মৌসুম | ২০২০–২১ |
---|---|
তারিখ | ১৮ সেপ্টেম্বর ২০২০ – ২২ মে ২০২১ |
চ্যাম্পিয়ন | বায়ার্ন মিউনিখ ৩০তম বুন্দেসলিগা শিরোপা ৩১তম জার্মান শিরোপা |
অবনমন | ভেয়ার্ডার ব্রেমেন শালকে |
চ্যাম্পিয়নস লীগ | বায়ার্ন মিউনিখ আরবি লাইপৎসিশ বরুসিয়া ডর্টমুন্ড ভলফসবুর্গ |
ইউরোপা লীগ | আইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্ট বায়ার লেভারকুজেন |
ইউরোপা কনফারেন্স লীগ | ইউনিয়ন বার্লিন |
মোট খেলা | ৩০৬ |
মোট গোলসংখ্যা | ৯২৮ (ম্যাচ প্রতি ৩.০৩টি) |
শীর্ষ গোলদাতা | ![]() (৪১টি গোল) |
সবচেয়ে বড় স্বাগতিক জয় | বায়ার্ন মিউনিখ ৮–০ শালকে |
সবচেয়ে বড় অতিথি জয় | বরুসিয়া ডর্টমুন্ড ১–৫ স্টুটগার্ট কলন ০–৪ বায়ার লেভারকুজেন শালকে ০–৪ বায়ার্ন মিউনিখ বিলেফেল্ড ১–৫ আইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্ট শালকে ০–৪ বরুসিয়া ডর্টমুন্ড |
সর্বোচ্চ স্কোরিং | বায়ার্ন মিউনিখ ৮–০ শালকে ভলফসবুর্গ ৫–৩ ভেয়ার্ডার ব্রেমেন |
দীর্ঘতম টানা জয় | ৭ ম্যাচ বরুসিয়া ডর্টমুন্ড |
দীর্ঘতম টানা অপরাজিত | ১২ ম্যাচ বায়ার লেভারকুজেন বায়ার্ন মিউনিখ |
দীর্ঘতম টানা জয়বিহীন | ১৪ ম্যাচ শালকে |
দীর্ঘতম টানা পরাজয় | ৭ ম্যাচ বিলেফেল্ড ভেয়ার্ডার ব্রেমেন |
উপস্থিতি | ১,৬৩,৭০৫ (ম্যাচ প্রতি ৫৩৫ জন) |
← ২০১৯–২০ ২০২১–২২ → |
২০২০–২১ বুন্দেসলিগা জার্মানির পেশাদার ফুটবল লীগের শীর্ষ স্তর বুন্দেসলিগার ৫৮তম মৌসুম ছিল। এই মৌসুমটি ২০২০ সালের ১৮ই সেপ্টেম্বর তারিখে শুরু হয়ে ২০২১ সালের ২২শে মে তারিখে সম্পন্ন হয়েছিল।[১][২][৩] বায়ার্ন মিউনিখের জার্মান আক্রমণভাগের খেলোয়াড় সের্জ নাব্রি এই মৌসুমের প্রথম গোল করেছিলেন।[৪]
বায়ার্ন মিউনিখ বুন্দেসলিগার পূর্ববর্তী আসরের চ্যাম্পিয়ন, যারা ২০১৯–২০ মৌসুমে ৮২ পয়েন্ট অর্জন করে এই প্রতিযোগিতার ইতিহাসে ২৯তম বারের মতো শিরোপা জয়লাভ করেছিল।
এই মৌসুমে ৭৮ পয়েন্ট অর্জন করে বায়ার্ন মিউনিখ ৩০তম বারের মতো বুন্দেসলিগা এবং ৩১তম বারের মতো জার্মান শিরোপা জয়লাভ করেছিল।[৫] বায়ার্ন মিউনিখের পোলীয় আক্রমণভাগের খেলোয়াড় রবের্ত লেভানদোভস্কি ৪১ গোল করে এই মৌসুমের শীর্ষ গোলদাতার পুরস্কার জয়লাভ করেছিলেন।[৬]
প্রতিটি ক্লাব একে অপরের বিরুদ্ধে দুইটি ম্যাচে মুখোমুখি হয়েছিল; একটি নিজেদের মাঠে এবং অপরটি প্রতিপক্ষ দলের মাঠে। ক্লাবগুলো প্রতিটি জয়ের জন্য তিন পয়েন্ট এবং ড্রয়ের জন্য এক পয়েন্ট করে অর্জন করেছিল। যদি দুই বা ততোধিক ক্লাব সমান পয়েন্ট অর্জন করে থাকে, তবে গোল পার্থক্যের মাধ্যমে পয়েন্ট তালিকায় তাদের অবস্থান নির্ধারণ করা হয়েছিল। সর্বাধিক পয়েন্ট অর্জনকারী ক্লাবটি চ্যাম্পিয়ন হিসেবে শিরোপা জয়লাভ করেছিল এবং সর্বনিম্ন পয়েন্ট অর্জনকারী দুইটি ক্লাব ২. বুন্দেসলিগায় অবনমিত হয়েছিল। পয়েন্ট তালিকায় তৃতীয় সর্বনিম্ন পয়েন্ট অর্জনকারী ক্লাবটি ২. বুন্দেসলিগায় তৃতীয় স্থান অধিকারী ক্লাবের বিরুদ্ধে দুই লেগের অবনমন/উন্নয়ন প্লে-অফে অংশগ্রহণ করেছিল, যেখানে বিজয়ী ক্লাব পরবর্তী মৌসুমে বুন্দেসলিগায় অংশগ্রহণের জন্য উত্তীর্ণ হয়েছিল।
২০১৯–২০ মৌসুম শেষে ফর্টুনা ডুসেলডর্ফ এবং পাডারবর্ন মৌসুমে সর্বনিম্ন পয়েন্ট অর্জন করে পয়েন্ট তালিকার সর্বনিম্ন অবস্থানে থাকা দুই ক্লাব হিসেবে বুন্দেসলিগা হতে সরাসরি অবনমিত হয়েছিল। অন্যদিকে, তাদের বদলে আরমিনিয়া বিলেফেল্ড এবং স্টুটগার্ট বুন্দেসলিগায় উন্নীত হয়েছিল। পয়েন্ট তালিকায় তৃতীয় সর্বনিম্ন পয়েন্ট অর্জনকারী ক্লাব হিসেবে ভেয়ার্ডার ব্রেমেন ২. বুন্দেসলিগায় তৃতীয় স্থান অধিকারী ক্লাব হাইডেনহাইমের বিরুদ্ধে দুই লেগের অবনমন/উন্নয়ন প্লে-অফে অংশগ্রহণ করেছিল, উক্ত প্লে-অফে জয়লাভ করে ভেয়ার্ডার ব্রেমেন বুন্দেসলিগার এই মৌসুমে অংশগ্রহণের জন্য উত্তীর্ণ হয়েছিল। পূর্ববর্তী মৌসুমের মতো এই মৌসুমেও ১৮টি ক্লাব প্রতিদ্বন্দ্বিতা করেছিল।
ক্লাব | অবস্থান | স্টেডিয়াম | ধারণক্ষমতা |
---|---|---|---|
আউগসবুর্গ | আউগসবুর্গ | ডব্লিউডব্লিউকে এরিনা | ৩০,৬৬০[৭] |
হের্টা | বার্লিন | বার্লিন অলিম্পিক স্টেডিয়াম | ৭৪,৬৪৯[৮] |
ইউনিয়ন বার্লিন | বার্লিন | আল্টে ফোরস্টারাই | ২২,০১২[৯] |
আরমিনিয়া বিলেফেল্ড | বিলেফেল্ড | শুকো এরিনা | ২৭,৩০০[১০] |
ভেয়ার্ডার ব্রেমেন | ব্রেমেন | ভেজার স্টেডিয়াম | ৪২,১০০[১১] |
বরুসিয়া ডর্টমুন্ড | ডর্টমুন্ড | সিগনাল ইডুনা পার্ক | ৮১,৩৬৫[১২] |
আইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্ট | ফ্রাঙ্কফুর্ট | ডয়শে ব্যাংক পার্ক | ৫১,৫০০[১৩] |
ফ্রাইবুর্গ | ফ্রাইবুর্গ ইম ব্রাইসগাউ | শোয়ারৎসভাল্ড স্টেডিয়াম | ২৪,০০০[১৪] |
১৮৯৯ হফেনহাইম | সিনশাইম | প্রিজিরো এরিনা | ৩০,১৫০[১৫] |
কলন | কোলন | রাইন এনার্গি স্টেডিয়াম | ৪৯,৬৯৮[১৬] |
আরবি লাইপৎসিশ | লাইপৎসিশ | রেড বুল এরিনা | ৪২,৫৫৮[১৭] |
বায়ার লেভারকুজেন | লেভারকুজেন | বেএরিনা | ৩০,২১০[১৮] |
মাইনৎস | মাইনৎস | ওপেল এরিনা | ৩৪,০০০[১৯] |
বরুসিয়া মনশেনগ্লাডবাখ | মনশেনগ্লাডবাখ | বরুসিয়া পার্ক | ৫৪,০৫৭[২০] |
বায়ার্ন মিউনিখ | মিউনিখ | আলিয়ানৎস আরেনা | ৭৫,০০০[২১] |
শালকে | গেলজেনকির্খেন | আরেনা আউফশালকে | ৬২,২৭১[২২] |
স্টুটগার্ট | স্টুটগার্ট | গটলিয়েব ডাইমলার স্টেডিয়াম | ৬০,৪৪৯[২৩] |
ভলফসবুর্গ | ভলফসবুর্গ | ফক্সভাগেন আরেনা | ৩০,০০০[২৪] |
অব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা অর্জন বা অবনমন |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | বায়ার্ন মিউনিখ (C) | ৩৪ | ২৪ | ৬ | ৪ | ৯৯ | ৪৪ | +৫৫ | ৭৮ | চ্যাম্পিয়নস লীগের গ্রুপ পর্বে উত্তীর্ণ |
২ | আরবি লাইপৎসিশ | ৩৪ | ১৯ | ৮ | ৭ | ৬০ | ৩২ | +২৮ | ৬৫ | |
৩ | বরুসিয়া ডর্টমুন্ড | ৩৪ | ২০ | ৪ | ১০ | ৭৫ | ৪৬ | +২৯ | ৬৪ | |
৪ | ভলফসবুর্গ | ৩৪ | ১৭ | ১০ | ৭ | ৬১ | ৩৭ | +২৪ | ৬১ | |
৫ | আইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্ট | ৩৪ | ১৬ | ১২ | ৬ | ৬৯ | ৫৩ | +১৬ | ৬০ | ইউরোপা লীগের গ্রুপ পর্বে উত্তীর্ণ[ক] |
৬ | বায়ার লেভারকুজেন | ৩৪ | ১৪ | ১০ | ১০ | ৫৩ | ৩৯ | +১৪ | ৫২ | |
৭ | ইউনিয়ন বার্লিন | ৩৪ | ১২ | ১৪ | ৮ | ৫০ | ৪৩ | +৭ | ৫০ | ইউরোপা কনফারেন্স লীগের প্লে-অফ পর্বে উত্তীর্ণ[ক] |
৮ | বরুসিয়া মনশেনগ্লাডবাখ | ৩৪ | ১৩ | ১০ | ১১ | ৬৪ | ৫৬ | +৮ | ৪৯ | |
৯ | স্টুটগার্ট | ৩৪ | ১২ | ৯ | ১৩ | ৫৬ | ৫৫ | +১ | ৪৫ | |
১০ | ফ্রাইবুর্গ | ৩৪ | ১২ | ৯ | ১৩ | ৫২ | ৫২ | ০ | ৪৫ | |
১১ | ১৮৯৯ হফেনহাইম | ৩৪ | ১১ | ১০ | ১৩ | ৫২ | ৫৪ | −২ | ৪৩ | |
১২ | মাইনৎস | ৩৪ | ১০ | ৯ | ১৫ | ৩৯ | ৫৬ | −১৭ | ৩৯ | |
১৩ | আউগসবুর্গ | ৩৪ | ১০ | ৬ | ১৮ | ৩৬ | ৫৪ | −১৮ | ৩৬ | |
১৪ | হের্টা | ৩৪ | ৮ | ১১ | ১৫ | ৪১ | ৫২ | −১১ | ৩৫ | |
১৫ | আরমিনিয়া বিলেফেল্ড | ৩৪ | ৯ | ৮ | ১৭ | ২৬ | ৫২ | −২৬ | ৩৫ | |
১৬ | কলন (O) | ৩৪ | ৮ | ৯ | ১৭ | ৩৪ | ৬০ | −২৬ | ৩৩ | অবনমন প্লে-অফে উত্তীর্ণ |
১৭ | ভেয়ার্ডার ব্রেমেন (R) | ৩৪ | ৭ | ১০ | ১৭ | ৩৬ | ৫৭ | −২১ | ৩১ | ২. বুন্দেসলিগায় অবনমিত |
১৮ | শালকে (R) | ৩৪ | ৩ | ৭ | ২৪ | ২৫ | ৮৬ | −৬১ | ১৬ |
অবস্থান | খেলোয়াড় | ক্লাব | গোল[২৬] |
---|---|---|---|
১ | ![]() |
বায়ার্ন মিউনিখ | ৪১ |
২ | ![]() |
আইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্ট | ২৮ |
৩ | ![]() |
বরুসিয়া ডর্টমুন্ড | ২৭ |
৪ | ![]() |
১৮৯৯ হফেনহাইম | ২০ |
৫ | ![]() |
ভলফসবুর্গ | |
৬ | ![]() |
স্টুটগার্ট | ১৬ |
৭ | ![]() |
বরুসিয়া মনশেনগ্লাডবাখ | ১৪ |
৮ | ![]() |
বায়ার লেভারকুজেন | ১১ |
৯ | ![]() |
ইউনিয়ন বার্লিন | |
১০ | ![]() |
বায়ার্ন মিউনিখ |