২২তম আইফা পুরস্কার | ||||
---|---|---|---|---|
তারিখ | ৩-৪ জুন ২০২২ | |||
স্থান | ইতিহাদ এরিনা, আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত | |||
উপস্থাপক | সালমান খান রিতেশ দেশমুখ মনীষ পল | |||
অফিসিয়াল ওয়েবসাইট | iifa | |||
আলোকপাত | ||||
শ্রেষ্ঠ চলচ্চিত্র | শেরশাহ | |||
সর্বাধিক পুরস্কার | শেরশাহ (৬) | |||
সর্বাধিক মনোনয়ন | শেরশাহ (১৩) | |||
টেলিভিশন আওতা | ||||
চ্যানেল | কালার্স টিভি | |||
নেটওয়ার্ক | ভায়াকমএইটিন | |||
|
২২তম আইফা পুরস্কার আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র অ্যাকাডেমি কর্তৃক প্রদত্ত আইফা পুরস্কারের ২২তম আয়োজন। এটি ২০২২ সালের ৩-৪ জুন অনুষ্ঠিত হয়।[১] আয়োজনটি সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির ইতিহাদ এরিনায় অনুষ্ঠিত হয়।
২০২২ সালের শুরুতে মনোনয়ন ঘোষণা করা হয়। শেরশাহ সর্বাধিক ১৩টি মনোনয়ন লাভ করে এবং ৮৩ ১০টি ও অতরঙ্গি রে ৭টি মনোনয়ন লাভ করে।[২][৩]
শেরশাহ শ্রেষ্ঠ চলচ্চিত্র ও শ্রেষ্ঠ পরিচালক (বিষ্ণুবর্ধন)-সহ সর্বাধিক ৬টি পুরস্কার অর্জন করে।[৪][৫] পঙ্কজ ত্রিপাঠি ৮৩ ও লুডো চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে দুটি মনোনয়ন লাভ করেন এবং দ্বিতীয় চলচ্চিত্রের জন্য পুরস্কার অর্জন করেন।
শ্রেষ্ঠ কাহিনি (মৌলিক) | শ্রেষ্ঠ কাহিনি (উপযোগকৃত) |
---|---|
|
|
শ্রেষ্ঠ চিত্রনাট্য | শ্রেষ্ঠ সংলাপ |
শ্রেষ্ঠ চিত্রগ্রহণ | শ্রেষ্ঠ সম্পাদনা |
| |
শ্রেষ্ঠ আবহ সঙ্গীত | শ্রেষ্ঠ নৃত্য পরিচালনা |
| |
শ্রেষ্ঠ শব্দ মিশ্রণ | শ্রেষ্ঠ শব্দ পরিকল্পনা |
|
|
শ্রেষ্ঠ বিশেষ দৃশ্য | |
মনোনয়ন | চলচ্চিত্র |
---|---|
১৩ | শেরশাহ |
১০ | ৮৩ |
৭ | অতরঙ্গি রে |
৬ | লুডো |
সর্দার উধম | |
৫ | থাপ্পড় |
৪ | মিমি |
তানহাজী: দি আনসাং ওয়ারিয়র | |
২ | অংরেজি মিডিয়াম |
জয় | চলচ্চিত্র |
---|---|
৬ | শেরশাহ |
৪ | সর্দার উধম |
৩ | ৮৩ |
অতরঙ্গি রে | |
২ | মিমি |