মৌসুম | ২০২২–২৩ |
---|---|
তারিখ | ৫ আগস্ট ২০২২ – ২৭ মে ২০২৩ |
চ্যাম্পিয়ন | বায়ার্ন মিউনিখ ৩২তম বুন্দেসলিগা শিরোপা ৩৩তম জার্মান শিরোপা |
অবনমন | শালকে হের্টা |
চ্যাম্পিয়নস লিগ | বায়ার্ন মিউনিখ বরুসিয়া ডর্টমুন্ড আরবি লাইপৎসিশ ইউনিয়ন বার্লিন |
ইউরোপা লিগ | ফ্রাইবুর্গ বায়ার লেভারকুজেন |
ইউরোপা কনফারেন্স লিগ | আইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্ট |
মোট খেলা | ৩০৬ |
মোট গোলসংখ্যা | ৯৭১ (ম্যাচ প্রতি ৩.১৭টি) |
শীর্ষ গোলদাতা | নিকলাস ফুলক্রুগ ক্রিস্টোফার এনকুনকু (১৬টি গোল) |
সবচেয়ে বড় হোম জয় | ভলফসবুর্গ ৬–০ ফ্রাইবুর্গ কলন ৭–১ ভেয়ার্ডার ব্রেমেন বরুসিয়া ডর্টমুন্ড ৬–০ ভলফসবুর্গ বায়ার্ন মিউনিখ ৬–০ শালকে |
সর্বোচ্চ স্কোরিং | বায়ার্ন মিউনিখ ৬–২ মাইনৎস কলন ৭ –১ ভেয়ার্ডার ব্রেমেন বায়ার্ন মিউনিখ ৫–৩ আউগসবুর্গ |
দীর্ঘতম টানা জয় | ৮ ম্যাচ বরুসিয়া ডর্টমুন্ড |
দীর্ঘতম টানা অপরাজিত | ১৩ ম্যাচ বায়ার্ন মিউনিখ |
দীর্ঘতম টানা জয়বিহীন | ১৩ ম্যাচ হফেনহাইম |
দীর্ঘতম টানা পরাজয় | ৭ ম্যাচ শালকে |
সর্বোচ্চ উপস্থিতি | ৮১,৩৬৫ ৫ ম্যাচ |
সর্বনিম্ন উপস্থিতি | ১৭,০০৫ হফেনহাইম বনাম বোখুম |
উপস্থিতি | ১,৩১,৪৭,৭০১ (ম্যাচ প্রতি ৪২,৯৬৬ জন) |
← ২০২১–২২ ২০২৩–২৪ → |
২০২২–২৩ বুন্দেসলিগা জার্মানির পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর বুন্দেসলিগার ৬০তম মৌসুম ছিল। এই মৌসুমটি ২০২২ সালের ৫ই আগস্ট তারিখে শুরু হয়ে ২০২৩ সালের ২৭শে মে তারিখে সম্পন্ন হয়েছিল।[১] বায়ার্ন মিউনিখের জার্মান মধ্যমাঠের খেলোয়াড় ইয়োজুয়া কিমিশ এই মৌসুমের প্রথম গোল করেছিলেন।[২]
আয়োজক দেশ কাতারের জলবায়ুর কারণে ২০২২ সালের ২১শে নভেম্বর থেকে ১৮ই ডিসেম্বরের মধ্যে ২০২২ ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে, তাই এই মৌসুমে একটি বর্ধিত বিরতি পালন করা হয়েছে। যেহেতু জাতীয় দলের খেলোয়াড়দের ২০২২ সালের ১৪ই নভেম্বর তারিখে তাদের ক্লাব কর্তৃক মুক্তি দিতে হয়েছিল, তাই বিরতির পূর্বে বুন্দেসলিগা ম্যাচের শেষ দিনটি ১১–১৩ নভেম্বর (ম্যাচদিন ১৫) নির্ধারণ করা হয়েছিল। দশ সপ্তাহ পরে ২০২৩ সালের ২০শে জানুয়ারি এই মৌসুমটি পুনরায় শুরু হয়েছে।[১]
বায়ার্ন মিউনিখ বুন্দেসলিগার পূর্ববর্তী আসরের চ্যাম্পিয়ন, যারা ২০২১–২২ মৌসুমে ৭৭ পয়েন্ট অর্জন করে এই প্রতিযোগিতার ইতিহাসে ৩১তম বারের মতো শিরোপা জয়লাভ করেছিল।[৩][৪][৫]
এই মৌসুমে ৭১ পয়েন্ট অর্জন করে বায়ার্ন মিউনিখ ৩২তম বারের মতো বুন্দেসলিগা এবং ৩৩তম বারের মতো জার্মান শিরোপা জয়লাভ করেছিল।[৬][৭] ভেয়ার্ডার ব্রেমেনের জার্মান আক্রমণভাগের খেলোয়াড় নিকলাস ফুলক্রুগ এবং আরবি লাইপৎসিশের ফরাসি আক্রমণভাগের খেলোয়াড় ক্রিস্টোফার এনকুনকু ১৬ গোল করে এই মৌসুমের শীর্ষ গোলদাতার পুরস্কার জয়লাভ করেছিলেন।[৮]
প্রতিটি ক্লাব একে অপরের বিরুদ্ধে দুইটি ম্যাচে মুখোমুখি হয়েছিল; একটি নিজেদের মাঠে এবং অপরটি প্রতিপক্ষ দলের মাঠে। ক্লাবগুলো প্রতিটি জয়ের জন্য তিন পয়েন্ট এবং ড্রয়ের জন্য এক পয়েন্ট করে অর্জন করেছিল। যদি দুই বা ততোধিক ক্লাব সমান পয়েন্ট অর্জন করে থাকে, তবে গোল পার্থক্যের মাধ্যমে পয়েন্ট তালিকায় তাদের অবস্থান নির্ধারণ করা হয়েছিল। সর্বাধিক পয়েন্ট অর্জনকারী ক্লাবটি চ্যাম্পিয়ন হিসেবে শিরোপা জয়লাভ করেছিল এবং সর্বনিম্ন পয়েন্ট অর্জনকারী দুইটি ক্লাব ২. বুন্দেসলিগায় অবনমিত হয়েছিল। পয়েন্ট তালিকায় তৃতীয় সর্বনিম্ন পয়েন্ট অর্জনকারী ক্লাবটি ২. বুন্দেসলিগায় তৃতীয় স্থান অধিকারী ক্লাবের বিরুদ্ধে দুই লেগের অবনমন/উন্নয়ন প্লে-অফে অংশগ্রহণ করেছিল, যেখানে বিজয়ী ক্লাব পরবর্তী মৌসুমে বুন্দেসলিগায় অংশগ্রহণের জন্য উত্তীর্ণ হয়েছিল।
২০২১–২২ মৌসুম শেষে আরমিনিয়া বিলেফেল্ড এবং গ্রয়টার ফুর্ট মৌসুমে সর্বনিম্ন পয়েন্ট অর্জন করে পয়েন্ট তালিকার সর্বনিম্ন অবস্থানে থাকা দুই ক্লাব হিসেবে বুন্দেসলিগা হতে সরাসরি অবনমিত হয়েছিল। অন্যদিকে, তাদের বদলে শালকে এবং ভেয়ার্ডার ব্রেমেন বুন্দেসলিগায় উন্নীত হয়েছিল। পয়েন্ট তালিকায় তৃতীয় সর্বনিম্ন পয়েন্ট অর্জনকারী ক্লাব হিসেবে হের্টা ২. বুন্দেসলিগায় তৃতীয় স্থান অধিকারী ক্লাব হামবুর্গারের বিরুদ্ধে দুই লেগের অবনমন/উন্নয়ন প্লে-অফে অংশগ্রহণ করেছিল, উক্ত প্লে-অফে জয়লাভ করে হের্টা বুন্দেসলিগার এই মৌসুমে অংশগ্রহণের জন্য উত্তীর্ণ হয়েছিল। পূর্ববর্তী মৌসুমের মতো এই মৌসুমেও ১৮টি ক্লাব প্রতিদ্বন্দ্বিতা করেছিল।
ক্লাব | অবস্থান | স্টেডিয়াম | ধারণক্ষমতা |
---|---|---|---|
আউগসবুর্গ | আউগসবুর্গ | ডব্লিউডব্লিউকে এরিনা | ৩০,৬৬০[৯] |
হের্টা | বার্লিন | বার্লিন অলিম্পিক স্টেডিয়াম | ৭৪,৬৪৯[১০] |
ইউনিয়ন বার্লিন | বার্লিন | আল্টে ফোরস্টারাই | ২২,০১২[১১] |
বোখুম | বোখুম | রুর স্টেডিয়াম | ২৭,৫৯৯[১২] |
ভেয়ার্ডার ব্রেমেন | ব্রেমেন | ভেজার স্টেডিয়াম | ৪২,১০০[১৩] |
বরুসিয়া ডর্টমুন্ড | ডর্টমুন্ড | সিগনাল ইডুনা পার্ক | ৮১,৩৬৫[১৪] |
আইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্ট | ফ্রাঙ্কফুর্ট | ডয়শে ব্যাংক পার্ক | ৫১,৫০০[১৫] |
ফ্রাইবুর্গ | ফ্রাইবুর্গ ইম ব্রাইসগাউ | ড্রাইসাম স্টেডিয়াম এসসি স্টেডিয়াম |
২৪,০০০ ৩৪,৭০০[১৬] [১৭][১৮] |
১৮৯৯ হফেনহাইম | সিনশাইম | প্রিজিরো এরিনা | ৩০,১৫০[১৯] |
কলন | কোলন | রাইন এনার্গি স্টেডিয়াম | ৪৯,৬৯৮[২০] |
আরবি লাইপৎসিশ | লাইপৎসিশ | রেড বুল এরিনা | ৪৭,০৬৯[২১] |
বায়ার লেভারকুজেন | লেভারকুজেন | বেএরিনা | ৩০,২১০[২২] |
মাইনৎস | মাইনৎস | মেভা এরিনা | ৩৪,০০০[২৩] |
বরুসিয়া মনশেনগ্লাডবাখ | মনশেনগ্লাডবাখ | বরুসিয়া পার্ক | ৫৪,০৫৭[২৪] |
বায়ার্ন মিউনিখ | মিউনিখ | আলিয়ানৎস আরেনা | ৭৫,০০০[২৫] |
শালকে | গেলজেনকির্খেন | আরেনা আউফশালকে | ৬২,২৭১[২৬] |
স্টুটগার্ট | স্টুটগার্ট | গটলিয়েব ডাইমলার স্টেডিয়াম | ৬০,৪৪৯[২৭] |
ভলফসবুর্গ | ভলফসবুর্গ | ফক্সভাগেন আরেনা | ৩০,০০০[২৮] |
অব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা অর্জন বা অবনমন |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | বায়ার্ন মিউনিখ | ৩৪ | ২১ | ৮ | ৫ | ৯২ | ৩৮ | +৫৪ | ৭১ | চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে উত্তীর্ণ |
২ | বরুসিয়া ডর্টমুন্ড | ৩৪ | ২২ | ৫ | ৭ | ৮৩ | ৪৪ | +৩৯ | ৭১ | |
৩ | আরবি লাইপৎসিশ | ৩৪ | ২০ | ৬ | ৮ | ৬৪ | ৪১ | +২৩ | ৬৬ | |
৪ | ইউনিয়ন বার্লিন | ৩৪ | ১৮ | ৮ | ৮ | ৫১ | ৩৮ | +১৩ | ৬২ | |
৫ | ফ্রাইবুর্গ | ৩৪ | ১৭ | ৮ | ৯ | ৫১ | ৪৪ | +৭ | ৫৯ | ইউরোপা লিগের গ্রুপ পর্বে উত্তীর্ণ[ক] |
৬ | বায়ার লেভারকুজেন | ৩৪ | ১৪ | ৮ | ১২ | ৫৭ | ৪৯ | +৮ | ৫০ | |
৭ | আইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্ট | ৩৪ | ১৩ | ১১ | ১০ | ৫৮ | ৫২ | +৬ | ৫০ | ইউরোপা কনফারেন্স লিগের প্লে-অফ পর্বে উত্তীর্ণ |
৮ | ভলফসবুর্গ | ৩৪ | ১৩ | ১০ | ১১ | ৫৭ | ৪৮ | +৯ | ৪৯ | |
৯ | মাইনৎস | ৩৪ | ১২ | ১০ | ১২ | ৫৪ | ৫৫ | −১ | ৪৬ | |
১০ | বরুসিয়া মনশেনগ্লাডবাখ | ৩৪ | ১১ | ১০ | ১৩ | ৫২ | ৫৫ | −৩ | ৪৩ | |
১১ | কলন | ৩৪ | ১০ | ১২ | ১২ | ৪৯ | ৫৪ | −৫ | ৪২ | |
১২ | ১৮৯৯ হফেনহাইম | ৩৪ | ১০ | ৬ | ১৮ | ৪৮ | ৫৭ | −৯ | ৩৬ | |
১৩ | ভেয়ার্ডার ব্রেমেন | ৩৪ | ১০ | ৬ | ১৮ | ৫১ | ৬৪ | −১৩ | ৩৬ | |
১৪ | বোখুম | ৩৪ | ১০ | ৫ | ১৯ | ৪০ | ৭২ | −৩২ | ৩৫ | |
১৫ | আউগসবুর্গ | ৩৪ | ৯ | ৭ | ১৮ | ৪২ | ৬৩ | −২১ | ৩৪ | |
১৬ | স্টুটগার্ট | ৩৪ | ৭ | ১২ | ১৫ | ৪৫ | ৫৭ | −১২ | ৩৩ | অবনমন প্লে-অফে উত্তীর্ণ |
১৭ | শালকে | ৩৪ | ৭ | ১০ | ১৭ | ৩৫ | ৭১ | −৩৬ | ৩১ | ২. বুন্দেসলিগায় অবনমিত |
১৮ | হের্টা | ৩৪ | ৭ | ৮ | ১৯ | ৪২ | ৬৯ | −২৭ | ২৯ |
অবস্থান | খেলোয়াড় | ক্লাব | গোল |
---|---|---|---|
১ | নিকলাস ফুলক্রুগ | ভেয়ার্ডার ব্রেমেন | ১৬ |
২ | ক্রিস্টোফার এনকুনকু | আরবি লাইপৎসিশ | |
৩ | ভিনচেনৎসো গ্রিফো | ফ্রাইবুর্গ | ১৫ |
৪ | রঁদাল কলো মুয়ানি | আইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্ট | |
৫ | সের্জ নাব্রি | বায়ার্ন মিউনিখ | ১৪ |
৬ | মার্কুস তুরাম | বরুসিয়া মনশেনগ্লাডবাখ | ১৩ |
৭ | মারভিন ডুকশ | ভেয়ার্ডার ব্রেমেন | ১২ |
৮ | ইয়োনাস হোফমান | বরুসিয়া মনশেনগ্লাডবাখ | |
৯ | আন্দ্রেই ক্রামারিচ | ১৮৯৯ হফেনহাইম | |
১০ | জামাল মুসিয়ালা | বায়ার্ন মিউনিখ |