০২০ সালের ১৩ই জুলাই তারিখে ঘোষণা করা হয়েছিল যে ম্যানচেস্টার সিটির ওপর উয়েফার ক্লাব প্রতিযোগিতায় অংশ নেওয়া বিষয়ক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে এবং তারা ২০২০–২১ উয়েফা চ্যাম্পিয়নস লিগে খেলতে পারবে।[১৯]
^তুরস্ক:২০১৯–২০ সুপার লিগে দ্বিতীয় স্থান অধিকারী ত্রাবজোনস্পোর ২০২০–২১ উয়েফা চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় বাছাইপর্বের জন্য অংশগ্রহণের জন্য হতো, তবে ২০২০–২১ মৌসুমের উয়েফার সকল ধরনের ক্লাব প্রতিযোগিতা হতে নিষিদ্ধ রয়েছে। উয়েফা আর্থিক ন্যায়বিচার আইন লঙ্ঘন করার কারণে উয়েফা ক্লাবের অর্থনৈতিক সংস্থার ২০২০ সালের ৩রা জুন তারিখে এই ঘোষণা প্রদান করে।[৩০] পরবর্তীতে, ত্রাবজোনস্পোর ক্রীড়া সালিশি আদালতের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করেছিল[৩১] এবং ২০২০ সালের ৩০শে জুলাই তারিখে ঘোষণা করা হয়েছিল যে ম্যানচেস্টার সিটির ওপর উয়েফার ক্লাব প্রতিযোগিতায় অংশ নেওয়া বিষয়ক নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং তারা ২০২০–২১ উয়েফা চ্যাম্পিয়নস লিগে খেলতে পারবে না।[৩২] এর ফলস্বরূপ, তুর্কি ফুটবল ফেডারেশন ২০২০–২১ উয়েফা চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় বাছাইপর্বে অংশগ্রহণের জন্য পয়েন্ট তালিকায় তৃতীয় স্থান অর্জনকারী দল বেশিকতাশকে প্রতিনিধি হিসেবে নির্ধারণ করেছিল।
এই আসরটি মূলত ২০২০ সালের জুনে শুরু হওয়ার কথা ছিল, তবে ইউরোপে করোনাভাইরাসের বৈশ্বিক মহামারীর কারণে এটি আগস্ট পর্যন্ত স্থগিত করা হয়েছিল।[৩৪] ২০২০ সালের ১৭ই জুন তারিখে উয়েফার নির্বাহী কমিটি একটি নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছিল।[৩৫] প্লে-অফ ব্যতীত বাছাইপর্বের সকল ম্যাচ এক লেগের ম্যাচ হিসেবে আয়োজন করা হয়েছিল, যেখানে খেলায় অংশগ্রহণকারী দুটি দলের মধ্যে যেকোন একটি দল ম্যাচটি আয়োজন করেছে (প্রাথমিক পর্ব ব্যতীত, যেগুলো নিরপেক্ষ মাঠে আয়োজন করা হয়েছিল); যেটি ড্রয়ের দিন নির্ধারণ করা হয়েছিল।[১][৩৬]
এই আসরের সকল পর্বের সময়সূচি নিম্নে উল্লেখ করা হলো (সকল ড্র উয়েফার প্রধান সদরদপ্তর সুইজারল্যান্ডেরনিওঁ-এ অনুষ্ঠিত হয়েছে, যদি না অন্যথায় অনুষ্ঠিত হওয়ার বিষয়ে বিবৃতি প্রদান করা হয়েছে)।[৩৭]
মহামারীর পূর্বে পরিকল্পনা অনুসারে এই আসরের মূল সময়সূচিটি নিম্নরূপ (সকল ড্র উয়েফার প্রধান সদরদপ্তর সুইজারল্যান্ডেরনিওঁ-এ অনুষ্ঠিত হয়েছে, যদি না অন্যথায় অনুষ্ঠিত হওয়ার বিষয়ে বিবৃতি প্রদান করা হয়েছে):
২০২০–২১ উয়েফা চ্যাম্পিয়নস লিগের মূল সময়সূচি (এটি বর্তমানে কার্যকর নয়)
যদি কোন দেশে করোনাভাইরাসের বৈশ্বিক মহামারীর জন্য ভ্রমণে বিধিনিষেধ থাকে যা সফরকারী দলকে স্বাগতিক দলের দেশে প্রবেশ করতে বা তাদের নিজের দেশে ফিরে আসতে বাধা প্রদান করে, তবে ম্যাচটি একটি নিরপেক্ষ দেশে বা সফরকারী দলের দেশে আয়োজন করা যেতে পারে।
কোন দল যদি খেলতে অস্বীকৃতি জানায় বা ম্যাচটি না হওয়ার জন্য দায়ী বলে বিবেচিত হয়, তবে তারা উক্ত ম্যাচে বাজেয়াপ্ত বলে বিবেচিত হবে। উভয় দল যদি খেলতে অস্বীকার করে বা ম্যাচটি না হওয়ার জন্য দায়ী বলে বিবেচিত হয়, তবে উভয় দলকেই অযোগ্য ঘোষণা করা হবে।
যদি কোন দলের খেলোয়াড়ের এবং / অথবা কর্মকর্তার সার্স-২ করোনাভাইরাস পরীক্ষায় ইতিবাচক ফলাফল আসে এবং তারা উয়েফার নির্ধারিত সময়সীমার পূর্বে ম্যাচে অংশগ্রহণ নিশ্চিত করতে না পারে, তবে তারা উক্ত ম্যাচে বাজেয়াপ্ত হয়েছেন বলে বিবেচিত হবেন।
২০২০ সালের ২৪শে সেপ্টেম্বর তারিখে, উয়েফা এক ঘোষণায় জানিয়েছিল যে প্রতি দলকে গ্রুপ পর্বের ম্যাচ হতে প্রতি ম্যাচে ৫ জন খেলোয়াড় বদল করার অনুমতি দেওয়া হবে, অন্যদিকে অতিরিক্ত সময়ে ষষ্ঠ খেলোয়াড় পরিবর্তন করা যাবে। তবে পরবর্তীতে প্রতিটি দলকে ম্যাচ চলাকালীন খেলোয়াড় বদলের জন্য অতিরিক্ত সময়ে চতুর্থ খেলোয়াড় বদল করা, অতিরিক্ত সময় শুরুর পূর্বে প্রথমার্ধ শেষে বদল করা খেলোয়াড় এবং অতিরিক্ত সময়ের প্রথমার্ধ শেষে বদল করা খেলোয়াড় বাদ দিয়ে কেবলমাত্র তিনটি সুযোগ দেওয়া হয়। এর ফলস্বরূপ, প্রতি ম্যাচে সর্বোচ্চ ১২ জন বদলি খেলোয়াড় তালিকাভুক্ত করা যেতে পারবে।[৪১]
বাছাইপর্বের সকল ম্যাচ বিনা দর্শকের উপস্থিতিতে বন্ধ দরজার পেছনে আয়োজন করা হয়েছিল।[৩৬]২০২০ উয়েফা সুপার কাপে দর্শকদের আংশিক প্রত্যাবর্তনের পরে, ২০২০ সালের ১লা অক্টোবর উয়েফা এক ঘোষণায় জানিয়েছিল যে, গ্রুপ পর্বের পরের ম্যাচগুলোতে স্থানীয় কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে ৩০% দর্শক মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করতে পারবে।[৪২]
২০২০ সালের ১৭ই জুলাই তারিখে দুপুর ১২টায় (সিইএসটি) প্রাথমিক পর্বের জন্য ড্র অনুষ্ঠিত হয়েছিল।[৪৩] এই পর্বের সেমি-ফাইনালের ম্যাচদ্বয় ৮ই আগস্ট তারিখে সুইজারল্যান্ডেরনিওঁয়েরকলোরায় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।[৪৪] অন্যদিকে, এই পর্বের ফাইনাল ম্যাচটি ১১ই আগস্ট তারিখে একই স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তবে দ্রিতার দুই জন খেলোয়াড়ের সার্স-২ করোনাভাইরাস পরীক্ষায় ইতিবাচক ফলাফল আসার পরে লিনফিল্ডকে প্রায়োগিকভাবে ৩–০ গোলের জয় পুরস্কৃত করা হয়।
↑মূলত দ্রিতা এবং লিনফিল্ডের মধ্যকার প্রাথমিক পর্বের ফাইনাল ম্যাচটি ২০২০ সালের ১১ই আগস্ট তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তবে দ্রিতার দুই জন খেলোয়াড়ের সার্স-২ করোনাভাইরাস পরীক্ষায় ইতিবাচক ফলাফল আসার কারণে এবং পুরো সুইস কর্তৃপক্ষ দ্বারা পুরো দল কোয়ারেন্টিনে যাওয়ার ফলে দ্রিতা এই ম্যাচে অংশগ্রহণ করতে পারেনি।[৪৫][৪৬] অতঃপর উয়েফার কোভিড-১৯ সম্পর্কিত নিয়ম অনুযায়ী লিনফিল্ডকে প্রায়োগিকভাবে ৩–০ গোলের জয় পুরস্কৃত করা হয়।[৪৭][৪৮]
২০২০ সালের ৯ই আগস্ট তারিখে দুপুর ১২টায় (সিইএসটি) প্রথম বাছাইপর্বের জন্য ড্র অনুষ্ঠিত হয়েছিল।[৪৯] এই পর্বের ম্যাচগুলো ২০২০ সালের ১৮ এবং ১৯শে আগস্ট তারিখে অনুষ্ঠিত হয়েছে। স্লোভান ব্রাতিস্লাভের ১ জন খেলোয়াড়ের সার্স-২ করোনাভাইরাস পরীক্ষায় ইতিবাচক ফলাফল আসার পর পুরো দল কোয়ারেন্টিনে যাওয়ার ফলে ক্লাকসভিক এবং স্লোভান ব্রাতিস্লাভের মধ্যকার ম্যাচটি বাতিল করে ক্লাকসভিককে প্রায়োগিকভাবে ৩–০ গোলের জয় পুরস্কৃত করা হয়।
↑মূলত ক্লাকসভিক এবং স্লোভান ব্রাতিস্লাভের মধ্যকার প্রাথমিক পর্বের ফাইনাল ম্যাচটি ২০২০ সালের ১৯শে আগস্ট তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তবে স্লোভান ব্রাতিস্লাভের একজন কর্মকর্তা সার্স-২ করোনাভাইরাস পরীক্ষায় ইতিবাচক ফলাফল আসার কারণে এবং ফারো কর্তৃপক্ষ দ্বারা পুরো দল কোয়ারেন্টিনে যাওয়ার ফলে স্লোভান ব্রাতিস্লাভ এই মেচটি ২১শে আগস্ট পর্যন্ত স্থগিত করা হয়েছিল।[৫০] ২১শে আগস্ট তারিখে, স্লোভান ব্রাতিস্লাভের একজন খেলোয়াড়ের সার্স-২ করোনাভাইরাস পরীক্ষায় ইতিবাচক ফলাফল আসার কারণে ফারো কর্তৃপক্ষ দ্বারা দ্বিতীয় সারির পুরো দল কোয়ারেন্টিনে যাওয়ার ফলে ম্যাচটি আর অনুষ্ঠিত হতে পারেনি।[৫১][৫২] অতঃপর উয়েফার কোভিড-১৯ সম্পর্কিত নিয়ম অনুযায়ী ক্লাকসভিককে প্রায়োগিকভাবে ৩–০ গোলের জয় পুরস্কৃত করা হয়।[৫৩][৫৪]
২০২০ সালের ১০ই আগস্ট তারিখে দুপুর ১২টায় (সিইএসটি) দ্বিতীয় বাছাইপর্বের জন্য ড্র অনুষ্ঠিত হয়েছিল।[৫৫] এই পর্বের ম্যাচগুলো ২০২০ সালের ২৫ এবং ২৬শে আগস্ট তারিখে অনুষ্ঠিত হয়েছে।
গ্রুপ পর্বে মোট ১৪টি দেশ থেকে ৩২টি দল অংশগ্রহণ করেছে: ২৬টি দল সরাসরিভাবে এই পর্বে অংশগ্রহণ করেছে এবং ৬টি দল প্লে-অফ হতে (৪টি চ্যাম্পিয়ন পথ হতে এবং ২টি লিগ পথ হতে) উত্তীর্ণ হয়ে দল এই পর্বে অংশগ্রহণ করেছে।
২০২০ সালের ১লা অক্টোবর তারিখে বিকাল ৫টায় (সিইএসটি) সুইজারল্যান্ডেরজেনেভারআরটিএস স্টুডিওজে গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে।[৫৭] এই ড্রয়ে সর্বমোট ৩২টি দলকে ৮টি গ্রুপে বিভক্ত করা হয়েছে, যেখানে প্রতিটি গ্রুপে ৪টি করে দল রয়েছে। উক্ত ড্রয়ে নিয়ম ছিল যে একই অ্যাসোসিয়েশনের দলগুলোকে পরস্পরের বিপক্ষে ড্র করা যাবে না। ড্রয়ের জন্য, দলগুলোকে ৪টি পাত্রে নিম্নলিখিত নীতির উপর ভিত্তি করে ভাগ করা হয়েছে (যা ২০১৫–১৬ মৌসুম হতে কার্যকর হচ্ছে):[৫৮][৫৯]
পাত্র ১-এ চ্যাম্পিয়নস লিগ এবং ইউরোপা লিগের চ্যাম্পিয়ন দল এবং ২০১৯ উয়েফা দেশ গুণাঙ্কের উপর ভিত্তি করে শীর্ষ ৬টি অ্যাসোসিয়েশনের চ্যাম্পিয়নদের রাখা হয়েছে।[৩] যদি উক্ত দুই প্রতিযোগিতার কোন এক চ্যাম্পিয়ন অথবা উভয় চ্যাম্পিয়ন দল শীর্ষ ৬ অ্যাসোসিয়েশনের মধ্যে বিদ্যমান থাকে তবে পরবর্তী শীর্ষ অবস্থানের অ্যাসোসিয়েশনের চ্যাম্পিয়ন দল পাত্র ১-এ স্থান পাবে।
প্রত্যেক গ্রুপে, দলগুলো প্রত্যেক দলের সাথে রাউন্ড-রবিন নিয়মে নিজস্ব মাঠে এবং বিপরীত দলের মাঠে ম্যাচ খেলবে। প্রত্যেক গ্রুপের বিজয়ী দল এবং রানার-আপ দল ১৬ দলের পর্বের জন্য উন্নীত হবে এবং তৃতীয় স্থান অধিকারী দলগুলো ২০২০–২১ উয়েফা ইউরোপা লিগের ৩২ দলের পর্বে প্রবেশ করবে। এই পর্বের ম্যাচদিনগুলো হলো: ২০–২১ অক্টোবর, ২৭–২৮ অক্টোবর, ৩–৪ নভেম্বর, ২৪–২৫ নভেম্বর, ১–২ ডিসেম্বর এবং ৮–৯ ডিসেম্বর ২০২০।
যেসকল ক্লাবগুলো গ্রুপ পর্বে খেলার জন্য যোগ্যতা অর্জন করেছে তাদের যুব দলগুলোও ২০২০–২১ উয়েফা যুব লিগে একই দিনে খেলার যোগ্যতা অর্জন করেছে, যেখানে দলগুলো উয়েফা চ্যাম্পিয়নস লিগ পথ (শীর্ষ ৩২ অ্যাসোসিয়েশনের ঘরোয়া চ্যাম্পিয়ন দল প্লে-অফের পূর্ব পর্যন্ত আলাদা ঘরোয়া চ্যাম্পিয়নস পথে অংশগ্রহণ করেছে।
এই আসরের গ্রুপ পর্বে অংশগ্রহণ করার মাধ্যমে ইস্তাম্বুল বাশাকশেহির, ক্রাস্নোদার, মিচিল্যান এবং রেনে উয়েফা চ্যাম্পিয়নস লিগে অভিষেক করেছে। অন্যদিকে, এই আসরে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে সর্বোচ্চ ৩টি রুশ দল গ্রুপ পর্বে অংশগ্রহণ করেছে।[৬১]
টাইব্রেকার
প্রত্যেক দলের পয়েন্টের ওপর ভিত্তি করে দলের অবস্থান নির্ণয় করা হয় (জয়ের জন্য ৩ পয়েন্ট, ড্রয়ের জন্য ১ পয়েন্ট, হারের জন্য ০ পয়েন্ট), এবং যদি পয়েন্টের সমতা হয় তবে গ্রুপ পর্বের সবগুলো খেলা শেষে নিম্নে বর্ণিত মানদণ্ডের উপর ভিত্তি করে শীর্ষ দুই দল নির্ণয় করা হবে (নিয়ম ১৭.০১):[২]
যেসকল দলের পয়েন্ট সমান, তাদের একে-অপরের বিরুদ্ধে ম্যাচে পয়েন্ট;
যেসকল দলের পয়েন্ট সমান, তাদের একে-অপরের বিরুদ্ধে ম্যাচে গোল পার্থক্য;
যেসকল দলের পয়েন্ট সমান, তাদের একে-অপরের বিরুদ্ধে ম্যাচে গোল সংখ্যা;
যেসকল দলের পয়েন্ট সমান, তাদের একে-অপরের বিরুদ্ধে ম্যাচে অ্যাওয়ে গোলের সংখ্যা;
যদি দুইয়ের অধিক দলের পয়েন্ট সমান হয় এবং উপরে বর্ণিত একে-অপরের বিরুদ্ধে ম্যাচের সকল নিয়ম প্রয়োগ পরও যদি একাধিক দলের পয়েন্ট সমান হয়, উপরের একে-অপরের বিরুদ্ধে ম্যাচের সকল নিয়ম পুনরায় প্রয়োগ করা হবে;
গ্রুপ পর্বের সকল ম্যাচে উক্ত দলসমূহের গোল পার্থক্য;
গ্রুপ পর্বের সকল ম্যাচে উক্ত দলসমূহের গোল সংখ্যা;
গ্রুপ পর্বের সকল ম্যাচে উক্ত দলসমূহের অ্যাওয়ে গোল সংখ্যা;
গ্রুপ পর্বের সকল ম্যাচে উক্ত দলসমূহের জয়ের সংখ্যা;
গ্রুপ পর্বের সকল ম্যাচে উক্ত দলসমূহের অ্যাওয়ে জয়ের সংখ্যা;
শাস্তিমূলক পয়েন্ট (লাল কার্ড = ৩ পয়েন্ট, হলুদ কার্ড = ১ পয়েন্ট, এক ম্যাচে দুটি হলুদ কার্ডের জন্য বহিষ্কার = ৩ পয়েন্ট);
নকআউট পর্বে প্রতিটি দল একটি হোম এবং অ্যাওয়ে ম্যাচের মাধ্যমে দুই লেগ খেলায় (শুধুমাত্র ফাইনাল ছাড়া) একে অপরের মুখোমুখি হবে। উপর একে অপরের বিরুদ্ধে খেলে, এক ম্যাচ ফাইনাল ছাড়া।
প্রতিটি পর্বের জন্য আয়োজিত ড্রয়ের পদ্ধতি নিম্নরূপ:
১৬ দলের পর্বের ড্রয়ের ক্ষেত্রে, আট গ্রুপ বিজয়ী দলকে বীজ এবং আট গ্রুপ রানার-আপ দলকে অবীজ হিসেবে নির্ধারণ করা হবে। বীজ দলের ম্যাচ অবীজ দলের বিরুদ্ধে নির্ধারণ করা হবে; যেখানে বীজ দল দ্বিতীয় লেগের আয়োজক হিসেবে ভূমিকা পালন করবে। একই গ্রুপ বা একই অ্যাসোসিয়েশনের দলগুলোকে একে অপরের বিরুদ্ধে ড্র করা যাবে না।
কোয়ার্টার-ফাইনাল এবং সেমি-ফাইনালের ড্রয়ের ক্ষেত্রে, কোন বীজ দল নেই,এবং একই গ্রুপ বা একই অ্যাসোসিয়েশনের দল একে অপরের বিরুদ্ধে ড্র করা যেতে পারে। যেহেতু কোয়ার্টার-ফাইনাল এবং সেমি-ফাইনালের ড্র কোয়ার্টার-ফাইনালের খেলা আয়োজনের পূর্বে একসাথে অনুষ্ঠিত হয়, সেমি-ফাইনালের ড্রয়ের সময় কোয়ার্টার-ফাইনালের বিজয়ীদের পরিচয় জানা যায় না। এছাড়াও সেমিফাইনাল কোন বিজয়ীকে ফাইনালের জন্য "হোম" দল হিসেবে মনোনীত করা হবে, তার জন্য আরেকটি ড্র অনুষ্ঠিত হয় (যেহেতু একটি নিরপেক্ষ ভেন্যুতে খেলা অনুষ্ঠিত হয়, তাই প্রশাসনিক কাজের জন্য এই ড্র করা হয়)।
২০২০ সালের ১৪ই ডিসেম্বর তারিখে, দুপুর ১২টায় (সিইএসটি) এই পর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে।[৭৬] এই পর্বের প্রথম লেগের খেলা ১৬, ১৭, ২৩, ২৪ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় লেগের খেলা ৯, ১০, ১৬, ১৭ মার্চ তারিখে অনুষ্ঠিত হবে।
২০২১ সালের ১৯শে মার্চ তারিখে, এই পর্বের ড্র অনুষ্ঠিত হবে।[৯৩] এই পর্বের প্রথম লেগের খেলা ৬, ৭ এপ্রিল এবং দ্বিতীয় লেগের খেলা ১৩, ১৪ এপ্রিল তারিখে অনুষ্ঠিত হবে।
২০২১ সালের ১৯শে মার্চ তারিখে, কোয়ার্টার-ফাইনালের ড্রয়ের পর এই পর্বের ড্র অনুষ্ঠিত হবে।[৯৩] এই পর্বের প্রথম লেগের খেলা ২৭, ২৮ এপ্রিল এবং দ্বিতীয় লেগের খেলা ৪, ৬ মে তারিখে অনুষ্ঠিত হবে।
২০২১ সালের ১৯শে কোয়ার্টার-ফাইনাল এবং সেমি-ফাইনালের ড্রয়ের পর এই পর্বের ড্র অনুষ্ঠিত হবে, যেখানে প্রশাসনিক কাজের জন্য ফাইনালের "স্বাগতিক" দল নির্ধারণ করা হবে।[৯৩] ২০২১ সালের ২৯শে মে তারিখে তুরস্কেরইস্তাম্বুলেরআতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে এই আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে।[৯৪]
↑ কখগশাখতার দোনেৎস্ক পূর্ব ইউক্রেনের যুদ্ধের পরিস্থিতির কারণে তাদের নিয়মিত স্টেডিয়াম ডনবাস এরিনার পরিবর্তে কিয়েভের অলিম্পিক স্টেডিয়ামে তাদের সকল হোম ম্যাচ খেলেছে।
↑ কখখেলা শুরুর ১৪ মিনিট পর পারি সাঁ-জেরমাঁ বনাম ইস্তাম্বুল বাশাকশেহিরের ম্যাচটি স্থগিত করা হয়েছিল, ০–০ গোলে সমতায় থাকা অবস্থায় ইস্তাম্বুল বাশাকশেহিরের সহকারী ম্যানেজারের প্রতি নির্দেশ করে চতুর্থ ম্যাচ কর্মকর্তার কথিত বর্ণবাদী মন্তব্যের পর উভয় দল প্রতিবাদ করে মাঠ ত্যাগ করেছিল।[৭৫] ম্যাচ কর্মকর্তাদের একটি নতুন দল নিয়ে ২০২০ সালের ৯ই ডিসেম্বর তারিখে ১৮:৫৫ (সিইটি) সময়ে পুনরায় এই ম্যাচ শুরু করা হয়েছিল।
↑ কখগ"UEFA competitions to resume in August"। UEFA.com। Union of European Football Associations। ১৭ জুন ২০২০। ২৫ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ জুন ২০২০।
↑ কখ"Country coefficients 2018/19"। UEFA.com। Union of European Football Associations। ৩ জুন ২০১৯। ৪ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জুন ২০১৯।
↑"İcraiyyə Komitəsinin iclası keçirilib"। Azərbaycan Futbol Federasiyaları Assosiasiyası। ১৮ জুন ২০২০। ৩ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০২০।
↑"ODRŽANA 51.SJEDNICA IO NS/FS BiH"। Nogometni/Fudbalski savez Bosne i Hercegovine। ১ জুন ২০২০। ১৯ সেপ্টেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০২০।
↑"Седница на Управен одбор на ФФМ"। Фудбалска Федерација на Македонија। ২৬ জুন ২০২০। ১৩ সেপ্টেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০২০।
↑"STATEMENT: 26 JUNE 2020"। Northern Ireland Football League। ২৬ জুন ২০২০। ৩০ সেপ্টেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০২০।
↑"Updated UEFA competitions calendar"। UEFA.com। Union of European Football Associations। ১৭ জুন ২০২০। ২৫ নভেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ জুন ২০২০।
↑"ŠK Slovan Bratislava oznámil nový dátum zápasu s KÍ Klaksvík" [ŠK Slovan Bratislava announced a new date of the match with KÍ Klaksvík] (Slovak ভাষায়)। Šport.sk। ১৯ আগস্ট ২০২০। ১০ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০২০।উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (link)
↑"Slovan nebude hrať ani v piatok, o prípadnej kontumácii rozhodne UEFA" [Slovan will not play on Friday either, UEFA will decide on a possible default] (Slovak ভাষায়)। Šport.sme.sk। ২১ আগস্ট ২০২০। ৯ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০২০।উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (link)
↑"KÍ víðari í Champions League" [KÍ advance in the Champions League] (Faroese ভাষায়)। ki.fo। ২৪ আগস্ট ২০২০। ২০ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০২০।উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (link)
↑"UEFA Champions League group stage draw"। UEFA.com। Union of European Football Associations। ১ অক্টোবর ২০২০। ১৭ সেপ্টেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০২০।
↑"Champions' bonus for group stage draw"। UEFA.com। Union of European Football Associations। ২৪ এপ্রিল ২০১৫। ১৫ নভেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০২০।
↑"Club coefficients 2019/20"। UEFA.com। Union of European Football Associations। ১১ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০২০।