২০২৫ বাংলাদেশ প্রিমিয়ার লিগ

২০২৫ বাংলাদেশ প্রিমিয়ার লিগ
তারিখ৩০ ডিসেম্বর, ২০২৪ – ৭ ফেব্রুয়ারি, ২০২৫
তত্ত্বাবধায়কবাংলাদেশ ক্রিকেট বোর্ড
ক্রিকেটের ধরনটুয়েন্টি২০
প্রতিযোগিতার ধরনডাবল রাউন্ড-রবিন ও প্লে-অফ
আয়োজকবাংলাদেশ
অংশগ্রহণকারী দলসংখ্যা
খেলার সংখ্যা৪৬
আনুষ্ঠানিক ওয়েবসাইটbplt20.com.bd
২০২৬ →

২০২৫ বাংলাদেশ প্রিমিয়ার লিগ, বিপিএল সিজন ১১ নামেও পরিচিত, এটি হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ মৌসুম, যা বাংলাদেশের শীর্ষ-স্তরের পেশাদার টি-টোয়েন্টি ক্রিকেট লিগ।[] লিগটি আয়োজন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।[] এটি ৩০ ডিসেম্বর, ২০২৪ থেকে ৭ ফেব্রুয়ারি, ২০২৫ পর্যন্ত অনুষ্ঠিত হবে।[] ২০২২ সালের সেপ্টেম্বরে, বিপিএল গভর্নিং কাউন্সিল সাতটি ফ্র্যাঞ্চাইজি ঘোষণা করেছিল, যারা টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে।[]

পটভূমি

[সম্পাদনা]

২০২৫ মৌসুম বিগ ব্যাশ লিগ, এসএ টি-টুয়েন্টি ও ইন্টারন্যাশনাল লিগ টি২০-এর সাথে সাংঘর্ষিক সময়ে হবে। ২০২৪ সালের সেপ্টেম্বরে ঢাকা ফ্র্যাঞ্চাইজির মালিকানা স্বত্ব অধিগ্রহণ করে শাকিব খানের রিমার্ক-হারল্যান গ্রুপ। পরবর্তীতে এর নাম পরিবর্তন করে ঢাকা ক্যাপিটালস করা হয়। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পরিবর্তে আসে দুর্বার রাজশাহী। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের নাম পরিবর্তন করে রাখা হয় চিটাগাং কিংস। ২৪ অক্টোবর ২০২৪ তারিখে প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়।

প্লেয়ার্স ড্রাফট

[সম্পাদনা]

২০২৪ সালের ২৪ অক্টোবর রাজধানী ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়। প্লেয়ার্স ড্রাফটে পছন্দের খেলোয়াড়দের দলে ভিড়িয়েছে সাতটি ফ্রাঞ্চাইজি। তবে দলগুলো চাইলে ড্রাফটের বাইরে থেকেও দলের জন্য ক্রিকেটার কিনতে পারবে।

থিম, মাসকট ও থিম গান

[সম্পাদনা]

এই আসরে বিপিএলের গানের শিরোনাম হলো :

গানটিতে গায়ক হিসেবে ছিলেন আওয়াজ উডা গানের গায়ক র‍্যাপার হান্নান হোসেন শিমুল ও অন্যান্যরা।

অন্যান্য

[সম্পাদনা]

ইউটিউবে বিপিএল ২০২৫ এর থিম গান

মাসকট

[সম্পাদনা]

এই আসরে বিপিএলের মাস্কট হলো ডানা ৩৬। এটি ২০২৪-এর কোটা সংস্কার আন্দোলনের শহীদ আবু সাঈদ-এর অনূপ্রেরণায় তৈরি করা হয়েছে।[] এটি হাত প্রসারিত একটি পায়রা, যা শান্তি, ঐক্য এবং সৌহার্দ্যের প্রতীক। মাসকটের "৩৬" সংখ্যা দিয়ে ৩৬ জুলাই কে চিহ্নিত করা হয়েছে।

দল শহর বিভাগ ক্যাপ্টেন প্রধান কোচ
খুলনা টাইগার্স খুলনা খুলনা বিভাগ মেহেদী হাসান মিরাজ তালহা জুবায়ের
চিটাগাং কিংস চট্টগ্রাম চট্টগ্রাম বিভাগ মোহাম্মদ মিঠুন শন টেইট
ঢাকা ক্যাপিটালস ঢাকা ঢাকা বিভাগ, (ফরিদপুর অঞ্চল ব্যতিত) থিসারাপেরেরা খালেদ মাহমুদ সুজন
ফরচুন বরিশাল বরিশাল বরিশাল বিভাগ, (ফরিদপুর অঞ্চল সহ) তামিম ইকবাল মিজানুর রহমান বাবুল
রংপুর রাইডার্স রংপুর রংপুর বিভাগ নুরুল হাসান সোহান মিকি আর্থার
দুর্বার রাজশাহী রাজশাহী রাজশাহী বিভাগ তাসকিন আহমেদ মেহরাব হোসেন
সিলেট স্ট্রাইকার্স সিলেট সিলেট বিভাগ শফিকুল ইসলাম রাজিন সালেহ

দলীয় সদস্য

[সম্পাদনা]
ফরচুন বরিশাল খুলনা টাইগার্স ঢাকা ক্যাপিটালস সিলেট স্ট্রাইকার্স রংপুর রাইডার্স চিটাগং কিংস দুর্বার রাজশাহী

ভেন্যু

[সম্পাদনা]
চট্টগ্রাম ঢাকা সিলেট
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম
ক্ষমতা: ২০,০০০ ক্ষমতা: ২৬,০০০ ক্ষমতা: ১৮,৫০০
ম্যাচ: ম্যাচ: ম্যাচ:

লিগ পর্যায়

[সম্পাদনা]

পর্ব ১ (ঢাকা)

[সম্পাদনা]
ম্যাচ ১
৩০ ডিসেম্বর ২০২৪
১৩:৩০ (দিন/রাত)

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "General Guidelines: 9th, 10th and 11th season of Bangladesh Premier League" (পিডিএফ)Bangladesh Cricket Board। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০২৩ 
  2. "BCB to sell BPL franchise rights for 3 years"The Daily Observer। সংগ্রহের তারিখ ২০২৩-১২-১৫ 
  3. https://www.facebook.com/rtvonline। "চূড়ান্ত হলো বিপিএলের দিনক্ষণ"RTV Online। সংগ্রহের তারিখ ২০২৪-১০-৩১ 
  4. "BPL announces seven franchises for 2023-25 | Sports"BSS। সংগ্রহের তারিখ ২০২৩-১২-১৫ 
  5. "তারুণ্যের উৎসবে বিপিএল ওড়াবে 'ডানা ৩৬'" 

বহিঃসংযোগ

[সম্পাদনা]