![]() ২০২৩ ক্রিকেট বিশ্বকাপ চূড়ান্ত বাছাই প্রতিযোগিতার লোগো | |
তারিখ | ১৮ জুন ২০২৩ – ৯ জুলাই ২০২৩ |
---|---|
তত্ত্বাবধায়ক | আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল |
ক্রিকেটের ধরন | একদিনের আন্তর্জাতিক |
প্রতিযোগিতার ধরন | গ্রুপ রাউন্ড-রবিন ও প্লেঅফ |
আয়োজক | ![]() |
বিজয়ী | ![]() |
রানার-আপ | ![]() |
অংশগ্রহণকারী দলসংখ্যা | ১০ |
খেলার সংখ্যা | ৩৪ |
প্রতিযোগিতার সেরা খেলোয়াড় | ![]() |
সর্বাধিক রান সংগ্রহকারী | ![]() |
সর্বাধিক উইকেটধারী | ![]() |
আনুষ্ঠানিক ওয়েবসাইট | ক্রিকেট বিশ্বকাপ |
২০২৩ ক্রিকেট বিশ্বকাপ চূড়ান্ত বাছাই ছিল একটি আন্তর্জাতিক ক্রিকেট প্রতিযোগিতা যেটি ক্রিকেট বিশ্বকাপ বাছাইপর্বের ১২শ আসর হিসেবে ২০২৩ সালের জুন ও জুলাই মাসে জিম্বাবুয়েতে অনুষ্ঠিত হয়।[১] ২০২৩ ক্রিকেট বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনকারী শেষ দুটি দল নির্ধারণের লক্ষ্যে এ টুর্নামেন্টটি আয়োজিত হয়।[২]
২০১৮ সালে অনুষ্ঠিত টুর্নামেন্টের পূর্ববর্তী আসর জিম্বাবুয়েতে আয়োজিত হয়েছিল।[৩] ২০২০ সালের জুলাই মাসে এ আসরটিও আয়োজনের আকাঙ্ক্ষা প্রকাশ করে জিম্বাবুয়ে।[৪] টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব জিম্বাবুয়েকে প্রদান করার কথা ২০২০ সালের ডিসেম্বর মাসে নিশ্চিত করা হয়।[৫][৬]
টুর্নামেন্টের ফাইনালে উত্তীর্ণ হওয়ার পাশাপাশি মূল বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডস।[৭] ফাইনালে নেদারল্যান্ডসকে ১২৮ রানে পরাজিত করে বিজয়ী হয় শ্রীলঙ্কা।[৮]
টুর্নামেন্টে অংশগ্রহণ করে দশটি দল: ২০২০–২০২৩ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট তালিকার শেষ পাঁচটি দল, ২০১৯–২০২৩ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ ২-এর পয়েন্ট তালিকার সেরা তিনটি দল ও ২০২৩ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ চূড়ান্ত বাছাই প্লেঅফের পয়েন্ট তালিকার সেরা দুটি দল।[৯] টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ একদিনের আন্তর্জাতিক (ওডিআই) হিসেবে খেলা হয়।[১০][১১]
টুর্নামেন্টে প্রথমবারের মত সুপার সিক্স পর্ব থেকে ম্যাচসমূহে আম্পায়ার সিদ্ধান্ত পর্যালোচনা পদ্ধতি (ডিআরএস) ব্যবহৃত হবে বলে ২০২৩ সালের মে মাসে ঘোষণা দেয় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল।[১২]
উত্তরণের যোগ্যতা | তারিখ | আয়োজনস্থল | আসন | উত্তীর্ণ দল |
---|---|---|---|---|
২০২০–২০২৩ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগ (সুপার লিগ টুর্নামেন্টে অংশগ্রহণকারীদের মধ্যে শেষ অবস্থানে থাকা ৫ দল) |
৩০ জুলাই ২০২০ – ১৪ মে ২০২৩ | বিভিন্ন | ৫ | ![]() ![]() ![]() ![]() ![]() |
২০১৯–২০২৩ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ ২ (লিগ ২ টুর্নামেন্টে অংশগ্রহণকারীদের মধ্যে সেরা ৩ দল) |
১৪ আগস্ট ২০১৯ – ১৬ মার্চ ২০২৩ | ৩ | ![]() ![]() ![]() | |
২০২৩ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ চূড়ান্ত বাছাই প্লেঅফ | ২৬ মার্চ ২০২৩ – ৫ এপ্রিল ২০২৩ | ![]() |
২ | ![]() ![]() |
মোট | ১০ |
বুলাওয়ায়ো ও হারারের মোট চারটি মাঠে টুর্নামেন্টের ম্যাচসমূহ অনুষ্ঠিত হয়।[১৩]
হারারে | বুলাওয়ায়ো | ||
---|---|---|---|
হারারে স্পোর্টস ক্লাব মাঠ | তাকাশিংগা ক্রিকেট ক্লাব মাঠ | কুইনস স্পোর্টস ক্লাব মাঠ | বুলাওয়ায়ো অ্যাথলেটিক ক্লাব মাঠ |
ধারণক্ষমতা: ১০০০০ | ধারণক্ষমতা: – | ধারণক্ষমতা: ১২৪৯০ | ধারণক্ষমতা: ১২০০০ |
![]() |
টুর্নামেন্টের জন্য নিম্নলিখিত দলসমূহ ঘোষণা করা হয়:[১৪]
২০২৩ সালের ৮ জুন ওয়েস্ট ইন্ডিজ দলে গুডাকেশ মোতির পরিবর্তে জনসন চার্লসকে অন্তর্ভুক্ত করা হয়।[২৫] টুর্নামেন্ট চলাকালে দিলশান মদুশঙ্কা, দুনিথ ভেল্লালাগে ও সহন আরচ্চিগেকে শ্রীলঙ্কা দলে রিজার্ভ খেলোয়াড় হিসেবে যোগ করা হয়।[২৬] টুর্নামেন্টের সুপার সিক্স পর্বের আগে চোট পেয়ে জিম্বাবুয়ের ক্লাইভ মাদান্দে টুর্নামেন্টের বাকি অংশ থেকে ছিটকে গেলে তাঁর পরিবর্তে জিম্বাবুয়ে দলে নিয়াশা মায়াভোকে যোগ করা হয়।[২৭] টুর্নামেন্ট চলাকালে ইয়্যানিক কারিয়া চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজ দল থেকে ছিটকে গেলে তাঁর পরিবর্তে কেভিন সিনক্লেয়ারকে ওয়েস্ট ইন্ডিজ দলে নেয়া হয়।[২৮] টুর্নামেন্টের সুপার সিক্স পর্ব চলাকালে দুষ্মন্ত চামিরা চোটের কারণে শ্রীলঙ্কা দল থেকে ছিটকে যান, যে কারণে শ্রীলঙ্কা দলে দিলশান মদুশঙ্কাকে যোগ করা হয়।[২৯] পরবর্তীতে চোটের কারণে লাহিরু কুমারাও শ্রীলঙ্কা দল থেকে ছিটকে গেলে সহন আরচ্চিগেকে শ্রীলঙ্কা দলে যোগ করা হয়।[৩০]
টুর্নামেন্ট শুরুর আগে অংশগ্রহণকারী প্রতিটি দল দুটি করে আনুষ্ঠানিক প্রস্তুতিমূলক ম্যাচে অংশগ্রহণ করে।[৩১]
ব
|
||
ব্র্যান্ডন ম্যাকমালেন ৩৮ (৫৪)
ইয়্যানিক কারিয়া ৪/৪৬ (৯ ওভার) |
ব
|
||
ব
|
||
ব
|
||
ব
|
||
জিশান মাকসুদ ১০৯ (১০৬)
সোমপাল কামি ৫/৫৭ (৯.২ ওভার) |
কুশল ভুর্তেল ১০১ (৯৪)
আকিব ইলিয়াস ৪/৪২ (৭.৫ ওভার) |
ব
|
||
রভমান পাওয়েল ১০৫ (৫৫)
মোহাম্মদ জাওয়াদউল্লাহ ৩/৫০ (৮ ওভার) |
ব
|
||
ব্র্যান্ডন ম্যাকমালেন ৪৯ (৫৬)
শন উইলিয়ামস ২/১৪ (৩ ওভার) |
ব
|
||
ব
|
||
২০২৩ সালের ২৩ মে টুর্নামেন্টের গ্রুপ পর্বের সূচি নিশ্চিত করা হয়।[৩২]
অব | দল | খেলা | জ | হা | টাই | ফহ | পয়েন্ট | নে.রা.রে. | যোগ্যতা অর্জন |
---|---|---|---|---|---|---|---|---|---|
১ | ![]() |
৪ | ৪ | ০ | ০ | ০ | ৮ | +২.২৪১ | সুপার সিক্সে উত্তীর্ণ |
২ | ![]() |
৪ | ৩ | ১ | ০ | ০ | ৬ | +০.৬৬৯ | |
৩ | ![]() |
৪ | ২ | ২ | ০ | ০ | ৪ | +০.৫২৫ | |
৪ | ![]() |
৪ | ১ | ৩ | ০ | ০ | ২ | −১.১৭১ | প্লেঅফে উত্তীর্ণ |
৫ | ![]() |
৪ | ০ | ৪ | ০ | ০ | ০ | −২.১৬৪ |
ব
|
||
কুশল ভুর্তেল ৯৯ (৯৫)
রিচার্ড ন্গারাভা ৪/৪৩ (৯ ওভার) |
ব
|
||
ব
|
||
ব
|
||
ভীম সার্কী ৭৭* (১১৪)
স্টিভেন টেলর ১/১৪ (৫ ওভার) |
ব
|
||
ব
|
||
ব
|
||
ব
|
||
ব
|
||
অব | দল | খেলা | জ | হা | টাই | ফহ | পয়েন্ট | নে.রা.রে. | যোগ্যতা অর্জন |
---|---|---|---|---|---|---|---|---|---|
১ | ![]() |
৪ | ৪ | ০ | ০ | ০ | ৮ | +৩.০৪৭ | সুপার সিক্সে উত্তীর্ণ |
২ | ![]() |
৪ | ৩ | ১ | ০ | ০ | ৬ | +০.৫৪০ | |
৩ | ![]() |
৪ | ২ | ২ | ০ | ০ | ৪ | −১.২২১ | |
৪ | ![]() |
৪ | ১ | ৩ | ০ | ০ | ২ | −০.০৬১ | প্লেঅফে উত্তীর্ণ |
৫ | ![]() |
৪ | ০ | ৪ | ০ | ০ | ০ | −২.২৪৯ |
ব
|
||
কুশল মেন্ডিস ৭৮ (৬৩)
আলি আমির নাসির ২/৪৪ (১০ ওভার) |
ব
|
||
কার্টিস ক্যাম্ফার ১২০ (১০৮)
ব্র্যান্ডন ম্যাকমালেন ৫/৩৪ (৭ ওভার) |
ব
|
||
ব
|
||
ব
|
||
ব্র্যান্ডন ম্যাকমালেন ১৩৬ (১২১)
বিলাল খান ৫/৫৫ (১০ ওভার) |
নাসিম খুশি ৬৯ (৫৩)
ক্রিস গ্রিভস ৫/৫৩ (১০ ওভার) |
ব
|
||
পাথুম নিশঙ্কা ৭৫ (৮৫)
ক্রিস গ্রিভস ৪/৩২ (৬.৩ ওভার) |
ব
|
||
পল স্টার্লিং ১৬২ (১৩৪)
সঞ্চিত শর্মা ৩/৪৬ (৭ ওভার) |
৭ম স্থান সেমিফাইনাল | ৭ম স্থান নির্ধারণী | |||||||
এ৫ | ![]() |
১৯৬ (৪২.৪) | ||||||
বি৪ | ![]() |
১৯৭/৪ (৩৪.২) | ||||||
এ৪ | ![]() |
২৬৮/৯ (৫০) | ||||||
বি৪ | ![]() |
২৬৯/৮ (৪৯.২) | ||||||
বি৫ | ![]() |
১৮১ (৪৬.৫) | ||||||
এ৪ | ![]() |
১৮৫/৭ (৪৩.২) | ৯ম স্থান নির্ধারণী | |||||
বি৫ | ![]() |
৩০৮/৪ (৫০) | ||||||
এ৫ | ![]() |
৩০৭/৯ (৫০) |
ব
|
||
ব
|
||
ব
|
||
ব
|
||
অব | দল | খেলা | জ | হা | টাই | ফহ | পয়েন্ট | নে.রা.রে. | যোগ্যতা অর্জন |
---|---|---|---|---|---|---|---|---|---|
১ | ![]() |
৫ | ৫ | ০ | ০ | ০ | ১০ | +১.৬০০ | ফাইনালে উত্তীর্ণ |
২ | ![]() |
৫ | ৩ | ২ | ০ | ০ | ৬ | +০.১৬০ | |
৩ | ![]() |
৫ | ৩ | ২ | ০ | ০ | ৬ | +০.১০২ | |
৪ | ![]() |
৫ | ৩ | ২ | ০ | ০ | ৬ | −০.০৯৯ | |
৫ | ![]() |
৫ | ১ | ৪ | ০ | ০ | ২ | −০.২০৪ | |
৬ | ![]() |
৫ | ০ | ৫ | ০ | ০ | ০ | −১.৮৯৫ |
ব
|
||
ব
|
||
ব
|
||
জেসন হোল্ডার ৪৫ (৭৯)
ব্র্যান্ডন ম্যাকমালেন ৩/৩২ (৯ ওভার) |
ব
|
||
ব
|
||
ব
|
||
ব
|
||
ব্র্যান্ডন কিং ১০০ (১০৪)
কলিমুল্লাহ ১/৪৯ (৯ ওভার) |
ব
|
||
ব্র্যান্ডন ম্যাকমালেন ১০৬ (১১০)
বাস ডে লেডা ৫/৫২ (১০ ওভার) |
ব
|
||
কিসি কার্টি ৮৭ (৯৬)
মহেশ তীক্ষণ ৪/৩৪ (১০ ওভার) |
পাথুম নিশঙ্কা ১০৪ (১১৩)
কেভিন সিনক্লেয়ার ১/৫২ (১০ ওভার) |
ব
|
||
অবস্থান | দল | যোগ্যতা |
---|---|---|
১ | ![]() |
২০২৩ ক্রিকেট বিশ্বকাপে উত্তীর্ণ |
২ | ![]() | |
৩ | ![]() |
বিদায় |
৪ | ![]() | |
৫ | ![]() | |
৬ | ![]() | |
৭ | ![]() | |
৮ | ![]() | |
৯ | ![]() | |
১০ | ![]() |
২০২৩ সালের ১০ জুলাই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) প্রতিযোগিতার সেরা একাদশ ঘোষণা করে।[৪৪]