তারিখ | ৫ অক্টোবর ২০২৩ – ১৯ নভেম্বর ২০২৩ |
---|---|
তত্ত্বাবধায়ক | আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল |
ক্রিকেটের ধরন | একদিনের আন্তর্জাতিক |
প্রতিযোগিতার ধরন | রাউন্ড-রবিন ও নকআউট |
আয়োজক | ভারত |
বিজয়ী | অস্ট্রেলিয়া (৬ষ্ঠ শিরোপা) |
রানার-আপ | ভারত |
অংশগ্রহণকারী দলসংখ্যা | ১০ |
খেলার সংখ্যা | ৪৮ |
প্রতিযোগিতার সেরা খেলোয়াড় | বিরাট কোহলি |
সর্বাধিক রান সংগ্রহকারী | বিরাট কোহলি (৭৬৫) |
সর্বাধিক উইকেটধারী | মোহাম্মদ শামি (২৪) |
আনুষ্ঠানিক ওয়েবসাইট | ক্রিকেট বিশ্বকাপ |
২০২৩ ক্রিকেট বিশ্বকাপ একটি আন্তর্জাতিক ক্রিকেট প্রতিযোগিতা যেটি ক্রিকেট বিশ্বকাপ প্রতিযোগিতার ১৩তম আসর। প্রতিযোগিতাটির আয়োজক ছিল ভারত। এটি ২০২৩ সালের ৫ অক্টোবর শুরু হয় এবং ১৯ নভেম্বর শেষ হয়।[১][২] এটি হবে ভারতে আয়োজিত প্রতিযোগিতাটির চতুর্থ আসর।[৩] ২০১১ সালের আসরটি ছিল এর আগে ভারতে অনুষ্ঠিত হওয়া টুর্নামেন্টের সর্বশেষ আসর।[৪] ২০১৯ সালের আসরের ফাইনাল ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে জয়লাভ করা ইংল্যান্ড হলো এর আগের বিশ্বকাপের শিরোপাধারী দল।[৫][৬] প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে অস্ট্রেলিয়া বিজয়ী হয় এবং ষষ্ঠ শিরোপা অর্জন করে।
প্রাথমিকভাবে ২০২৩ সালের ফেব্রুয়ারি ও মার্চ মাসে টুর্নামেন্টটি আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছিল,[৭] কিন্তু পরবর্তীতে কোভিড-১৯ মহামারির কারণে টুর্নামেন্টটি পিছিয়ে দেয়া হয়।[৮]
২০২৩ এশিয়া কাপ টুর্নামেন্টে অংশ নিতে ভারত টুর্নামেন্টের আয়োজক দেশ পাকিস্তানে ভ্রমণ না করার সিদ্ধান্ত নেয়ায় পাকিস্তান ক্রিকেট বোর্ড বিশ্বকাপ টুর্নামেন্ট থেকে পাকিস্তানের নাম প্রত্যাহার করে নেয়ার সম্ভাবনার কথা জানায়।[৯] পরবর্তীতে এশিয়া কাপ টুর্নামেন্টটি যৌথভাবে পাকিস্তান ও শ্রীলঙ্কায় আয়োজনের সিদ্ধান্ত নেয় এশীয় ক্রিকেট কাউন্সিল।[১০]
টুর্নামেন্টে দশটি দল অংশগ্রহণ করবে, যাদের মধ্যে স্বাগতিক দল হিসেবে সরাসরি টুর্নামেন্টে স্থান লাভ করা ভারতসহ আটটি দল উত্তীর্ণ হয় ২০২০–২০২৩ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগ থেকে।[১১] সুপার লিগে অংশগ্রহণকারী তেরোটি দলের মধ্যে অবশিষ্ট পাঁচটি দল অংশ নেয় ২০২৩ ক্রিকেট বিশ্বকাপ চূড়ান্ত বাছাই টুর্নামেন্টে যেখানে আরও অংশগ্রহণ করে ২০১৯–২০২৩ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ ২ টুর্নামেন্টের সেরা তিনটি দল ও ২০২৩ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ চূড়ান্ত বাছাই প্লেঅফ টুর্নামেন্টের সেরা দুটি দল, এবং এ চূড়ান্ত বাছাই টুর্নামেন্টের সেরা দুটি দল মূল টুর্নামেন্টে অংশগ্রহণের যোগ্যতা লাভ করে।[১২] এর আগের বিশ্বকাপ টুর্নামেন্টসমূহে সরাসরি অংশগ্রহণকারী দল নির্ধারণের জন্য দলসমূহের র্যাংকিং ব্যবহার করা হলেও এ চক্রে সেটি পরিত্যাগ করা হয়।[১৩]
মূল টুর্নামেন্টে উত্তীর্ণ হতে পারার আগেই চূড়ান্ত বাছাই টুর্নামেন্ট থেকে ছিটকে যায় ওয়েস্ট ইন্ডিজ, যে কারণে এ আসরটিই হয় টুর্নামেন্টটির প্রথম আসর যাতে ওয়েস্ট ইন্ডিজ উত্তীর্ণ হতে ব্যর্থ হয়।[১৪] চূড়ান্ত বাছাই টুর্নামেন্টের সুপার সিক্স পর্বে স্কটল্যান্ডকে পরাজিত করে একমাত্র সহযোগী সদস্য দল হিসেবে মূল টুর্নামেন্টে স্থান লাভ করে নেদারল্যান্ডস।[১৫][১৬] বিশ্বকাপ ক্রিকেট ২০২৩
উত্তরণের যোগ্যতা | তারিখ | আয়োজনস্থল | আসন | উত্তীর্ণ দল |
---|---|---|---|---|
স্বাগতিক | ২৯ জুন ২০১৩ | — | ১ | ভারত |
২০২০–২০২৩ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগ (সুপার লিগে অংশগ্রহণকারীদের মধ্যে সেরা ৭ দল, স্বাগতিক দল ছাড়া) |
৩০ জুলাই ২০২০ – ১৪ মে ২০২৩ | বিভিন্ন | ৭ | অস্ট্রেলিয়া আফগানিস্তান ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ড পাকিস্তান বাংলাদেশ |
চূড়ান্ত বাছাই | ১৮ জুন ২০২৩ – ৯ জুলাই ২০২৩ | জিম্বাবুয়ে | ২ | নেদারল্যান্ডস শ্রীলঙ্কা |
মোট | ১০ |
টুর্নামেন্টের ম্যাচসমূহ ভারতের দশটি মাঠে আয়োজিত হবে।[১৭] কলকাতার ইডেন গার্ডেন্স ও মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচসমূহ আয়োজিত হবে, যার পর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে।[১৮]
টুর্নামেন্ট শুরুর আগে আয়োজনস্থল হিসেবে নির্বাচিত হওয়া মাঠসমূহের অবকাঠামো উন্নয়নের উদ্যোগ নেয় ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড।[১৯] আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বিশ্বকাপের ম্যাচসমূহের জন্য প্রতিটি মাঠের সীমানার দূরত্ব ৭০ মিটারের কাছাকাছি রাখার নির্দেশনা প্রদান করে।[২০]
আহমেদাবাদ | বেঙ্গালুরু | চেন্নাই | দিল্লি |
---|---|---|---|
নরেন্দ্র মোদী স্টেডিয়াম | এম. চিন্নাস্বামী স্টেডিয়াম | এম. এ. চিদম্বরম স্টেডিয়াম | অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়াম |
ধারণক্ষমতা: ১৩২,০০০[২১] | ধারণক্ষমতা: ৪০,০০০[২২] | ধারণক্ষমতা: ৫০,০০০[২৩] | ধারণক্ষমতা: ৪১,৮৪২[২৪] |
খেলার সংখ্যা: ৫ (ফাইনালসহ) | খেলার সংখ্যা: ৫ | খেলার সংখ্যা: ৫ | খেলার সংখ্যা: ৫ |
ধর্মশালা | হায়দ্রাবাদ | ||
হিমাচল প্রদেশ ক্রিকেট সংস্থা স্টেডিয়াম | রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম | ||
ধারণক্ষমতা: ২৩,০০০[২৫] | ধারণক্ষমতা: ৫৫,০০০[২৬] | ||
খেলার সংখ্যা: ৫ | খেলার সংখ্যা: ৩ | ||
কলকাতা | লখনউ | মুম্বই | পুণে |
ইডেন গার্ডেন্স | ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একনা ক্রিকেট স্টেডিয়াম | ওয়াংখেড়ে স্টেডিয়াম | মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম |
ধারণক্ষমতা: ৬৬,০০০[২৭] | ধারণক্ষমতা: ৫০,০০০[২৮] | ধারণক্ষমতা: ৩২,০০০[২৯] | ধারণক্ষমতা: ৩৭,৪০৬ |
খেলার সংখ্যা: ৫ (সেমিফাইনালসহ) | খেলার সংখ্যা: ৫ | খেলার সংখ্যা: ৫ (সেমিফাইনালসহ) | খেলার সংখ্যা: ৫ |
২০২৩ সালের ২৮ সেপ্টেম্বর তারিখের মধ্যে অংশগ্রহণকারী দলসমূহকে নিজেদের ১৫ সদস্যবিশিষ্ট দলীয় সদস্য তালিকা ঘোষণা করার নির্দেশনা প্রদান করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল।[৩০] ২০২৩ সালের আগস্ট মাসে প্রথম দল হিসেবে বিশ্বকাপের জন্য নিজেদের প্রাথমিক দল ঘোষণা করে অস্ট্রেলিয়া।[৩১]
২০২৩ সালের ৮ সেপ্টেম্বর টুর্নামেন্টের ম্যাচ পরিচালনাকারী চারজন ম্যাচ রেফারি ও ষোলজন আম্পায়ারের নাম ঘোষণা করা হয়।[৩২]
ম্যাচ রেফারি
আম্পায়ার
|
|
|
|
২০২৩ সালের ২২ সেপ্টেম্বর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল টুর্নামেন্টের পুরস্কার মূল্যের তালিকা ঘোষণা করে।[৩৩]
অবস্থান | দল | পুরস্কার মূল্য (মার্কিন ডলারে) |
---|---|---|
চ্যাম্পিয়ন | অস্ট্রেলিয়া | $৪,০০০,০০০ |
রানার-আপ | ভারত | $২,০০০,০০০ |
সেমিফাইনালে পরাজিত | নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকা |
$১,৬০০,০০০ (প্রতিটি দল $৮০০,০০০ করে) |
রাউন্ড-রবিন পর্বে বিদায় | পাকিস্তান আফগানিস্তান ইংল্যান্ড বাংলাদেশ শ্রীলঙ্কা নেদারল্যান্ডস |
$৬০০,০০০ (প্রতিটি দল $১০০,০০০ করে) |
এছাড়াও রাউন্ড-রবিন পর্বে প্রতি ম্যাচের জয়ী দলের জন্য অতিরিক্ত $৪০,০০০ করে বরাদ্দ করা হয়।[৩৪]
টুর্নামেন্ট শুরুর আগে অংশগ্রহণকারী প্রতিটি দল দুটি করে প্রস্তুতিমূলক ম্যাচে অংশ নিচ্ছে।[৩৫] প্রস্ততিমূলক ম্যাচসমূহ গুয়াহাটি, তিরুবনন্তপুরম ও হায়দ্রাবাদে অনুষ্ঠিত হচ্ছে।[৩৬] ২০২৩ সালের ২৩ আগস্ট প্রস্তুতিমূলক ম্যাচসমূহের সূচি ঘোষণা করা হয়।[৩৭]
ব
|
||
ব
|
||
ব
|
||
ব
|
||
ব
|
||
ব
|
||
ব
|
||
ব
|
||
ব
|
||
ব
|
||
২০২৩ সালের ২৭ জুন টুর্নামেন্টের সূচি ঘোষিত হয়।[৩৮] পরবর্তীতে ২০২৩ সালের আগস্ট মাসে টুর্নামেন্টের নয়টি ম্যাচের সূচিতে পরিবর্তন আনা হয়।[৩৯]
অব | দল | খেলা | জ | হা | টাই | ফহ | পয়েন্ট | নে.রা.রে. | যোগ্যতা অর্জন |
---|---|---|---|---|---|---|---|---|---|
১ | ভারত (H) | ৯ | ৯ | ০ | ০ | ০ | ১৮ | +২.৫৭০ | সেমি-ফাইনাল এবং ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে উত্তীর্ণ |
২ | দক্ষিণ আফ্রিকা | ৯ | ৭ | ২ | ০ | ০ | ১৪ | +১.২৬১ | |
৩ | অস্ট্রেলিয়া | ৯ | ৭ | ২ | ০ | ০ | ১৪ | +০.৮৪১ | |
৪ | নিউজিল্যান্ড | ৯ | ৫ | ৪ | ০ | ০ | ১০ | +০.৭৪৩ | |
৫ | পাকিস্তান | ৯ | ৪ | ৫ | ০ | ০ | ৮ | −০.১৯৯ | ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে উত্তীর্ণ[ক] |
৬ | আফগানিস্তান | ৯ | ৪ | ৫ | ০ | ০ | ৮ | −০.৩৩৬ | |
৭ | ইংল্যান্ড | ৯ | ৩ | ৬ | ০ | ০ | ৬ | −০.৫৭২ | |
৮ | বাংলাদেশ | ৯ | ২ | ৭ | ০ | ০ | ৪ | −১.০৮৭ | |
৯ | শ্রীলঙ্কা | ৯ | ২ | ৭ | ০ | ০ | ৪ | −১.৪১৯ | |
১০ | নেদারল্যান্ডস | ৯ | ২ | ৭ | ০ | ০ | ৪ | −১.৮২৫ |
সেমিফাইনাল | ফাইনাল | |||||||
১ | ভারত | ৩৯৭/৪ (৫০) | ||||||
৪ | নিউজিল্যান্ড | ৩২৭ (৪৮.৫) | ||||||
১ | ভারত | ২৪০ (৫০) | ||||||
৩ | অস্ট্রেলিয়া | ২৪১/৪ (৪৩) | ||||||
২ | দক্ষিণ আফ্রিকা | ২১২ (৪৯.৪) | ||||||
৩ | অস্ট্রেলিয়া | ২১৫/৭ (৪৭.২) |
২০২৩ সালের ২০ নভেম্বর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল প্রতিযোগিতার সেরা একাদশ ঘোষণা করে।[৪০] একাদশে অধিনায়ক হিসেবে রোহিত শর্মাকে রাখা হয়।[৪১]
খেলোয়াড় | ভূমিকা |
---|---|
কুইন্টন ডি কক | ব্যাটার, উইকেটরক্ষক |
রোহিত শর্মা | ব্যাটার, অধিনায়ক |
বিরাট কোহলি | ব্যাটার |
ড্যারিল মিচেল | ব্যাটার |
লোকেশ রাহুল | ব্যাটার |
গ্লেন ম্যাক্সওয়েল | অলরাউন্ডার (ডানহাতি অফ স্পিন) |
রবীন্দ্র জাদেজা | অলরাউন্ডার (বামহাতি অফ স্পিন) |
জসপ্রীত বুমরাহ | বোলার (ডানহাতি ফাস্ট) |
দিলশান মদুশঙ্কা | বোলার (বামহাতি ফাস্ট) |
অ্যাডাম জাম্পা | বোলার (ডানহাতি লেগ স্পিন) |
মোহাম্মদ শামি | বোলার (ডানহাতি ফাস্ট) |
জেরাল্ড কোয়েটজি | বোলার (ডানহাতি মিডিয়াম ফাস্ট), দ্বাদশ খেলোয়াড় |
টুর্নামেন্টটির আনুষ্ঠানিক সম্প্রচারকের দায়িত্ব দেয়া হয় ভারতের স্টার স্পোর্টস নেটওয়ার্ককে, যারা টুর্নামেন্টটি ভারতসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে সম্প্রচার করবে।[৪২]
অঞ্চল | সম্প্রচারের স্বত্বধারী |
---|---|
অস্ট্রেলিয়া | ফক্সটেল, কায়ো, নাইন নেটওয়ার্ক |
আফগানিস্তান | রেডিও টেলিভিশন আফগানিস্তান স্পোর্টস, আরিয়ানা টেলিভিশন নেটওয়ার্ক |
কানাডা | উইলো |
ক্যারিবীয় অঞ্চল | ইএসপিএন |
দক্ষিণ আফ্রিকা, সাহারা-নিম্ন আফ্রিকা | সুপারস্পোর্ট |
নিউজিল্যান্ড | স্কাই স্পোর্ট |
নেপাল | স্টার স্পোর্টস নেটওয়ার্ক |
পাকিস্তান | এ স্পোর্টস, পাকিস্তান টেলিভিশন স্পোর্টস |
প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ | টেলিভিশনওয়ান স্পোর্টস |
বাংলাদেশ | বাংলাদেশ টেলিভিশন, গাজী টেলিভিশন নেটওয়ার্ক, তিতাস স্পোর্টস |
ভারত | স্টার স্পোর্টস নেটওয়ার্ক, দূরদর্শন স্পোর্টস |
মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা | এতিসালাত, স্টারসপ্লে |
মহাদেশীয় ইউরোপ, দক্ষিণ-পূর্ব এশিয়া | ইয়াপটিভি |
মার্কিন যুক্তরাষ্ট্র | ইএসপিএন+, উইলো |
যুক্তরাজ্য, আয়ারল্যান্ড | স্কাই স্পোর্টস ক্রিকেট |
শ্রীলঙ্কা | টেলিভিশন ১, স্টার স্পোর্টস নেটওয়ার্ক |
সিঙ্গাপুর | অ্যাস্ট্রো বিণ্মীন |
হংকং | অ্যাস্ট্রো বিণ্মীন ইয়াপটিভি |
ICC বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ Amir info Bangladeshi