২০২২ কমনওয়েলথ গেমসে ক্রিকেট

২০২২ কমনওয়েলথ গেমসে
ক্রিকেট
২০২২ কমনওয়েলথ গেমসের ক্রিকেট ইভেন্টের প্রতীক
মাঠএজবাস্টন ক্রিকেট মাঠ
শুরুর তারিখ২৯ জুলাই ২০২২ (2022-07-29)
শেষের তারিখ৭ আগস্ট ২০২২ (2022-08-07)
প্রতিযোগী৮টি দেশের ১১৮ জন প্রতিযোগী
পদক বিজয়ী
স্বর্ণপদক 
রৌপ্যপদক 
ব্রোঞ্জপদক 
২০২২ কমনওয়েলথ গেমসে ক্রিকেট
তত্ত্বাবধায়ককমনওয়েলথ গেমস ফেডারেশন
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল
ক্রিকেটের ধরনটোয়েন্টি২০ আন্তর্জাতিক
প্রতিযোগিতার ধরনগ্রুপ রাউন্ড-রবিনপ্লেঅফ
খেলার সংখ্যা১৬
সর্বাধিক রান সংগ্রহকারীঅস্ট্রেলিয়া বেথ মুনি (১৭৯)
সর্বাধিক উইকেটধারীভারত রেণুকা সিং (১১)

২০২২ কমনওয়েলথ গেমসের অংশ হিসেবে ২০২২ সালের ২৯ জুলাই থেকে ৭ আগস্ট সময়ে ইংল্যান্ডের বার্মিংহামে একটি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজিত হয়।[] মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত ১৯৯৮ কমনওয়েলথ গেমসের অংশ হিসেবে খেলা হওয়া লিস্ট এ টুর্নামেন্টের পর এটি ছিল কমনওয়েলথ গেমসে ক্রিকেটের প্রথম অন্তর্ভুক্তি।[] প্রতিযোগিতার ম্যাচগুলো টোয়েন্টি২০ হিসেবে খেলা হয় এবং শুধু নারীদের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।[][]

২০২১ সালের এপ্রিল মাসে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) প্রতিযোগিতার প্রতিটি ম্যাচ টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) মর্যাদা সহকারে খেলা হবে বলে ঘোষণা দেয়।[][] ২০২১ সালের জুন মাসে প্রতিযোগিতার সূচি নিশ্চিত করা হয়।[]

সেমিফাইনাল ম্যাচে ইংল্যান্ডকে পরাজিত করে ভারতনিউজিল্যান্ডকে পরাজিত করে অস্ট্রেলিয়া স্বর্ণপদকের লড়াই-এ অবতীর্ণ হয়।[][] ৩য় স্থান নির্ধারণী খেলায় ইংল্যান্ডের বিপক্ষে জয় তুলে নিয়ে ব্রোঞ্জপদক অর্জন করে নিউজিল্যান্ড।[১০] ফাইনাল ম্যাচে ভারতকে ৯ রানে পরাজিত করে অস্ট্রেলিয়া,[১১] যার ফলস্বরূপ অস্ট্রেলিয়া স্বর্ণপদক ও ভারত রৌপ্যপদক অর্জন করে।[১২]

প্রেক্ষাপট

[সম্পাদনা]

২০১৮ সালের নভেম্বর মাসে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবং ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) একত্রে ২০২২ সালের কমনওয়েলস গেমসে নারীদের ক্রিকেট প্রতিযোগিতা অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেয়।[১৩] ২০১৯ সালের আগস্ট মাসে কমনওয়েলথ গেমস ফেডারেশন জানায় যে কমনওয়েলথ গেমস অ্যাসোসিয়েশনসমূহের ভোটে প্রস্তাবটি সফলভাবে গৃহীত হয়েছে।[১৪] সে সূত্র ধরে বিচ ভলিবল ও প্যারা টেবিল টেনিসের সঙ্গে ক্রিকেটকে ২০২২ সালের প্রতিযোগিতায় নতুন ইভেন্ট হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।[১৫]

প্রতিযোগিতাটিতে আটটি দল অংশ নেয়, এবং প্রতিটি ম্যাচ বার্মিংহামের এজবাস্টন ক্রিকেট মাঠে অনুষ্ঠিত হয়।[১৬] ডার্বির কাউন্টি ক্রিকেট মাঠ, লেস্টারের গ্রেস রোড ও উরস্টারের নিউ রোডে প্রতিযোগিতার কিছু ম্যাচ আয়োজনের প্রাথমিক পরিকল্পনা থাকলেও পরবর্তীতে তা গ্রহণ করা হয়নি।[১৩]

যোগ্যতা অর্জন

[সম্পাদনা]

২০২০ সালের নভেম্বর মাসে আইসিসি ২০২২ কমনওয়েলথ গেমসের প্রতিযোগিতার বাছাই প্রক্রিয়া ঘোষণা করে।[১৭] স্বাগতিক ইংল্যান্ডসহ ২০২১ সালের ১ এপ্রিল র‍্যাংকিং অনুযায়ী সেরা সাতটি দল সরাসরি প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ লাভ করে।[১৮] অবশিষ্ট দলটি নির্ধারিত হয় একটি বাছাইপর্ব টুর্নামেন্টের মাধ্যমে।[১৯]

স্বাগতিক দল ব্যতীত র‍্যাংকিং অনুযায়ী সেরা ছয়টি দল নির্বাচনের সময় কমনওয়েলথ গেমস ফেডারেশনের ছয়টি অঞ্চল (আফ্রিকা, আমেরিকা, ইউরোপ, এশিয়া, ওশেনিয়া ও ক্যারিবীয় অঞ্চল) হতে অন্তত চারটি অঞ্চলের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়।[২০]

র‍্যাংকিং অনুযায়ী ওয়েস্ট ইন্ডিজ সরাসরি প্রতিযোগিতায় উত্তীর্ণ হওয়ায় প্রতিযোগিতায় অংশগ্রহণকারী নির্দিষ্ট কমনওয়েলথ গেমস অ্যাসোসিয়েশন নির্ধারণের জন্য একটি আলাদা টুর্নামেন্ট আয়োজিত হওয়ার কথা ছিল। টুর্নামেন্টটিতে উইন্ডওয়ার্ড দ্বীপপুঞ্জ, গায়ানা, জ্যামাইকা, ত্রিনিদাদ ও টোবাগো, বার্বাডোসলিওয়ার্ড দ্বীপপুঞ্জের অংশগ্রহণের কথা ছিল।[২০] কিন্তু ২০২১ সালের আগস্ট মাসে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ নিশ্চিত করে যে কোভিড-১৯ মহামারির কারণে টুর্নামেন্টটি স্থগিত করা হয়েছে।[২১] টোয়েন্টি২০ ব্লেজের তৎকালীন চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে বার্বাডোস দল ওয়েস্ট ইন্ডিজ অঞ্চলের প্রতিনিধিত্ব করার সুযোগ পায়।[২২] ২০২২ সালের জানুয়ারি মাসে মালয়েশিয়ায় কমনওয়েলথ গেমসের বাছাইপর্ব অনুষ্ঠিত হয়।[২৩] বাছাইপর্বের শেষ ম্যাচে বাংলাদেশকে পরাজিত করে শ্রীলঙ্কা মূল প্রতিযোগিতায় খেলার যোগ্যতা অর্জন করে।[২৪]

উত্তরণের যোগ্যতা তারিখ আয়োজনস্থল আসন উত্তীর্ণ দল
স্বাগতিক  ইংল্যান্ড
আইসিসি টি২০আই র‍্যাংকিং[২৫] ১ এপ্রিল ২০২১  অস্ট্রেলিয়া
 ভারত
 নিউজিল্যান্ড
 দক্ষিণ আফ্রিকা
 পাকিস্তান
ওয়েস্ট ইন্ডিজ অঞ্চল[]  বার্বাডোস
কমনওয়েলথ গেমস ক্রিকেট বাছাইপর্ব[২৬] ১৮ জানুয়ারি ২০২২ – ২৪ জানুয়ারি ২০২২ মালয়েশিয়া মালয়েশিয়া  শ্রীলঙ্কা
মোট ১০

দলীয় সদস্য

[সম্পাদনা]

প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা সর্বোচ্চ ১৫ সদস্যবিশিষ্ট দল ঘোষণা করে।[২০] ঘোষিত দলগুলো ছিল নিম্নরূপ:[২৭]

 অস্ট্রেলিয়া[২৮]  ইংল্যান্ড[২৯]  দক্ষিণ আফ্রিকা[৩০]  নিউজিল্যান্ড[৩১]  পাকিস্তান[৩২]  বার্বাডোস[৩৩]  ভারত[৩৪]  শ্রীলঙ্কা[৩৫]
  • হেইলি ম্যাথিউস (অধি.)
  • আলিয়াহ অ্যালেইন
  • আলিয়াহ উইলিয়ামস
  • আলিসা স্ক্যান্টলবেরি (উই.)
  • কিশোনা নাইট
  • কিসিয়া নাইট (উই.)
  • কেইলা এলিয়ট
  • টিফানি থর্প
  • ডিয়ান্ড্রা ডটিন
  • ত্রিশান হোল্ডার
  • শন্তে ক্যারিংটন
  • শাকিরা সেলমান
  • শানিকা ব্রুস
  • শামিলিয়া কনেল
  • শেই ক্যারিংটন (উই.)

টুর্নামেন্টের আগে নিউজিল্যান্ড দল থেকে জেস কের ও লরেন ডাউন ছিটকে যাওয়ায় লিয়া-মারি তাহুহু ও ক্লডিয়া গ্রিনকে দলে যোগ করা হয়।[৩৬] ভারত দলে পুনম যাদব, রিচা ঘোষ ও সিমরন বাহাদুরকে স্ট্যান্ডবাই খেলোয়াড় হিসেবে রাখা হয়।[৩৭] পারিবারিক কারণে দক্ষিণ আফ্রিকার মারিজান কাপ টুর্নামেন্টে খেলতে অসমর্থ বলে গণ্য হন।[৩৮] চোটের কারণে তুমি সেখুখুনে ও তৃষা চেট্টিও দক্ষিণ আফ্রিকা দল থেকে ছিটকে যান।[৩৯] তাঁদের বদলি হিসেবে ডেলমি টাকার ও তাজমিন ব্রিটসকে দক্ষিণ আফ্রিকা দলে যুক্ত করা হয়।[৪০] ইংল্যান্ডের হেদার নাইট চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে যান।[৪১]

গ্রুপ পর্ব

[সম্পাদনা]

২০২১ সালের জুন মাসে প্রতিযোগিতার সূচি ঘোষিত হয়,[৪২] এবং ২০২১ সালের নভেম্বর মাসে পূর্ণাঙ্গ সূচি নিশ্চিত করা হয়।[৪৩][৪৪]

গ্রুপ এ

[সম্পাদনা]

পয়েন্ট তালিকা

[সম্পাদনা]
অব দল খেলা হা টাই ফহ পয়েন্ট নে.রা.রে.
 অস্ট্রেলিয়া +২.৫৯৬
 ভারত +২.৫১১
 বার্বাডোস −২.৯৫৩
 পাকিস্তান −১.৯২৭

  প্লেঅফে উত্তীর্ণ

২৯ জুলাই ২০২২
১১:০০
স্কোরকার্ড
ভারত 
১৫৪/৮ (২০ ওভার)
 অস্ট্রেলিয়া
১৫৭/৭ (১৯ ওভার)
হরমনপ্রীত কৌর ৫২ (৩৪)
জেস জোনাসেন ৪/২২ (৪ ওভার)
অ্যাশলি গার্ডনার ৫২* (৩৫)
রেণুকা সিং ৪/১৮ (৪ ওভার)
অস্ট্রেলিয়া ৩ উইকেটে জয়ী
এজবাস্টন ক্রিকেট মাঠ, বার্মিংহাম
আম্পায়ার: লরেন আখেনবাখ (দক্ষিণ আফ্রিকা) ও সু রেডফার্ন (ইংল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: অ্যাশলি গার্ডনার (অস্ট্রেলিয়া)
  • ভারত টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • মেঘনা সিং (ভারত)-এর টি২০আই অভিষেক হয়।

২৯ জুলাই ২০২২
১৮:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
বার্বাডোস 
১৪৪/৪ (২০ ওভার)
 পাকিস্তান
১২৯/৬ (২০ ওভার)
কিসিয়া নাইট ৬২* (৫৬)
ফাতিমা সানা ২/৪১ (৪ ওভার)
নিদা দার ৫০* (৩১)
হেইলি ম্যাথিউস ১/১৩ (৪ ওভার)
  • পাকিস্তান টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • আলিয়াহ উইলিয়ামস, আলিসা স্ক্যান্টলবেরি, ত্রিশান হোল্ডার ও শানিকা ব্রুস (বার্বাডোস)-এর টি২০আই অভিষেক হয়।

৩১ জুলাই ২০২২
১১:০০
স্কোরকার্ড
পাকিস্তান 
৯৯ (১৮ ওভার)
 ভারত
১০২/২ (১১.৪ ওভার)
মুনিবা আলি ৩২ (৩০)
স্নেহ রানা ২/১৫ (৪ ওভার)
স্মৃতি মন্ধনা ৬৩* (৪২)
তুবা হাসান ১/১৮ (২ ওভার)
  • পাকিস্তান টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে ম্যাচটি ইনিংসপ্রতি ১৮ ওভারে খেলা হয়।

৩১ জুলাই ২০২২
১৮:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
বার্বাডোস 
৬৪ (২০ ওভার)
 অস্ট্রেলিয়া
৬৮/১ (৮.১ ওভার)
হেইলি ম্যাথিউস ১৮ (১৩)
আলানা কিং ৪/৮ (৪ ওভার)
মেগ ল্যানিং ৩৬* (২১)
শানিকা ব্রুস ১/৭ (২ ওভার)
  • অস্ট্রেলিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • কেইলা এলিয়ট (বার্বাডোস)-এর টি২০আই অভিষেক হয়।

৩ আগস্ট ২০২২
১১:০০
স্কোরকার্ড
অস্ট্রেলিয়া 
১৬০/২ (২০ ওভার)
 পাকিস্তান
১১৬/৮ (২০ ওভার)
তালিয়া ম্যাকগ্রা ৭৮* (৫১)
সাদিয়া ইকবাল ১/২৮ (৪ ওভার)
ফাতিমা সানা ৩৫* (২৬)
তালিয়া ম্যাকগ্রা ৩/১৩ (৩ ওভার)
অস্ট্রেলিয়া ৪৪ রানে জয়ী
এজবাস্টন ক্রিকেট মাঠ, বার্মিংহাম
আম্পায়ার: লরেন আখেনবাখ (দক্ষিণ আফ্রিকা) ও সু রেডফার্ন (ইংল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: তালিয়া ম্যাকগ্রা (অস্ট্রেলিয়া)
  • অস্ট্রেলিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

৩ আগস্ট ২০২২
১৮:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
ভারত 
১৬২/৪ (২০ ওভার)
 বার্বাডোস
৬২/৮ (২০ ওভার)
জেমিমাহ রদ্রিগেস ৫৬* (৪৬)
শানিকা ব্রুস ১/১৭ (২ ওভার)
কিশোনা নাইট ১৬ (২০)
রেণুকা সিং ৪/১০ (৪ ওভার)
ভারত ১০০ রানে জয়ী
এজবাস্টন ক্রিকেট মাঠ, বার্মিংহাম
আম্পায়ার: কিম কটন (নিউজিল্যান্ড) ও শিবানী মিশ্র (কাতার)
ম্যাচ সেরা খেলোয়াড়: রেণুকা সিং (ভারত)
  • বার্বাডোস টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • শন্তে ক্যারিংটন (বার্বাডোস)-এর টি২০আই অভিষেক হয়।

গ্রুপ বি

[সম্পাদনা]

পয়েন্ট তালিকা

[সম্পাদনা]
অব দল খেলা হা টাই ফহ পয়েন্ট নে.রা.রে.
 ইংল্যান্ড (H) +১.৮২৬
 নিউজিল্যান্ড +০.০৬৮
 দক্ষিণ আফ্রিকা +১.১১৮
 শ্রীলঙ্কা −২.৮০৫
উৎস: ইএসপিএনক্রিকইনফো
(H) স্বাগতিক।

  প্লেঅফে উত্তীর্ণ

৩০ জুলাই ২০২২
১১:০০
স্কোরকার্ড
নিউজিল্যান্ড 
১৬৭/২ (২০ ওভার)
 দক্ষিণ আফ্রিকা
১৫৪/৭ (২০ ওভার)
  • দক্ষিণ আফ্রিকা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • ইডেন কারসন, ইসাবেলা গেজ ও ফ্র্যান জোনাস (নিউজিল্যান্ড)-এর টি২০আই অভিষেক হয়।

৩০ জুলাই ২০২২
১৮:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
শ্রীলঙ্কা 
১০৬/৯ (২০ ওভার)
 ইংল্যান্ড
১০৯/৫ (১৭.১ ওভার)
  • শ্রীলঙ্কা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

২ আগস্ট ২০২২
১১:০০
স্কোরকার্ড
ইংল্যান্ড 
১৬৭/৫ (২০ ওভার)
 দক্ষিণ আফ্রিকা
১৪১/৪ (২০ ওভার)
  • দক্ষিণ আফ্রিকা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

২ আগস্ট ২০২২
১৮:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
নিউজিল্যান্ড 
১৪৭/৭ (২০ ওভার)
 শ্রীলঙ্কা
১০২/৮ (২০ ওভার)
সুজি বেটস ৩৪ (৩২)
ইনোকা রণবীরা ৩/৩০ (৪ ওভার)
নিউজিল্যান্ড ৪৫ রানে জয়ী
এজবাস্টন ক্রিকেট মাঠ, বার্মিংহাম
আম্পায়ার: এলোইস শেরিডান (অস্ট্রেলিয়া) ও জ্যাকলিন উইলিয়ামস (ওয়েস্ট ইন্ডিজ)
ম্যাচ সেরা খেলোয়াড়: হেইলি জেনসেন (নিউজিল্যান্ড)
  • নিউজিল্যান্ড টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

৪ আগস্ট ২০২২
১১:০০
স্কোরকার্ড
শ্রীলঙ্কা 
৪৬ (১৭.১ ওভার)
 দক্ষিণ আফ্রিকা
৪৯/০ (৬.১ ওভার)
দক্ষিণ আফ্রিকা ১০ উইকেটে জয়ী
এজবাস্টন ক্রিকেট মাঠ, বার্মিংহাম
আম্পায়ার: ক্লেয়ার পোলোসাক (অস্ট্রেলিয়া) ও জ্যাকলিন উইলিয়ামস (ওয়েস্ট ইন্ডিজ)
ম্যাচ সেরা খেলোয়াড়: নাদিন দে ক্লের্ক (দক্ষিণ আফ্রিকা)
  • দক্ষিণ আফ্রিকা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

৪ আগস্ট ২০২২
১৮:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
নিউজিল্যান্ড 
৭১/৯ (২০ ওভার)
 ইংল্যান্ড
৭২/৩ (১১.৪ ওভার)
  • নিউজিল্যান্ড টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

প্লেঅফ

[সম্পাদনা]

বন্ধনী

[সম্পাদনা]
  সেমিফাইনাল     স্বর্ণপদক ম্যাচ
                 
  এ২  ভারত ১৬৪/৫ (২০)  
  বি১  ইংল্যান্ড ১৬০/৬ (২০)    
      এ১  অস্ট্রেলিয়া ১৬১/৮ (২০)
      এ২  ভারত ১৫২ (১৯.৩)
  বি২  নিউজিল্যান্ড ১৪৪/৭ (২০)    
  এ১  অস্ট্রেলিয়া ১৪৫/৫ (১৯.৩)   ব্রোঞ্জপদক ম্যাচ
 
বি১  ইংল্যান্ড ১১০/৯ (২০)
  বি২  নিউজিল্যান্ড ১১১/২ (১১.৫)

সেমিফাইনাল

[সম্পাদনা]

২০২২ সালের ৫ আগস্ট সেমিফাইনালের সূচি নিশ্চিত করা হয়।[৪৫]

১ম সেমিফাইনাল

[সম্পাদনা]
৬ আগস্ট ২০২২
১১:০০
স্কোরকার্ড
ভারত 
১৬৪/৫ (২০ ওভার)
 ইংল্যান্ড
১৬০/৬ (২০ ওভার)
স্মৃতি মন্ধনা ৬১ (৩২)
ফ্রেয়া কেম্প ২/২২ (৩ ওভার)
নাতালি সিভার ৪১ (৪৩)
স্নেহ রানা ২/২৮ (৪ ওভার)
  • ভারত টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

২য় সেমিফাইনাল

[সম্পাদনা]
৬ আগস্ট ২০২২
১৮:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
নিউজিল্যান্ড 
১৪৪/৭ (২০ ওভার)
 অস্ট্রেলিয়া
১৪৫/৫ (১৯.৩ ওভার)
সোফি ডিভাইন ৫৩ (৪৮)
মেগান শুট ৩/২০ (৪ ওভার)
বেথ মুনি ৩৬ (২৯)
লিয়া টাহুহু ৩/২০ (৪ ওভার)
অস্ট্রেলিয়া ৫ উইকেটে জয়ী
এজবাস্টন ক্রিকেট মাঠ, বার্মিংহাম
আম্পায়ার: জ্যাকলিন উইলিয়ামস (ওয়েস্ট ইন্ডিজ) ও লরেন আখেনবাখ (দক্ষিণ আফ্রিকা)
ম্যাচ সেরা খেলোয়াড়: সোফি ডিভাইন (নিউজিল্যান্ড)
  • অস্ট্রেলিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • জর্জিয়া প্লিমার (নিউজিল্যান্ড)-এর টি২০আই অভিষেক হয়।

৩য় স্থান নির্ধারণী

[সম্পাদনা]
ব্রোঞ্জপদক ম্যাচ
৭ আগস্ট ২০২২
১০:০০
স্কোরকার্ড
ইংল্যান্ড 
১১০/৯ (২০ ওভার)
 নিউজিল্যান্ড
১১১/২ (১১.৫ ওভার)
নাতালি সিভার ২৭ (১৯)
হেইলি জেনসেন ৩/২৪ (৪ ওভার)
সোফি ডিভাইন ৫১* (৪০)
নাতালি সিভার ১/৮ (১ ওভার)
নিউজিল্যান্ড ৮ উইকেটে জয়ী
এজবাস্টন ক্রিকেট মাঠ, বার্মিংহাম
আম্পায়ার: এলোইস শেরিডান (অস্ট্রেলিয়া) ও লরেন আখেনবাখ (দক্ষিণ আফ্রিকা)
ম্যাচ সেরা খেলোয়াড়: সোফি ডিভাইন (নিউজিল্যান্ড)
  • ইংল্যান্ড টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

ফাইনাল

[সম্পাদনা]
স্বর্ণপদক ম্যাচ
৭ আগস্ট ২০২২
১৭:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
অস্ট্রেলিয়া 
১৬১/৮ (২০ ওভার)
 ভারত
১৫২ (১৯.৩ ওভার)
বেথ মুনি ৬১ (৪১)
রেণুকা সিং ২/২৫ (৪ ওভার)
অস্ট্রেলিয়া ৯ রানে জয়ী
এজবাস্টন ক্রিকেট মাঠ, বার্মিংহাম
আম্পায়ার: কিম কটন (নিউজিল্যান্ড) ও জ্যাকলিন উইলিয়ামস (ওয়েস্ট ইন্ডিজ)
ম্যাচ সেরা খেলোয়াড়: বেথ মুনি (অস্ট্রেলিয়া)
  • অস্ট্রেলিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • তানিয়া ভাটিয়া (ভারত)-এর বদলি হিসেবে খেলেন ইয়াস্তিকা ভাটিয়া।[৪৬]

চূড়ান্ত অবস্থান

[সম্পাদনা]

প্রতিযোগিতা শেষে দলগুলোর চূড়ান্ত অবস্থান ছিল নিম্নরূপ:[৪৭]

অবস্থান দল
১  অস্ট্রেলিয়া
২  ভারত
৩  নিউজিল্যান্ড
 ইংল্যান্ড
 বার্বাডোস
 দক্ষিণ আফ্রিকা
 পাকিস্তান
 শ্রীলঙ্কা
  1. ওয়েস্ট ইন্ডিজ র‍্যাংকিং-এর সেরা ছয়ে থাকলেও দলটি কমনওয়েলথ গেমসে অংশগ্রহণকারী একাধিক দেশের প্রতিনিধিত্বকারী জাতীয় দল হওয়ায় মূল প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দল নির্ধারণের জন্য একটি বাছাইপর্ব টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা গ্রহণ করা হয়। বাছাইপর্ব টুর্নামেন্টটি স্থগিত হয়ে যাওয়ায় টোয়েন্টি২০ ব্লেজের বিজয়ী বার্বাডোস দলকে ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধি নির্বাচিত করা হয়।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Women's cricket lines up for 2022 Commonwealth Games debut on opening day"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ অক্টোবর ২০২০ 
  2. "Cricket to return to Commonwealth Games in 2022 with women's T20s"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৯ 
  3. "Commonwealth Games 2022: More women's medals as T20 cricket, beach volleyball & Para-table tennis included"ব্রিটিশ সম্প্রচার কর্পোরেশন স্পোর্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৯ 
  4. "Two years to go for Commonwealth Games, with women's cricket making debut"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০২০ 
  5. "The International Cricket Council (ICC) Board and Committee meetings have concluded following a series of virtual conference calls"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ এপ্রিল ২০২১ 
  6. "Does Prabath Jayasuriya have the most wickets for a bowler after their first two Tests?"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ জুলাই ২০২২ 
  7. "Women's T20s at 2022 Birmingham Commonwealth Games to run from July 29 to August 7"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০২১ 
  8. "Mandhana, Rodrigues and Rana help India win battle of nerves and remain in the hunt for gold"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০২২ 
  9. "Schutt three-for, all-round McGrath, New Zealand's fielding lapses help Australia to final"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০২২ 
  10. "Hayley Jensen, Sophie Devine help New Zealand bag bronze medal"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০২২ 
  11. "Australia win gold after thrilling win over India in the final"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০২২ 
  12. "Mooney, Gardner and Schutt lead Australia to gold in pulsating final"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০২২ 
  13. "Women's T20 cricket could be included in 2022 Commonwealth Games"দ্য গার্ডিয়ান (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০১৮ 
  14. "Cricket returns to Commonwealth Games with women's T20 tournament added for 2022"স্টাফ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৯ 
  15. "Birmingham Commonwealth Games 2022 adds three new sports to programme"বার্মিংহাম মেইল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৯ 
  16. "Women's T20 cricket to be included in the 2022 Commonwealth Games"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৯ 
  17. "Commonwealth Games 2022: England women qualify for debut T20 event"ব্রিটিশ সম্প্রচার কর্পোরেশন স্পোর্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ নভেম্বর ২০২০ 
  18. "England Women automatically qualify for 2022 Commonwealth Games in Birmingham"ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ নভেম্বর ২০২০ 
  19. "Commonwealth Games qualification process announced"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ নভেম্বর ২০২০ 
  20. "Athlete Allocation System" (পিডিএফ)আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। ৪ এপ্রিল ২০২১ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ নভেম্বর ২০২০ 
  21. "Barbados Women to play at Commonwealth Games 2022; CWI Women's regionals postponed"ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ আগস্ট ২০২১ 
  22. "Barbados to represent West Indies at 2022 Birmingham Commonwealth Games"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ আগস্ট ২০২১ 
  23. "Barbados to represent West Indies at 2022 Birmingham Commonwealth Games"ক্রিকেটইউরোপ (ইংরেজি ভাষায়)। ৯ ডিসেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ডিসেম্বর ২০২১ 
  24. "Sri Lanka Women secure final qualifying berth at Commonwealth Games 2022"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০২২ 
  25. "Cricket first sport to announce qualifiers for Commonwealth Games"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ এপ্রিল ২০২১ 
  26. "Countries confirmed for 2022 Commonwealth Games cricket"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ এপ্রিল ২০২১ 
  27. "Squads named for 2022 Commonwealth Games"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ জুন ২০২২ 
  28. "Aussies unchanged in quest for Comm Games gold"ক্রিকেট অস্ট্রেলিয়া (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ মে ২০২২ 
  29. "Alice Capsey and Freya Kemp selected in Commonwealth Games squad"ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০২২ 
  30. "Dane van Niekerk out of Commonwealth Games too, Sune Luus to continue as South Africa captain"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০২২ 
  31. "Carson and Gaze newcomers in Cricket Commonwealth Games squad"নিউজিল্যান্ড ক্রিকেট (ইংরেজি ভাষায়)। ৮ জুন ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জুন ২০২২ 
  32. "Women squad for Commonwealth Games announced"পাকিস্তান ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩১ মে ২০২২ 
  33. "Barbados team named for 2022 Commonwealth Games"বার্বাডোস টুডে (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০২২ 
  34. "Team India (Senior Women) squad for Birmingham 2022 Commonwealth Games announced"ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০২২ 
  35. "Sri Lanka finalise squad for upcoming Commonwealth Games"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০২২ 
  36. "Down, Jess Kerr out of New Zealand's CWG squad; Tahuhu, Green named replacements"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২২ 
  37. "Sneh Rana back in India squad for Commonwealth Games"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০২২ 
  38. "Marizanne Kapp ruled out of Commonwealth Games"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ জুলাই ২০২২ 
  39. "Trisha Chetty ruled out of Commonwealth Games 2022 due to back injury"উইমেন'স ক্রিকজোন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০২২ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  40. "Proteas lose three key players for Commonwealth Games"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০২২ 
  41. "Knight's hip injury rules her out of CWG and the Hundred"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ আগস্ট ২০২২ 
  42. "CWG 2022: T20I matches to be played between July 29 and August 7"উইমেন'স ক্রিকজোন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০২১ 
  43. "Birmingham 2022 cricket to open with Australia v India"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ নভেম্বর ২০২১ 
  44. "India to face Australia in opening cricket match of Commonwealth Games 2022"উইমেন'স ক্রিকজোন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ নভেম্বর ২০২১ 
  45. @ESPNcricinfo (৫ আগস্ট ২০২২)। "JUST IN: The timings for the Commonwealth Games semi-finals have been confirmed!" (টুইট) – টুইটার-এর মাধ্যমে। 
  46. @BCCIWomen (৮ আগস্ট ২০২২)। "UPDATE - Wicket-keeper Yastika Bhatia is the concussion substitute for Taniyaa Bhatia, who was hit on the back of her head while keeping wickets during India's bowling in the first innings" (টুইট) – টুইটার-এর মাধ্যমে। 
  47. "Cricket T20"বার্মিংহাম ২০২২ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ আগস্ট ২০২২ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]