৩য় একাডেমি পুরস্কার | ||||
---|---|---|---|---|
তারিখ | ৫ নভেম্বর ১৯৩০ | |||
স্থান | অ্যাম্বাসেডর হোটেল লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া | |||
উপস্থাপক | কনর্যাড নেগেল | |||
আলোকপাত | ||||
শ্রেষ্ঠ চলচ্চিত্র | অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট | |||
সর্বাধিক পুরস্কার | অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট ও দ্য বিগ হাউজ (২) | |||
সর্বাধিক মনোনয়ন | দ্য লাভ প্যারেড (৬) | |||
|
৩য় একাডেমি পুরস্কার অনুষ্ঠান একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (এএমপিএএস) কর্তৃক প্রদত্ত বার্ষিক চলচ্চিত্র পুরস্কার, যা ৫ নভেম্বর, ১৯৩০ সালে ১ আগস্ট, ১৯২৯ থেকে ৩১ জুলাই, ১৯৩০ পর্যন্ত মুক্তিপ্রাপ্ত ও প্রদর্শিত চলচ্চিত্রের জন্য প্রদান করা হয়। অনুষ্ঠানটি অ্যাম্বাসেডর হোটেল, লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত হয়।[১]
অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট প্রথম চলচ্চিত্র হিসেবে শ্রেষ্ঠ চলচ্চিত্র ও শ্রেষ্ঠ পরিচালক বিভাগে পুরস্কার লাভ করে। লুইস মাইলস্টোন প্রথম পরিচালক হিসেবে দ্বিতীয়বারের মত শ্রেষ্ঠ পরিচালক বিভাগে পুরস্কার লাভ করেন।
দ্য লাভ প্যারেড সর্বাধিক ৬টি বিভাগে মনোনয়ন লাভ করে কিন্তু একটিও পুরস্কার বিজয় করে নি। এই বছর প্রথম শ্রেষ্ঠ শব্দগ্রহণ বিভাগে প্রথম পুরস্কার দেওয়া হয় এবং পুরস্কার লাভ করেন ডগলাস শীরার, যিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে বিজয়ী নর্মা শীরারের ভাই। তারাই অস্কারের ইতিহাসে প্রথম একই পরিবারের সদস্য।
বিজয়ীরা প্রথমে উল্লেখিত ও মোটা হরফ দিয়ে নির্দেশিত।[১]
শ্রেষ্ঠ চলচ্চিত্র | শ্রেষ্ঠ পরিচালক |
---|---|
শ্রেষ্ঠ অভিনেতা | শ্রেষ্ঠ অভিনেত্রী |
শ্রেষ্ঠ গৃহীত চিত্রনাট্য | শ্রেষ্ঠ শব্দগ্রহণ |
শ্রেষ্ঠ চিত্রগ্রহণ | শ্রেষ্ঠ শিল্প নির্দেশনা |
নিম্নোক্ত চলচ্চিত্রগুলো একাধিক মনোনয়ন লাভ করে:
|
নিম্নোক্ত চলচ্চিত্রগুলো একাধিক পুরস্কার লাভ করে:
|