বিবরণ | |
---|---|
স্বাগতিক দেশ | সৌদি আরব |
শহর | রিয়াদ |
তারিখ | ১২–১৬ জানুয়ারি ২০২২ |
দল | ৪ |
মাঠ | ১ (১টি আয়োজক শহরে) |
চূড়ান্ত অবস্থান | |
চ্যাম্পিয়ন | রিয়াল মাদ্রিদ (১২তম শিরোপা) |
রানার-আপ | অ্যাথলেটিক বিলবাও |
পরিসংখ্যান | |
ম্যাচ | ৩ |
গোল সংখ্যা | ১০ (ম্যাচ প্রতি ৩.৩৩টি) |
দর্শক সংখ্যা | ৭২,০০০ (ম্যাচ প্রতি ২৪,০০০ জন) |
শীর্ষ গোলদাতা | করিম বেনজেমা (২টি গোল) |
২০২১–২২ স্পেনীয় সুপার কাপ রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) দ্বারা আয়োজিত স্পেনীয় সুপার কাপের ৩৮তম আসর ছিল, যেখানে পূর্ববর্তী মৌসুমে স্পেনীয় ফুটবল লিগ পদ্ধতির মূল প্রতিযোগিতায় সফল দলগুলো অংশগ্রহণ করেছিল। এই আসরে স্পেনের স্পেনীয় ফুটবল লিগ পদ্ধতির প্রথম স্তরের লীগ লা লিগার চ্যাম্পিয়ন আতলেতিকো মাদ্রিদ, রানার-আপ অ্যাথলেটিক বিলবাও এবং স্পেনের প্রধান কাপ প্রতিযোগিতা কোপা দেল রেইয়ের চ্যাম্পিয়ন বার্সেলোনা এবং রানার-আপ রিয়াল মাদ্রিদ প্রতিদ্বন্দ্বিতা করেছিল। এই আসরের ম্যাচগুলো ২০২২ সালের ১২ হতে ১৬ই জানুয়ারি তারিখ সৌদি আরবের রিয়াদের বাদশাহ ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল।
কোভিড-১৯ এর বৈশ্বিক মহামারীর কারণে ভ্রমণ বিধিনিষেধের কারণে স্পেনে গত মৌসুমের আসরটি অনুষ্ঠিত হওয়ার পর, এই বছর রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের এক চুক্তি অনুযায়ী এই আসরটি মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব আয়োজন করেছিল।[১]
অ্যাথলেটিক বিলবাও স্পেনীয় সুপার কাপের পূর্ববর্তী আসরের চ্যাম্পিয়ন, যারা ২০২০–২১ আসরের ফাইনালে বার্সেলোনাকে অতিরিক্ত সময়ে ৩–২ গোলের ব্যবধানে পরাজিত করে তৃতীয়বারের মতো শিরোপা জয়লাভ করেছিল।[২][৩] ১৬ই জানুয়ারি তারিখে বাদশাহ ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে রিয়াল মাদ্রিদ অ্যাথলেটিক বিলবাওকে ২–০ গোলের ব্যবধানে পরাজিত করে স্পেনীয় সুপার কাপের ইতিহাসে দ্বাদশবারের মতো শিরোপা জয়লাভ করেছে।[৪][৫]
স্পেনীয় সুপার কাপের এই আসরে ২০২০–২১ কোপা দেল রেই এবং ২০২০–২১ লা লিগার চ্যাম্পিয়ন এবং রানার-আপ দল স্বয়ংক্রিয়ভাবে উত্তীর্ণ হয়েছিল।[৬]
দল | বাছাইপর্ব | চ্যাম্পিয়ন |
---|---|---|
আতলেতিকো মাদ্রিদ | ২০২০–২১ লা লিগার চ্যাম্পিয়ন | ২ (১৯৮৫, ২০১৪) |
বার্সেলোনা | ২০২০–২১ কোপা দেল রেইয়ের চ্যাম্পিয়ন | ১৩ (১৯৮৩, ১৯৯১, ১৯৯২, ১৯৯৪, ১৯৯৬, ২০০৫, ২০০৬, ২০০৯, ২০১০, ২০১১, ২০১৩, ২০১৬, ২০১৮) |
রিয়াল মাদ্রিদ | ২০২০–২১ লা লিগার রানার-আপ | ১১ (১৯৮৮, ১৯৮৯, ১৯৯০, ১৯৯৩, ১৯৯৭, ২০০১, ২০০৩, ২০০৮, ২০১২, ২০১৭, ২০১৯–২০) |
অ্যাথলেটিক বিলবাও | ২০২০–২১ কোপা দেল রেইয়ের রানার-আপ | ৩ (১৯৮৪, ২০১৫, ২০২০–২১) |
এই আসরে অংশগ্রহণকারী ৪টি দল সেমি-ফাইনালে একে অপরের মুখোমুখি হয়েছিল। অতঃপর দুই সেমি-ফাইনালে বিজয়ী ফাইনালে উত্তীর্ণ হয়েছিল, যেখানে তারা শিরোপা জয়লাভের জন্য একে অপরের মুখোমুখি হয়েছিল। এই আসরের সকল ম্যাচ সৌদি আরবের রিয়াদের বাদশাহ ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল।[৭][৮][৯]
নিম্নে তালিকাভুক্ত সকল ম্যাচের সময় আরব মান সময় অনুসারে উল্লেখ করা হয়েছে (ইউটিসি+৩)
সেমি-ফাইনাল | ফাইনাল | |||||
১৩ জানুয়ারি ২০২২ – রিয়াদ | ||||||
আতলেতিকো মাদ্রিদ | ১ | |||||
১৬ জানুয়ারি ২০২২ – রিয়াদ | ||||||
অ্যাথলেটিক বিলবাও | ২ | |||||
অ্যাথলেটিক বিলবাও | ০ | |||||
১২ জানুয়ারি ২০২২ – রিয়াদ | ||||||
রিয়াল মাদ্রিদ | ২ | |||||
বার্সেলোনা | ২ | |||||
রিয়াল মাদ্রিদ (অ.স.প.) | ৩ | |||||
বার্সেলোনা | ২–৩ (অ.স.প.) | রিয়াল মাদ্রিদ |
---|---|---|
|
প্রতিবেদন |
আতলেতিকো মাদ্রিদ | ১–২ | অ্যাথলেটিক বিলবাও |
---|---|---|
প্রতিবেদন |
|
অ্যাথলেটিক বিলবাও | ০–২ | রিয়াল মাদ্রিদ |
---|---|---|
প্রতিবেদন |