২৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার | ||||
---|---|---|---|---|
পুরস্কার দেওয়া হয় | ২০০৪ সালে চলচ্চিত্রশিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের জন্য | |||
পুরস্কার প্রদান করে | বাংলাদেশের রাষ্ট্রপতি | |||
আয়োজক | তথ্য মন্ত্রণালয় | |||
প্রদান | ২০০৮ | |||
অফিসিয়াল ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট | |||
আলোকপাত | ||||
শ্রেষ্ঠ চলচ্চিত্র | জয়যাত্রা | |||
শ্রেষ্ঠ অভিনেতা | হুমায়ুন ফরীদি মাতৃত্ব | |||
শ্রেষ্ঠ অভিনেত্রী | অপি করিম ব্যাচেলর | |||
সর্বাধিক পুরস্কার | জয়যাত্রা (৭) | |||
|
২৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বাংলাদেশের তথ্য মন্ত্রণালয় কর্তৃক চলচ্চিত্রের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য প্রদত্ত ২৯তম আয়োজন; যা ২০০৪ সালে বাংলাদেশের মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র সমূহের জন্য দেওয়া হয়। ১৯৭৫ সাল থেকে প্রতি বছর এটি দেয়া হচ্ছে। সরকার কর্তৃক নিযুক্ত একটি জাতীয় প্যানেল বিজয়ীদের নির্বাচন করে থাকে।[১]
পুরস্কারের নাম | বিজয়ী | চলচ্চিত্র |
---|---|---|
শ্রেষ্ঠ চলচ্চিত্র | তৌকির আহমেদ এবং ইমপ্রেস টেলিফিল্ম | জয়যাত্রা |
শ্রেষ্ঠ পরিচালক | তৌকির আহমেদ | জয়যাত্রা |
শ্রেষ্ঠ অভিনেতা | হুমায়ুন ফরীদি | মাতৃত্ব |
শ্রেষ্ঠ অভিনেত্রী | অপি করিম | ব্যাচেলর |
শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেতা | ফজলুর রহমান বাবু | শঙ্খনাদ |
শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রী | চাঁদনী | জয়যাত্রা |
শ্রেষ্ঠ শিশু শিল্পী | অমল | দুরত্ব |
শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক | সুজেয় শ্যাম | জয়যাত্রা |
শ্রেষ্ঠ পুরুষ সঙ্গীত শিল্পী | সুবীর নন্দী | মেঘের পরে মেঘ[২] |
পুরস্কারের নাম | বিজয়ী | চলচ্চিত্র |
---|---|---|
শ্রেষ্ঠ কাহিনীকার | আমজাদ হোসেন | জয়যাত্রা |
শ্রেষ্ঠ চিত্রনাট্যকার | তৌকির আহমেদ | জয়যাত্রা |
শ্রেষ্ঠ চিত্রগ্রাহক | রফিকুল বারী | জয়যাত্রা |
শ্রেষ্ঠ শিল্প নির্দেশক | উত্তম গুহ | লালন |
শ্রেষ্ঠ সম্পাদক | জুনায়েদ হালিম | শঙ্খনাদ |
শ্রেষ্ঠ মেকআপম্যান | ম.ম. জসিম | এক খণ্ড জমি[২] |