২০২২ ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব (কনমেবল)

২০২২ ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব (কনমেবল)
বিবরণ
তারিখ৮ অক্টোবর ২০২০ – ২৯ মার্চ ২০২২
দল১০ (১টি কনফেডারেশন থেকে)
পরিসংখ্যান
ম্যাচ৮৯
গোল সংখ্যা২২৩ (ম্যাচ প্রতি ২.৫১টি)
দর্শক সংখ্যা১০,১১,০৯০ (ম্যাচ প্রতি ১১,৩৬১ জন)
শীর্ষ গোলদাতাবলিভিয়া মার্সেলো মার্টিনস মোরেনো
(১০ গোল)
২০২৬
সর্বশেষ হালনাগাদ: ২৯ মার্চ ২০২২


২০২২ ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব-এর কনমেবল অংশ হল দক্ষিণ আমেরিকা মহাদেশের ফুটবল দলগুলোর মধ্যে ২০২২ ফিফা বিশ্বকাপ-এর জন্য বাছাই প্রতিযোগিতা। উত্তীর্ণ ৪টি দল সরাসরি বিশ্বকাপে ও ১টি দল আন্তঃ-কনফেডারেশন প্লে-অফে অংশ নেবে।[]

সকল ১০টি কনমেবল সদস্য দেশ এই বাছাইপর্বে অংশ নেয়।

ড্র
অবস্থান
দল সেপ্টেম্বর ২০২০ অনুযায়ী
ফিফা বিশ্ব র‍্যাঙ্কিং[]
 উরুগুয়ে
 কলম্বিয়া ১০
 পেরু ২২
 ব্রাজিল
 ভেনেজুয়েলা ২৫
 বলিভিয়া ৭৫
 প্যারাগুয়ে ৪০
 আর্জেন্টিনা
 চিলি ১৭
১০  ইকুয়েডর ৬৪

নোট: বোল্ড করা দলগুলি সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছে ও ইটালিক দল আন্তঃ-কনফেডারেশন প্লে-অফে খেলার সুযোগ পেয়েছে।

পয়েন্ট তালিকা

[সম্পাদনা]
অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
 ব্রাজিল ১৭ ১৪ ৪০ +৩৫ ৪৫ ২০২২ ফিফা বিশ্বকাপ বাতিল* ৪–১ ২–০ ২–০ ১–০ ৪–০ ৪–০ ৫–০ ১–০
 আর্জেন্টিনা ১৭ ১১ ২৭ +১৯ ৩৯ ০–০ ৩–০ ১–০ ১–০ ১–০ ১–১ ১–১ ৩–০ ৩–০
 উরুগুয়ে ১৮ ২২ ২২ ২৮ ০–২ ০–১ ১–০ ১–০ ০–০ ২–১ ০–০ ৪–২ ৪–১
 ইকুয়েডর ১৮ ২৭ ১৯ +৮ ২৬ ১–১ ১–১ ৪–২ ১–২ ৬–১ ০–০ ২–০ ৩–০ ১–০
 পেরু ১৮ ১৯ ২২ −৩ ২৪ ২০২২ ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব (আন্ত-কনফেডারেশন প্লে-অফ) ২–৪ ০–২ ১–১ ১–১ ০–৩ ২–০ ২–০ ৩–০ ১–০
 কলম্বিয়া ১৮ ২০ ১৯ +১ ২৩ ০–০ ২–২ ০–৩ ০–০ ০–১ ৩–১ ০–০ ৩–০ ৩–০
 চিলি ১৮ ১৯ ২৬ −৭ ১৯ ০–১ ১–২ ০–২ ০–২ ২–০ ২–২ ২–০ ১–১ ৩–০
 প্যারাগুয়ে ১৮ ১২ ২৬ −১৪ ১৬ ০–২ ০–০ ০–১ ৩–১ ২–২ ১–১ ০–১ ২–২ ২–১
 বলিভিয়া ১৮ ১১ ২৩ ৪২ −১৯ ১৫ ০–৪ ১–২ ৩–০ ২–৩ ১–০ ১–১ ২–৩ ৪–০ ৩–১
১০  ভেনেজুয়েলা ১৮ ১৪ ১৪ ৩৪ −২০ ১০ ১–৩ ১–৩ ০–০ ২–১ ১–২ ০–১ ২–১ ০–১ ৪–১
২৯ মার্চ ২০২২ তারিখের খেলা শেষের পর হালনাগাদকৃত। উৎস: ফিফা
শ্রেণীবিভাগের নিয়মাবলী: বাছাইপর্ব টাইব্রেকার
  • * = ৫ সেপ্টেম্বর ২০২১-এর ম্যাচটি আর্জেন্টিনা চলে যাওয়ার পরে ০-০ তে পাঁচ মিনিটের পরে স্থগিত করা হয়েছিল কারণ ব্রাজিলের স্বাস্থ্য কর্মকর্তারা কোভিড কোয়ারেন্টাইন নিয়ম লঙ্ঘনের জন্য অভিযুক্ত চার আর্জেন্টাইন খেলোয়াড়কে বিচ্ছিন্ন করার দাবিতে মাঠে প্রবেশ করেছিলেন। এটি ২১ সেপ্টেম্বর ২০২২ তারিখে পুনরায় প্লে হওয়ার কথা ছিল, কিন্তু ১৬ আগস্ট বাতিল করা হয়েছিল।

আন্তঃ-কনফেডারেশন প্লে-অফ

[সম্পাদনা]

যোগ্য দল

[সম্পাদনা]
  বিশ্বকাপে উত্তীর্ণ
  বিশ্বকাপে উত্তীর্ণ হতেও পারে
  বিদায়
  কনমেবল সদস্য নয়
দল অবস্থান তারিখ
 ব্রাজিল প্রথম ১১ নভেম্বর ২০২১
 আর্জেন্টিনা দ্বিতীয় ১৬ নভেম্বর ২০২১
 উরুগুয়ে তৃতীয় ২৪ মার্চ ২০২২
 ইকুয়েডর চতুর্থ ২৪ মার্চ ২০২২

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Current allocation of FIFA World Cup confederation slots maintained"। FIFA.com। ৩০ মে ২০১৫। ৩০ মে ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  2. "FIFA Men's Ranking – September 2020 (FIFA)"। FIFA.com। ১৭ সেপ্টেম্বর ২০২০। ২৩ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 

বহিঃসংযোগ

[সম্পাদনা]