২০২২ ফিফা বিশ্বকাপের গ্রুপ ই-এর সকল ম্যাচ ২০২২ সালের ২৩শে নভেম্বর হতে ১লা ডিসেম্বর তারিখ পর্যন্ত আল রাইয়ানের খলিফা আন্তর্জাতিক স্টেডিয়াম, দোহার আল সুমামাহ স্টেডিয়াম, আল রাইয়ানের আহমদ বিন আলি স্টেডিয়াম এবং আল খুরের আল বাইত স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।[১] এই গ্রুপে স্পেন, কোস্টা রিকা, জার্মানি এবং জাপান একে অপরের মুখোমুখি হবে। গ্রুপ পর্বের সকল ম্যাচ শেষ পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল ১৬ দলের পর্বে উত্তীর্ণ হবে।[২]
অব | দল | পাত্র | পদ্ধতি | তারিখ | সর্বশেষ | সেরা সাফল্য[ক] | র্যাঙ্কিংয়ে অবস্থান | |
---|---|---|---|---|---|---|---|---|
মার্চ[খ] | অক্টোবর[গ] | |||||||
ই১ | ![]() (উয়েফা) |
১ | উয়েফা গ্রুপ বি বিজয়ী | ১৪ নভেম্বর ২০২১ | ২০১৮ | চ্যাম্পিয়ন (২০১০) | ৭ | |
ই২ | ![]() (কনকাকাফ) |
৪ | এএফসি–কনমেবল বিজয়ী | ১৪ জুন ২০২২ | ২০১৮ | কোয়ার্টার-ফাইনাল (২০১৪) | ৩১ | |
ই৩ | ![]() (উয়েফা) |
২ | উয়েফা গ্রুপ জে বিজয়ী | ১১ অক্টোবর ২০২১ | ২০১৮ | চ্যাম্পিয়ন (১৯৫৪, ১৯৭৮, ১৯৯০, ২০১৪) | ১২ | |
ই৪ | ![]() (এএফসি) |
৩ | এএফসি তৃতীয় পর্ব গ্রুপ বি রানার-আপ | ২৪ মার্চ ২০২২ | ২০১৮ | ১৬ দলের পর্ব (২০০২, ২০১০, ২০১৮) | ২৩ |
টীকা
অব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা অর্জন |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | ![]() |
৩ | ২ | ০ | ১ | ৪ | ৩ | +১ | ৬ | নকআউট পর্বে উন্নীত |
২ | ![]() |
৩ | ১ | ১ | ১ | ৯ | ৩ | +৬ | ৪ | |
৩ | ![]() |
৩ | ১ | ১ | ১ | ৬ | ৫ | +১ | ৪ | |
৪ | ![]() |
৩ | ১ | ০ | ২ | ৩ | ১১ | −৮ | ৩ |
নিম্নে তালিকাভুক্ত ম্যাচগুলোর সময় আরব মান সময় অনুযায়ী উল্লেখ করা হয়েছে (ইউটিসি+৩)।[১]
গ্রুপ পর্বের খেলা শেষে যদি সামগ্রিক তথ্য ও হেড-টু-হেড ম্যাচের তথ্যের নিয়ম ব্যবহার করার পরও যদি একাধিক দল একই সমতায় থাকে (এবং যদি পেনাল্টি শুট-আউট টাইব্রেকার হিসেবে প্রযোজ্য না হয়), তবে সুশৃঙ্খলভাবে খেলার মাধ্যমে অর্জিত পয়েন্টের উপর ভিত্তি করে দলীয় অবস্থান নির্ধারণ করা হবে। গ্রুপ ম্যাচে প্রাপ্ত হলুদ ও লাল কার্ডের উপর ভিত্তি করে এই পয়েন্ট নির্ণয় করা হবে, যা নিম্নে উল্লেখ করা হয়েছে:[২]
উপর্যুক্ত নিয়মের মধ্যে এক ম্যাচে কেবল একজন খেলোয়াড়ের ক্ষেত্রে প্রয়োগ করা হয়েছিল।
দল | ১ম ম্যাচ | ২য় ম্যাচ | ৩য় ম্যাচ | পয়েন্ট | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
![]() |
![]() ![]() |
![]() |
![]() ![]() |
![]() |
![]() ![]() |
![]() |
![]() ![]() |
![]() |
![]() ![]() |
![]() |
![]() ![]() | ||
![]() |
|||||||||||||
![]() |
|||||||||||||
![]() |
|||||||||||||
![]() |