তারিখ | ৪ মার্চ ২০২২ – ৩ এপ্রিল ২০২২ |
---|---|
তত্ত্বাবধায়ক | আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল |
ক্রিকেটের ধরন | একদিনের আন্তর্জাতিক |
প্রতিযোগিতার ধরন | রাউন্ড-রবিন ও নকআউট |
আয়োজক | নিউজিল্যান্ড |
বিজয়ী | অস্ট্রেলিয়া (৭ম শিরোপা) |
রানার-আপ | ইংল্যান্ড |
অংশগ্রহণকারী দলসংখ্যা | ৮ |
খেলার সংখ্যা | ৩১ |
প্রতিযোগিতার সেরা খেলোয়াড় | অ্যালিসা হিলি |
সর্বাধিক রান সংগ্রহকারী | অ্যালিসা হিলি (৫০৯) |
সর্বাধিক উইকেটধারী | সোফি একলস্টোন (২১) |
আনুষ্ঠানিক ওয়েবসাইট | ক্রিকেট বিশ্বকাপ |
২০২২ মহিলা ক্রিকেট বিশ্বকাপ ছিল নারী ক্রিকেট বিশ্বকাপের দ্বাদশ আসর যেটি ২০২২ সালের মার্চ ও এপ্রিল মাসে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হয়।[১][২] প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২০২১ সালের ফেব্রুয়ারি ও মার্চ মাসে, কিন্তু কোভিড-১৯ মহামারির কারণে প্রতিযোগিতাটি স্থগিত করা হয়।[৩][৪] ২০২০ সালের ১৫ ডিসেম্বর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) নিশ্চিত করে যে টুর্নামেন্টটি ২০২২ সালের ৪ মার্চ থেকে ৩ এপ্রিল সময়ের মধ্যে অনুষ্ঠিত হবে।[৫]
স্বাগতিক হওয়ার সুবাদে নিউজিল্যান্ড সরাসরি টুর্নামেন্টে খেলার যোগ্যতা লাভ করে। প্রতিযোগিতায় খেলার যোগ্য অন্য দলসমূহ নির্ধারণ করা হয় আইসিসির ওডিআই র্যাংকিং অনুসারে। প্রাথমিকভাবে ২০১৭–২০২০ আইসিসি নারী চ্যাম্পিয়নশিপ থেকে আরও তিন দলের বিশ্বকাপে উত্তীর্ণ হওয়ার কথা ছিল,[৬] কিন্তু ২০১৮ সালে নিয়মটি পরিবর্তন করে স্বাগতিক দলের সাথে আরও চারটি দল উত্তীর্ণ হবে বলে নির্ধারণ করা হয়।[৭] বাকি তিনটি দলের ২০২১ নারী ক্রিকেট বিশ্বকাপ বাছাইপর্ব থেকে উঠে আসার কথা ছিল,[৮] যে টুর্নামেন্টটি ২০২০ সালে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পরবর্তীতে স্থগিত করা হয়।[৯][১০] কিন্তু টুর্নামেন্টটি চলার মাঝপথেই সেটি বাতিল হয়ে যায় ও র্যাংকিং-এ এগিয়ে থাকা দলসমূহ বিশ্বকাপে উত্তীর্ণ হয়।[১১]
টুর্নামেন্টের ফাইনালে পূর্ববর্তী আসরের বিজয়ী দল ইংল্যান্ডকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া।[১২][১৩] টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন অস্ট্রেলিয়ার অ্যালিসা হিলি।[১৪]
২০২১ সালের ২৭ নভেম্বর আইসিসি ঘোষণা দেয় যে চলমান ২০২১ নারী ক্রিকেট বিশ্বকাপ বাছাইপর্ব টুর্নামেন্টটি নতুন করোনাভাইরাসের নতুন এক ধরন সংক্রান্ত ঝুঁকির কারণে বাতিল করা হয়েছে।[১৫] আইসিসির প্রদত্ত নিয়মানুসারে বিশ্বকাপে উত্তীর্ণ দল নির্ধারণ করা হয় দলগুলোর র্যাংকিং-এর বিচারে। এ কারণে ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও বাংলাদেশ মূল বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে।[১৬] বাংলাদেশ দল এ আসরের মধ্য দিয়েই নারী ক্রিকেট বিশ্বকাপে প্রথমবার অংশ নেয়।
উত্তীর্ণ দল | উত্তরণের যোগ্যতা |
---|---|
নিউজিল্যান্ড | আয়োজক[১৭] |
অস্ট্রেলিয়া[১৮] | আইসিসি নারী চ্যাম্পিয়নশিপ |
ইংল্যান্ড[১৯] | |
দক্ষিণ আফ্রিকা[২০] | |
ভারত[২১] | |
ওয়েস্ট ইন্ডিজ | আইসিসি ওডিআই র্যাংকিং |
পাকিস্তান | |
বাংলাদেশ |
২০২০ সালের ১১ মার্চ আইসিসি বিশ্বকাপ ম্যাচ আয়োজনকারী ছয়টি মাঠের নাম ঘোষণা করে। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ আয়োজন করে হ্যাগলি ওভাল। অন্য ম্যাচগুলো আয়োজনকারী বাকি পাঁচটি মাঠ ছিল সেডন পার্ক, ইডেন পার্ক, বে ওভাল, ইউনিভার্সিটি ওভাল ও বেসিন রিজার্ভ।[২২]
ক্রাইস্টচার্চ | অকল্যান্ড | মাউন্ট মংগানুই | হ্যামিল্টন | ওয়েলিংটন | ডানেডিন |
---|---|---|---|---|---|
হ্যাগলি ওভাল | ইডেন পার্ক | বে ওভাল | সেডন পার্ক | বেসিন রিজার্ভ | ইউনিভার্সিটি ওভাল |
ধারণক্ষমতা: ১৮০০০ | ধারণক্ষমতা: ৪২০০০ | ধারণক্ষমতা: ১০০০০ | ধারণক্ষমতা: ১০০০০ | ধারণক্ষমতা: ১১৬০০ | ধারণক্ষমতা: ৩৫০০ |
২০২২ সালের ২২ ফেব্রুয়ারি আইসিসি টুর্নামেন্টের ম্যাচ রেফারি ও মাঠের আম্পায়ারদের নাম ঘোষণা করে।[২৩][২৪]
ম্যাচ রেফারি
আম্পায়ার
|
|
|
অংশগ্রহণকারী প্রতিটি দল বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল নির্বাচন করে।[২৫][২৬] ২০২২ সালের ৬ জানুয়ারি ভারত সর্বপ্রথম নিজেদের দল ঘোষণা করে।[২৭][২৮] ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি আইসিসি নতুন এক নিয়ম প্রণয়ন করে, যাতে বলা হয় কোনও দলে কোভিড-১৯ সংক্রমণ ঘটলে এগারো জনের পরিবর্তে নয় জন খেলোয়াড় নিয়ে ম্যাচ খেলা সম্ভব হবে।[২৯][৩০]
সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচসহ টুর্নামেন্টে মোট ৩১টি ম্যাচ খেলা হয়।[১] প্রতিটি ম্যাচই সরাসরি সম্প্রচার করা হয়।[১] টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ মাউন্ট মংগানুই-এর বে ওভালে খেলা হবে বলে প্রাথমিকভাবে ঘোষণা করা হয়। সেমিফাইনাল ম্যাচগুলো খেলা হওয়ার কথা ছিল হ্যামিল্টনের সেডন পার্ক ও ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে।[৩১] কিন্তু ২০২০ সালের ১৫ ডিসেম্বর আইসিসি ঘোষণা দেয় যে সেমিফাইনাল ম্যাচদ্বয় খেলা হবে হ্যাগলি ওভাল ও বেসিন রিজার্ভে।[৫][৩২]
মূল টুর্নামেন্ট শুরুর আগে অংশগ্রহণকারী প্রতিটি দল দুটি করে প্রস্তুতিমূলক ম্যাচে অংশ নেয়।[৩৩]
ব
|
||
ব
|
||
ব
|
||
ব
|
||
ব
|
||
স্মৃতি মন্ধনা ৬৬ (৬৭)
চেরি-অ্যান ফ্রেজার ২/২৪ (৫ ওভার) |
শেমেইন ক্যাম্পবেল ৬৩ (৮১)
পূজা বস্ত্রাকর ৩/২১ (৭ ওভার) |
ব
|
||
ব
|
||
২০২০ সালের ১১ মার্চ ঘোষণা দেয়া হয় যে প্রথম পর্বে অংশগ্রহণকারী আটটি দল রাউন্ড-রবিন পদ্ধতিতে প্রতিদ্বন্দ্বিতা করবে, যেখানে প্রতিটি দল একবার করে একে অপরের মুখোমুখি হবে। এ পদ্ধতিটি সর্বশেষ ২০১৭ সালের আসরে ব্যবহার করা হয়েছিল।[৩৪] প্রথম পর্ব শেষে সেরা চারটি দলে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে, এবং সেমিফাইনালের বিজয়ীরা ফাইনালে উত্তীর্ণ হয়।[৩৫] এ পদ্ধতিতে ২৯ দিনে মোট ৩১টি ম্যাচ খেলা হয়।[৩৬] ২০২০ সালের ডিসেম্বর মাসে আইসিসি টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করে।[৫][৩৭][৩৮]
অব | দল | খেলা | জ | হা | টাই | ফহ | পয়েন্ট | নে.রা.রে. | যোগ্যতা অর্জন |
---|---|---|---|---|---|---|---|---|---|
১ | অস্ট্রেলিয়া | ৭ | ৭ | ০ | ০ | ০ | ১৪ | +১.২৮৩ | নকআউট পর্বে উত্তীর্ণ |
২ | দক্ষিণ আফ্রিকা | ৭ | ৫ | ১ | ০ | ১ | ১১ | +০.০৭৮ | |
৩ | ইংল্যান্ড | ৭ | ৪ | ৩ | ০ | ০ | ৮ | +০.৯৪৯ | |
৪ | ওয়েস্ট ইন্ডিজ | ৭ | ৩ | ৩ | ০ | ১ | ৭ | −০.৮৮৫ | |
৫ | ভারত | ৭ | ৩ | ৪ | ০ | ০ | ৬ | +০.৬৪২ | |
৬ | নিউজিল্যান্ড (H) | ৭ | ৩ | ৪ | ০ | ০ | ৬ | +০.০২৭ | |
৭ | বাংলাদেশ | ৭ | ১ | ৬ | ০ | ০ | ২ | −০.৯৯৯ | |
৮ | পাকিস্তান | ৭ | ১ | ৬ | ০ | ০ | ২ | −১.৩১৩ |
ব
|
||
হেইলি ম্যাথিউস ১১৯ (১২৮)
লিয়া-মারি তাহুহু ৩/৫৭ (৯ ওভার) |
ব
|
||
ব
|
||
ব
|
||
ব
|
||
ব
|
||
ব
|
||
শেমেইন ক্যাম্পবেল ৬৬ (৮০)
সোফি একলস্টোন ৩/২০ (১০ ওভার) |
ট্যামসিন বউমন্ট ৪৬ (৭৬)
শামিলিয়া কনেল ৩/৩৮ (১০ ওভার) |
ব
|
||
ব
|
||
ব
|
||
এলিস পেরি ৬৮ (৮৬)
লিয়া-মারি তাহুহু ৩/৫৩ (৯ ওভার) |
অ্যামি স্যাটারথোয়েইট ৪৪ (৬৭)
ডার্সি ব্রাউন ৩/২২ (৭ ওভার) |
ব
|
||
ব
|
||
ব
|
||
ব
|
||
ব
|
||
লরা ভোলফার্ড্ট ৬৭ (৯৪)
অ্যামেলিয়া কের ৩/৫০ (১০ ওভার) |
ব
|
||
ব
|
||
ম্যাডি গ্রিন ৫২* (৭৫)
কেট ক্রস ৩/৩৫ (১০ ওভার) |
নাতালি সিভার ৬১ (১০৮)
ফ্রান্সেস ম্যাকাই ৪/৩৪ (৯ ওভার) |
ব
|
||
মুনিবা আলি ৩৭ (৪৩)
শাকিরা সেলমান ১/১৫ (৩.৫ ওভার) |
ব
|
||
লরা ভোলফার্ড্ট ৯০ (১৩৪)
অ্যানাবেল সাদারল্যান্ড ১/২৬ (৬ ওভার) |
ব
|
||
ব
|
||
ব
|
||
ব
|
||
নিদা দার ৫০ (৫৩)
হানা রো ৫/৫৫ (১০ ওভার) |
ব
|
||
সেমিফাইনাল | ফাইনাল | |||||
৩০ মার্চ ২০২২ – ওয়েলিংটন | ||||||
অস্ট্রেলিয়া | ৩০৫/৩ (৪৫) | |||||
৩ এপ্রিল ২০২২ – ক্রাইস্টচার্চ | ||||||
ওয়েস্ট ইন্ডিজ | ১৪৮ (৩৭) | |||||
অস্ট্রেলিয়া | ৩৫৬/৫ (৫০) | |||||
৩১ মার্চ ২০২২ – ক্রাইস্টচার্চ | ||||||
ইংল্যান্ড | ২৮৫ (৪৩.৪) | |||||
ইংল্যান্ড | ২৯৩/৮ (৫০) | |||||
দক্ষিণ আফ্রিকা | ১৫৬ (৩৮) | |||||
ব
|
||
অ্যালিসা হিলি ১২৯ (১০৭)
শিনেল হেনরি ২/৫১ (৯ ওভার) |
ব
|
||
ব
|
||
ক্রম | খেলোয়াড় | দল | রানসংখ্যা | সর্বোচ্চ স্কোর | ৪ | ৬ | ৫০ | ১০০ | স্ট্রাইক রেট | গড় রান |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | অ্যালিসা হিলি | অস্ট্রেলিয়া | ৫০৯ | ১৭০ | ৬৯ | ১ | ২ | ২ | ১০৩.৬৬ | ৫৬.৫৫ |
২ | র্যাচেল হেইনস | অস্ট্রেলিয়া | ৪৯৭ | ১৩০ | ৫৭ | ১ | ৩ | ১ | ৮২.৫৫ | ৬২.১২ |
৩ | নাতালি সিভার | ইংল্যান্ড | ৪৩৬ | ১৪৮* | ৪৭ | ১ | ১ | ২ | ৯২.৯৬ | ৭২.৬৬ |
৪ | লরা ভোলফার্ড্ট | দক্ষিণ আফ্রিকা | ৪৩৩ | ৯০ | ৪৬ | ০ | ৫ | ০ | ৭৭.৭৩ | ৫৪.১২ |
৫ | মেগ ল্যানিং | অস্ট্রেলিয়া | ৩৯৪ | ১৩৫* | ৪৪ | ২ | ২ | ১ | ৮৮.৭৩ | ৫৬.২৮ |
উৎস: ইএসপিএনক্রিকইনফো
ক্রম | খেলোয়াড় | দল | উইকেট সংখ্যা | সেরা বোলিং ফিগার | ইনিংসে ৫ উইকেট | ইকোনমি |
---|---|---|---|---|---|---|
১ | সোফি একলস্টোন | ইংল্যান্ড | ২১ | ৬/৩৬ | ১ | ৩.৮৩ |
২ | শবনিম ইসমাইল | দক্ষিণ আফ্রিকা | ১৪ | ৩/২৭ | ০ | ৪.০২ |
৩ | জেস জোনাসেন | অস্ট্রেলিয়া | ১৩ | ৩/৫৭ | ০ | ৪.০৪ |
৪ | আলানা কিং | অস্ট্রেলিয়া | ১২ | ৩/৫৯ | ০ | ৪.৫২ |
৫ | মারিজান কাপ | দক্ষিণ আফ্রিকা | ১২ | ৫/৪৫ | ১ | ৪.৭৩ |
উৎস: ইএসপিএনক্রিকইনফো
ক্রম | দল | রান | প্রতিপক্ষ | সর্বাধিক রান সংগ্রাহক | তারিখ |
---|---|---|---|---|---|
১ | অস্ট্রেলিয়া | ৩৫৬/৫ (৫০) | ইংল্যান্ড | অ্যালিসা হিলি ১৭০ (১৩৮) |
৩ এপ্রিল ২০২২ |
২ | ভারত | ৩১৭/৮ (৫০) | ওয়েস্ট ইন্ডিজ | স্মৃতি মন্ধনা ১২৩ (১১৯) |
১২ মার্চ ২০২২ |
৩ | অস্ট্রেলিয়া | ৩১০/৩ (৫০) | ইংল্যান্ড | র্যাচেল হেইনস ১৩০ (১৩১) |
৫ মার্চ ২০২২ |
৪ | অস্ট্রেলিয়া | ৩০৫/৩ (৪৫) | ওয়েস্ট ইন্ডিজ | অ্যালিসা হিলি ১২৯ (১০৭) |
৩০ মার্চ ২০২২ |
৫ | ইংল্যান্ড | ২৯৮/৮ (৫০) | অস্ট্রেলিয়া | নাতালি সিভার ১০৯* (৮৫) |
৫ মার্চ ২০২২ |
উৎস: ইএসপিএনক্রিকইনফো
ক্রম | দল ১ | দল ২ | পর্ব | মোট রান | মাঠ | তারিখ |
---|---|---|---|---|---|---|
১ | অস্ট্রেলিয়া | ইংল্যান্ড | ফাইনাল | ৬৪১ | ক্রাইস্টচার্চ | ৩ এপ্রিল ২০২২ |
২ | অস্ট্রেলিয়া | ইংল্যান্ড | লিগ পর্ব | ৬০৮ | হ্যামিল্টন | ৫ মার্চ ২০২২ |
৩ | ভারত | অস্ট্রেলিয়া | ৫৫৭ | অকল্যান্ড | ১৯ মার্চ ২০২২ | |
৪ | ভারত | দক্ষিণ আফ্রিকা | ৫৪৯ | ক্রাইস্টচার্চ | ২৭ মার্চ ২০২২ | |
৫ | দক্ষিণ আফ্রিকা | অস্ট্রেলিয়া | ৫৪৩ | ওয়েলিংটন | ২২ মার্চ ২০২২ |
উৎস: ইএসপিএনক্রিকইনফো
বি.দ্র.: ম্যাচগুলোতে জয়ী দলের নাম বোল্ড করে দেখানো হয়েছে।
২০২২ সালের ৪ এপ্রিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল প্রতিযোগিতার সেরা একাদশ ঘোষণা করে।[৪৩]
খেলোয়াড় | ভূমিকা |
---|---|
লরা ভোলফার্ড্ট | ব্যাটার |
অ্যালিসা হিলি | ব্যাটার, উইকেটরক্ষক |
মেগ ল্যানিং | ব্যাটার, অধিনায়ক |
র্যাচেল হেইনস | ব্যাটার |
নাতালি সিভার | অলরাউন্ডার (ডানহাতি মিডিয়াম ফাস্ট) |
বেথ মুনি | ব্যাটার |
হেইলি ম্যাথিউস | অলরাউন্ডার (ডানহাতি অফ স্পিন) |
মারিজান কাপ | অলরাউন্ডার (ডানহাতি মিডিয়াম ফাস্ট) |
সোফি একলস্টোন | বোলার (বাঁহাতি অর্থোডক্স স্পিন) |
শবনিম ইসমাইল | বোলার (ডানহাতি ফাস্ট মিডিয়াম) |
সালমা খাতুন | অলরাউন্ডার (ডানহাতি অফ স্পিন) |
শার্লট ডিন | অলরাউন্ডার (ডানহাতি অফ স্পিন), দ্বাদশ খেলোয়াড় |