২০২৩–২৪ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

২০২৩–২৪ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ
লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ফাইনাল অনুষ্ঠিত হবে
বিবরণ
তারিখবাছাইপর্ব:
২৭ জুন – ৩০ অগাস্ট ২০২৩
মূল প্রতিযোগিতা:
১৯ সেপ্টেম্বর ২০২৩ – ১ জুন ২০২৪
দলমূল প্রতিযোগিতা: ৩২
মোট: ৭৮ (৫৩টি অ্যাসোসিয়েশন থেকে)
চূড়ান্ত অবস্থান
চ্যাম্পিয়নস্পেন রিয়াল মাদ্রিদ (১৫তম শিরোপা)
রানার-আপজার্মানি বরুশিয়া ডর্টমুন্ড
পরিসংখ্যান
ম্যাচ১২৫
গোল সংখ্যা৩৭৫ (ম্যাচ প্রতি ৩টি)
দর্শক সংখ্যা৬৫,১১,১৯১ (ম্যাচ প্রতি ৫২,০৯০ জন)
শীর্ষ গোলদাতাহ্যারি কেইন (বায়ার্ন মিউনিখ)
কিলিয়ান এম্বাপ্পে (পারি সাঁ-জেরমাঁ)
৮ গোল
সেরা খেলোয়াড়ভিনিসিউস জুনিয়র (রিয়েল মাদ্রিদ)
সেরা যুব খেলোয়াড়জুড বেলিংহাম (রিয়েল মাদ্রিদ)
সর্বশেষ হালনাগাদ: ১ জুন ২০২৪

২০২৩–২৪ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ হল ইউরোপের ক্লাব ফুটবলের প্রতিযোগিতা, উয়েফা চ্যাম্পিয়নস লিগের ৬৯তম আসর, যা উয়েফা কর্তৃক আয়োজিত হয়ে থাকে। এই আসরের ফাইনাল ইংল্যান্ডের লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়াম এ অনুষ্ঠিত হয়েছিল।[]

২০২৩-২৪ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের বিজয়ী দল স্বয়ংক্রিয়ভাবে ২০২৪-২৫ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে এবং ২০২৩-২৪ উয়েফা ইউরোপা লিগের বিজয়ীদের বিরুদ্ধে ২০২৪ উয়েফা সুপার কাপে খেলার যোগ্যতা অর্জন করবে। পাশাপাশি বিজয়ী দলটি নতুন প্রবর্তিত ২০২৪ ফিফা আন্তঃমহাদেশীয় কাপের ফাইনালে এবং মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য সম্প্রসারিত ২০২৫ ফিফা ক্লাব বিশ্বকাপে খেলার জন্যও যোগ্যতা অর্জন করবে।

এই আসরটি গ্রুপ পর্বে ৩২টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত বিন্যাসের শেষ মৌসুম, যেহেতু উয়েফা পরবর্তি মৌসুম থেকে একটি নতুন সম্প্রসারিত বিন্যাস চালু করার ঘোষণা করেছে।[]

ম্যানচেস্টার সিটি এই প্রতিযোগিতার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, যারা বিগত আসরে তাদের প্রথম শিরোপা জিতেছে।

গ্রুপ পর্ব

[সম্পাদনা]

গ্রুপ এ

[সম্পাদনা]
অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন BAY CPH GAL MUN
জার্মানি বায়ার্ন মিউনিখ ১২ +৬ ১৬ নক-আউট পর্ব ০–০ ২–১ ৪–৩
ডেনমার্ক কোপেনহেগেন ১–২ ১–০ ৪–৩
তুরস্ক গালাতাসারায় ১০ ১৩ −৩ ইউরোপা লিগ প্লে-অফ ১–৩ ২–২ ৩–৩
ইংল্যান্ড ম্যানচেস্টার ইউনাইটেড ১২ ১৫ −৩ ০–১ ১–০ ২–৩

গ্রুপ বি

[সম্পাদনা]
অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন ARS PSV LEN SEV
ইংল্যান্ড আর্সেনাল ১৬ +১২ ১৩ নক-আউট পর্ব ৪–০ ৬–০ ২–০
নেদারল্যান্ডস পিএসভি এইন্থোভেন ১০ −২ ১–১ ১–০ ২–২
ফ্রান্স লেন্স ১১ −৫ ইউরোপা লিগ প্লে-অফ ২–১ ১–১ ২–১
স্পেন সেভিয়া ১২ −৫ ১–২ ২–৩ ১–১

গ্রুপ সি

[সম্পাদনা]
অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন RMA NAP BRA UNB
স্পেন রিয়েল মাদ্রিদ ১৬ +৯ ১৮ নক-আউট পর্ব ৪–২ ৩–০ ১–০
ইতালি নাপোলি ১০ +১ ১০ ২–৩ ২–০ ১–১
পর্তুগাল ব্রাগা ১২ −৬ ইউরোপা লিগ প্লে-অফ ১–২ ১–২ ১–১
জার্মানি ইউনিয়ন বার্লিন ১০ −৪ ২–৩ ০–১ ২–৩

গ্রুপ ডি

[সম্পাদনা]
অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন RSO INT BEN SAL
স্পেন রিয়েল সোসিয়েদাদ +৫ ১২[] নক-আউট পর্ব ১–১ ৩–১ ০–০
ইতালি ইন্টার মিলান +৩ ১২[] ০–০ ১–০ ২–১
পর্তুগাল বেনফিকা ১১ −৪ [] ইউরোপা লিগ প্লে-অফ ০–১ ৩–৩ ০–২
অস্ট্রিয়া রেডবুল স্যালজবার্গ −৪ [] ০–২ ০–১ ১–৩
উৎস: উয়েফা
টীকা:
  1. হেড-টু-হেড পয়েন্টে, হেড-টু-হেড গোল পার্থক্যে ও হেড-টু-হেড স্বপক্ষে গোলে টাই। মোট গোল পার্থক্য: রিয়েল সোসিয়েদাদ +৫, ইন্টার মিলান +৩
  2. হেড-টু-হেড পয়েন্টে, হেড-টু-হেড গোল পার্থক্যে, মোট গোল পার্থক্যে ও হেড-টু-হেড স্বপক্ষে গোলে টাই। মোট স্বপক্ষে গোল: বেনফিকা ৭, রেডবুল স্যালজবার্গ ৪।

গ্রুপ ই

[সম্পাদনা]
অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন ATM LAZ FEY CEL
স্পেন অ্যাটলেটিকো মাদ্রিদ ১৭ +১১ ১৪ নক-আউট পর্ব ২–০ ৩–২ ৬–০
ইতালি লাজিয়ো ১০ ১–১ ১–০ ২–০
নেদারল্যান্ডস ফেইয়ানর্ট ১০ −১ ইউরোপা লিগ প্লে-অফ ১–৩ ৩–১ ২–০
স্কটল্যান্ড সেল্টিক ১৫ −১০ ২–২ ১–২ ২–১

গ্রুপ এফ

[সম্পাদনা]
অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন DOR PAR MIL NEW
জার্মানি বরুসিয়া ডর্টমুন্ড +৩ ১১ নক-আউট পর্ব ১–১ ০–০ ২–০
ফ্রান্স পিএসজি +১ [] ২–০ ৩–০ ১–১
ইতালি মিলান −৩ [] ইউরোপা লিগ প্লে-অফ ১–৩ ২–১ ০–০
ইংল্যান্ড নিউক্যাসেল ইউনাইটেড −১ ০–১ ৪–১ ১–২
উৎস: উয়েফা
টীকা:
  1. হেড-টু-হেড পয়েন্টে টাই। হেড-টু-হেড গোল পার্থক্য: প্যারিস এসজি +২, মিলান −২

গ্রুপ জি

[সম্পাদনা]
অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন MCI RBL YB RSB
ইংল্যান্ড ম্যানচেস্টার সিটি ১৮ +১১ ১৮ নক-আউট পর্ব ৩–২ ৩–০ ৩–১
জার্মানি আরপি লিপজিগ ১৩ ১০ +৩ ১২ ১–৩ ২–১ ৩–১
সুইজারল্যান্ড ইয়ং বয়েজ ১৩ −৬ ইউরোপা লিগ প্লে-অফ ১–৩ ১–৩ ২–০
সার্বিয়া রেড স্টার বেলগ্রেড ১৫ −৮ ২–৩ ১–২ ২–২

গ্রুপ এইচ

[সম্পাদনা]
অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন BAR POR SHK ANT
স্পেন বার্সেলোনা ১২ +৬ ১২[] নক-আউট পর্ব ২–১ ২–১ ৫–০
পর্তুগাল পোর্তু ১৫ +৭ ১২[] ০–১ ৫–৩ ২–০
ইউক্রেন শাখতার দোনেৎস্ক ১০ ১২ −২ ইউরোপা লিগ প্লে-অফ ১–০ ১–৩ ১–০
বেলজিয়াম রয়্যাল অ্যান্টওয়ার্প ১৭ −১১ ৩–২ ১–৪ ২–৩
উৎস: উয়েফা
টীকা:
  1. হেড-টু-হেড পয়েন্ট: বার্সেলোনা ৬, পোর্তু ০

নক-আউট পর্ব

[সম্পাদনা]
 
১৬ দলের পর্বকোয়ার্টার-ফাইনালসেমি-ফাইনালফাইনাল
 
                      
 
 
 
 
ইতালি ইন্টার মিলান২ (২)
 
 
 
স্পেন অ্যাটলেটিকো মাদ্রিদ (পে.)২ (৩)
 
স্পেন অ্যাটলেটিকো মাদ্রিদ
 
 
 
জার্মানি বরুসিয়া ডর্টমুন্ড
 
নেদারল্যান্ডস পিএসভি এইন্থোভেন
 
 
 
জার্মানি বরুসিয়া ডর্টমুন্ড
 
জার্মানি বরুসিয়া ডর্টমুন্ড
 
 
 
ফ্রান্স পারি সাঁ-জেরমাঁ
 
ফ্রান্স পারি সাঁ-জেরমাঁ
 
 
 
স্পেন রিয়েল সোসিয়েদাদ
 
ফ্রান্স পারি সাঁ-জেরমাঁ
 
 
 
স্পেন বার্সেলোনা
 
ইতালি নাপোলি
 
১ জুন – লন্ডন
 
স্পেন বার্সেলোনা
 
জার্মানি বরুসিয়া ডর্টমুন্ড
 
 
 
স্পেন রিয়েল মাদ্রিদ
 
পর্তুগাল পোর্তু১ (২)
 
 
 
ইংল্যান্ড আর্সেনাল (পে.)১ (৪)
 
ইংল্যান্ড আর্সেনাল
 
 
 
জার্মানি বায়ার্ন মিউনিখ
 
ইতালি লাজিও
 
 
 
জার্মানি বায়ার্ন মিউনিখ
 
জার্মানি বায়ার্ন মিউনিখ
 
 
 
স্পেন রিয়েল মাদ্রিদ
 
জার্মানি আরবি লিপজিগ
 
 
 
স্পেন রিয়েল মাদ্রিদ
 
স্পেন রিয়েল মাদ্রিদ (পে.)৪ (৪)
 
 
 
ইংল্যান্ড ম্যানচেস্টার সিটি৪ (৩)
 
ডেনমার্ক কোপেনহেগেন
 
 
ইংল্যান্ড ম্যানচেস্টার সিটি
 

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Champions League final hosts for 2021, 2022, 2023 and 2024"UEFA। ২৪ সেপ্টেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০২২ 
  2. "UEFA approves final format and access list for its club competitions as of the 2024/25 season"UEFA.com। ১০ মে ২০২২। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০২৩ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]