২০২১–২২ ইংল্যান্ড নারী ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফর | |||
---|---|---|---|
অস্ট্রেলিয়া | ইংল্যান্ড | ||
তারিখ | ২০ জানুয়ারি ২০২২ – ৮ ফেব্রুয়ারি ২০২২ | ||
অধিনায়ক | মেগ ল্যানিং | হেদার নাইট | |
সিরিজ সেরা খেলোয়াড় | তালিয়া ম্যাকগ্রা (অস্ট্রেলিয়া) | ||
টেস্ট সিরিজ | |||
ফলাফল | ১ ম্যাচের সিরিজ ০–০ ব্যবধানে ড্র | ||
সর্বাধিক রান | মেগ ল্যানিং (১০৫) | হেদার নাইট (২১৬) | |
সর্বাধিক উইকেট | অ্যানাবেল সাদারল্যান্ড (৫) | ক্যাথরিন ব্রান্ট (৮) | |
একদিনের আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ৩ ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়া ৩–০ ব্যবধানে জয়ী | ||
সর্বাধিক রান | অ্যালিসা হিলি (৯১) | নাতালি সিভার (৯৯) | |
সর্বাধিক উইকেট | তালিয়া ম্যাকগ্রা (৬) | কেট ক্রস (৫) | |
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ৩ ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়া ১–০ ব্যবধানে জয়ী | ||
সর্বাধিক রান | তালিয়া ম্যাকগ্রা (৯১) | ড্যানিয়েল ওয়ায়াট (৮৪) | |
সর্বাধিক উইকেট | তালিয়া ম্যাকগ্রা (৩) | সোফি একলস্টোন (১) | |
অ্যাশেজ সিরিজের পয়েন্ট | |||
অস্ট্রেলিয়া ১২, ইংল্যান্ড ৪ |
ইংল্যান্ড নারী ক্রিকেট দল ২০২২ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে অ্যাশেজ সিরিজের অংশ হিসেবে একটি টেস্ট, তিনটি একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ও তিনটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচের সিরিজ খেলার জন্য অস্ট্রেলিয়া সফর করে।[১][২][৩][৪] সিরিজে তিন ফরম্যাট মিলিয়ে জয়ী দল নির্ধারণে একটি পয়েন্ট পদ্ধতি ব্যবহার করা হয়।[৫]
২০২২ সালের ১৭ জানুয়ারি ঘোষিত হয় যে এ সিরিজের মধ্য দিয়েই নারীদের অ্যাশেজে প্রথমবারের মত সিদ্ধান্ত পর্যালোচনা পদ্ধতি (ডিআরএস) ব্যবহৃত হবে।[৬]
টি২০আই সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া জয়ী হয়।[৭] বৃষ্টির কারণে দ্বিতীয় ম্যাচের খেলা বিঘ্নিত হয় ও তৃতীয় ম্যাচটি পরিত্যক্ত হয়, ফলে অস্ট্রেলিয়া ১–০ ব্যবধানে সিরিজে জয়লাভ করে।[৮] সিরিজের একমাত্র টেস্ট ম্যাচটি ড্র হয়।[৯] ওডিআই সিরিজের তিনটি ম্যাচেই অস্ট্রেলিয়া জয়ী হয় ও ১২–৪ ব্যবধানে অ্যাশেজ সিরিজে জিতে অ্যাশেজ নিজেদের কাছে রাখতে সক্ষম হয়।[১০] অ্যাশেজ সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হন অস্ট্রেলিয়ার তালিয়া ম্যাকগ্রা।[১১][১২]
অস্ট্রেলিয়া[১৩] | ইংল্যান্ড[১৪] |
---|---|
|
|
সিরিজ শুরুর পূর্বে অনুশীলনের সময়ে অস্ট্রেলিয়ার বেথ মুনি চোয়ালে আঘাত পান।[১৫] অস্ট্রেলিয়া দলে তাঁর পরিবর্তে গ্রেস হ্যারিসকে নেয়া হয়।[১৬] টি২০আই সিরিজের প্রথম ম্যাচের সময় ডান পায়ে চোট পাওয়ায় অস্ট্রেলিয়া দলের টেইলা ভ্লেমিংক সিরিজের বাকি ম্যাচগুলো থেকে ছিটকে যান।[১৭] ২০২২ সালের ২৫ জানুয়ারি স্টেলা ক্যাম্পবেলকে সিরিজের টেস্ট ম্যাচের জন্য অস্ট্রেলিয়া দলে নেয়া হয়।[১৮] একই দিনে লরেন বেলকে সিরিজের টেস্ট ম্যাচের জন্য ইংল্যান্ড দলে নেয়া হয়।[১৯]
ব
|
||
ড্যানিয়েল ওয়ায়াট ৭০ (৫৪)
তালিয়া ম্যাকগ্রা ৩/২৬ (৪ ওভার) |
ব
|
||
ড্যানিয়েল ওয়ায়াট ১৪* (১২)
|
ব
|
||
২৭–৩০ জানুয়ারি ২০২২
স্কোরকার্ড |
ব
|
||
ব
|
||
বেথ মুনি ৭৩ (৯১)
কেট ক্রস ৩/৩৩ (১০ ওভার) |
নাতালি সিভার ৪৫ (৬৬)
ডার্সি ব্রাউন ৪/৩৪ (১০ ওভার) |
ব
|
||
এলিস পেরি ৪০ (৬২)
কেট ক্রস ২/৪৬ (৮ ওভার) |
ব
|
||
ট্যামসিন বউমন্ট ৫০ (১০১)
অ্যানাবেল সাদারল্যান্ড ৪/৩১ (৯ ওভার) |