তারিখ | ২৭ আগস্ট ২০২২ – ১১ সেপ্টেম্বর ২০২২ |
---|---|
তত্ত্বাবধায়ক | এশীয় ক্রিকেট কাউন্সিল |
ক্রিকেটের ধরন | টোয়েন্টি২০ আন্তর্জাতিক |
প্রতিযোগিতার ধরন | গ্রুপ রাউন্ড-রবিন ও প্লেঅফ |
আয়োজক | সংযুক্ত আরব আমিরাত |
বিজয়ী | শ্রীলঙ্কা (৬ষ্ঠ শিরোপা) |
রানার-আপ | পাকিস্তান |
অংশগ্রহণকারী দলসংখ্যা | ৬ |
খেলার সংখ্যা | ১৩ |
প্রতিযোগিতার সেরা খেলোয়াড় | ওয়ানিন্দু হাসারাংগা দে সিলভা |
সর্বাধিক রান সংগ্রহকারী | মোহাম্মদ রিজওয়ান (২৮১) |
সর্বাধিক উইকেটধারী | ভুবনেশ্বর কুমার (১১) |
২০২২ এশিয়া কাপ, পৃষ্ঠপোষকতাজনিত কারণে যেটি দুবাই পোর্ট ওয়ার্ল্ড এশিয়া কাপ নামেও পরিচিত,[১] ছিল একটি আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট যেটি পুরুষ এশিয়া কাপের পঞ্চদশ আসর হিসেবে ২০২২ সালের আগস্ট ও সেপ্টেম্বর মাসে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়।[২] টুর্নামেন্টের ম্যাচগুলো টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) হিসেবে খেলা হয়।[৩] টুর্নামেন্টটি প্রথমে ২০২০ সালের সেপ্টেম্বরে আয়োজিত হওয়ার কথা থাকলেও কোভিড-১৯ মহামারির কারণে ২০২০ সালের জুলাই মাসে টুর্নামেন্টটি স্থগিত করা হয়।[৪] ২০২১ সালের জুন মাসে শ্রীলঙ্কায় টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেয়া হলেও পরবর্তীকালে তা আবারও স্থগিত করা হয়।[৫][৬] সে পর্যায়ে পাকিস্তানের ওপর টুর্নামেন্টটি আয়োজনের দায়িত্ব ছিল।[৭] কিন্তু ২০২১ সালের অক্টোবর মাসে এশীয় ক্রিকেট কাউন্সিল (এসিসি) ২০২২ সালের আসরের আয়োজক হিসেবে শ্রীলঙ্কার ও ২০২৩ সালের আসরের আয়োজক হিসেবে পাকিস্তানের নাম ঘোষণা করে।[৮][৯] ভারত ছিল বিগত আসরের বিজয়ী দল।[১০]
২০২২ সালের ২১ জুলাই শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) শ্রীলঙ্কায় চলমান অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটের কারণে টুর্নামেন্টটি আয়োজন করতে তারা সমর্থ হবে না বলে এসিসিকে জানায়।[১১][১২][১৩] ২০২২ সালের ২৭ জুলাই এসএলসি টুর্নামেন্টটি সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করবে বলে এসিসি নিশ্চিত করে।[১৪][১৫] ২০২২ সালের ২ আগস্ট টুর্নামেন্টের সূচি ঘোষিত হয়।[১৬]
টুর্নামেন্টের ফাইনালে পাকিস্তানকে ২৩ রানে পরাজিত করে বিজয়ী হয় শ্রীলঙ্কা।[১৭]
২০১৮ সালের ডিসেম্বর মাসে এসিসি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)-এর কাছে টুর্নামেন্টটি আয়োজনের দায়িত্ব হস্তান্তর করে।[১৮][১৯] পাকিস্তানে পর্যাপ্ত নিরাপত্তা প্রদান বিষয়ে সংশয় থাকায় ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) পিসিবিকে টুর্নামেন্টের আয়োজনস্থল পরিবর্তন করার অনুরোধ জানায়।[২০] ২০০৮ এশিয়া কাপের পর পাকিস্তানে কোনও বহুজাতিক আন্তর্জাতিক ক্রিকেট প্রতিযোগিতা আয়োজিত হয়নি।
২০১৯ সালের মে মাসে এসিসি নিশ্চিত করে যে পাকিস্তানই টুর্নামেন্টটি আয়োজন করবে।[২১][২২] পাকিস্তান ও ভারতের মধ্যে চলমান রাজনৈতিক উত্তেজনার কারণে পাকিস্তানে অনুষ্ঠিত টুর্নামেন্টে ভারতের অংশগ্রহণ নিয়ে সংশয় দেখা দেয়।[২৩] ২০২০ সালের ২৮ ফেব্রুয়ারি বিসিসিআই-এর সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এশিয়া কাপ দুবাই-এ অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেন।[২৪][২৫] এর পরের দিন পিসিবির চেয়ারম্যান এহসান মানি মন্তব্যটির বিরোধিতা করে জানান যে টুর্নামেন্টের আয়োজনস্থল নিশ্চিত করা হয়নি।[২৬][২৭]
২০২০ সালের জুন মাসে এসিসির সাথে একটি বৈঠক শেষে পিসিবি জানায় যে তারা শ্রীলঙ্কাকে টুর্নামেন্টটি আয়োজনের দায়িত্ব দেয়ার পক্ষে।[২৮] ২০২০ সালের জুলাই মাসে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টটি স্থগিতের ঘোষণা দেয় এসিসি।[২৯] একই মাসে এশিয়া কাপের বাছাইপর্ব টুর্নামেন্টটিও স্থগিত করা হয়।[৩০] ২০২১ সালের মে মাসে এসিসি সে বছর কোনও এশিয়া কাপ অনুষ্ঠিত না হওয়ার কথা নিশ্চিত করে, এবং একই সাথে ২০২০ সালের স্থগিত আসরটিকে ২০২৩ সালে নিয়ে যাওয়া হয়।[৩০] ২০২১ সালের অক্টোবর মাসে পিসিবির রমিজ রাজা নিশ্চিত করেন যে ২০২২ সালের আসরটি শ্রীলঙ্কায় ও ২০২৩ সালের আসরটি পাকিস্তানে অনুষ্ঠিত হবে।[৩১]
২০২২ সালের আগস্ট মাসে এশিয়া কাপের বাছাইপর্ব অনুষ্ঠিত হয়।[৩২]
উত্তরণের যোগ্যতা | তারিখ | আয়োজনস্থল | আসন | উত্তীর্ণ দল |
---|---|---|---|---|
আইসিসির পূর্ণ সদস্য | — | ৫ | আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ ভারত শ্রীলঙ্কা | |
২০২২ এশিয়া কাপ বাছাইপর্ব | ২০ আগস্ট ২০২২ – ২৪ আগস্ট ২০২২ | ওমান | ১ | হংকং |
মোট | ৬ |
২০২২ সালের আগস্ট মাসে কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর ও হংকং-এর অংশগ্রহণে বাছাইপর্ব প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।[৩৩] টুর্নামেন্টে বিজয়ী হয়ে মূল প্রতিযোগিতায় উত্তীর্ণ হয় হংকং।[৩৪][৩৫]
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অনুরোধ করায় এসিসি দল ঘোষণার শেষ তারিখ ৮ আগস্ট থেকে ১১ আগস্ট পর্যন্ত পিছিয়ে নেয়।[৪২] ভারত দলে শ্রেয়াস আইয়ারকে স্ট্যান্ডবাই খেলোয়াড় হিসেবে রাখা হয়।[৪৩] আফগানিস্তান দলে কায়েস আহমেদ, নিজাত মাসুদ ও শরফউদ্দিন আশরাফকে স্ট্যান্ডবাই খেলোয়াড় হিসেবে রাখা হয়।[৩৬] কসুন রজিতা ও বিনুরা ফার্নান্দো চোটের কারণে শ্রীলঙ্কা দল থেকে বাদ পড়ে যাওয়ায় তাঁদের পরিবর্তে যথাক্রমে প্রমোদ মদুশন ও অসিতা ফার্নান্দোকে দলে নেয়া হয়।[৪০] হাঁটুতে চোট পাওয়ায় ২০২২ সালের ২০ আগস্ট পাকিস্তান দল থেকে শাহিন শাহ আফ্রিদি ছিটকে যান।[৪৪] সে কারণে মোহাম্মদ হাসনাইনকে পাকিস্তান দলে যুক্ত করা হয়।[৪৫] ২০২২ সালের ২২ আগস্ট বাংলাদেশের নুরুল হাসান ও হাসান মাহমুদ প্রতিযোগিতায় অংশ নিতে অসমর্থ বলে গণ্য হন, যে কারণে মোহাম্মদ নাইমকে বাংলাদেশ দলে যুক্ত করা হয়।[৪৬][৪৭] ২০২২ সালের ২৬ আগস্ট চোটের কারণে মোহাম্মদ ওয়াসিম পাকিস্তান দল থেকে ছিটকে গেলে তাঁর বদলি হিসেবে হাসান আলিকে দলে যুক্ত করা হয়।[৪৮] ২০২২ সালের ২ সেপ্টেম্বর হাঁটুর চোটে রবীন্দ্র জাদেজা টুর্নামেন্টের বাকি অংশ থেকে ছিটকে গেলে অক্ষর প্যাটেলকে ভারত দলে যোগ করা হয়।[৪৯] টুর্নামেন্টের মাঝপথে আবেশ খানের পরিবর্তে দীপক চাহারকে ভারতের মূল দলে যোগ করা হয়।[৫০]
দুবাই | শারজাহ |
---|---|
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম | শারজাহ ক্রিকেট স্টেডিয়াম |
ধারণক্ষমতা: ২৫০০০ | ধারণক্ষমতা: ১৬০০০ |
অব | দল | খেলা | জ | হা | টাই | ফহ | পয়েন্ট | নে.রা.রে. |
---|---|---|---|---|---|---|---|---|
১ | ভারত | ২ | ২ | ০ | ০ | ০ | ৪ | +১.০৯৬ |
২ | পাকিস্তান | ২ | ১ | ১ | ০ | ০ | ২ | +৩.৮১১ |
৩ | হংকং | ২ | ০ | ২ | ০ | ০ | ০ | −৪.৮৭৫ |
সুপার ফোরে উত্তীর্ণ
ব
|
||
ব
|
||
অব | দল | খেলা | জ | হা | টাই | ফহ | পয়েন্ট | নে.রা.রে. |
---|---|---|---|---|---|---|---|---|
১ | আফগানিস্তান | ২ | ২ | ০ | ০ | ০ | ৪ | +২.৪৬৭ |
২ | শ্রীলঙ্কা (H) | ২ | ১ | ১ | ০ | ০ | ২ | −২.২৩৩ |
৩ | বাংলাদেশ | ২ | ০ | ২ | ০ | ০ | ০ | −০.৫৭৬ |
সুপার ফোরে উত্তীর্ণ
ব
|
||
ব
|
||
ব
|
||
অব | দল | খেলা | জ | হা | টাই | ফহ | পয়েন্ট | নে.রা.রে. |
---|---|---|---|---|---|---|---|---|
১ | শ্রীলঙ্কা (H) | ৩ | ৩ | ০ | ০ | ০ | ৬ | +০.৭০১ |
২ | পাকিস্তান | ৩ | ২ | ১ | ০ | ০ | ৪ | −০.২৭৯ |
৩ | ভারত | ৩ | ১ | ২ | ০ | ০ | ২ | +১.৬০৭ |
৪ | আফগানিস্তান | ৩ | ০ | ৩ | ০ | ০ | ০ | −২.০০৬ |
ফাইনালে উত্তীর্ণ
ব
|
||
রহমানউল্লাহ গুরবাজ ৮৪ (৪৫)
দিলশান মদুশঙ্কা ২/৩৭ (৪ ওভার) |
ব
|
||
ব
|
||
ব
|
||
ব
|
||
মোহাম্মদ রিজওয়ান ৫৫ (৪৯)
প্রমোদ মদুশন ৪/৩৪ (৪ ওভার) |