৩০তম স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার | |
---|---|
![]() দাপ্তরিক পোস্টার | |
বিবরণ | চলচ্চিত্র ও রাত্রীকালীন টেলিভিশন অনুষ্ঠানে সেরা পারদর্শিতা |
তারিখ | ২৪ ফেব্রুয়ারি ২০২৪ |
অবস্থান | শ্রাইন অডিটোরিয়াম অ্যান্ড এক্সপো হল, লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া |
দেশ | মার্কিন যুক্তরাষ্ট্র |
পুরস্কারদাতা | স্যাগ-অ্যাফট্রা |
উপস্থাপক | ইদ্রিস এলবা |
প্রাক প্রদর্শন উপস্থাপক | তান ফ্রান্স এলেইন ওয়েল্টেরথ |
প্রথম পুরস্কৃত | ১৯৯৫ |
সর্বাধিক পুরস্কার | চলচ্চিত্র অপেনহাইমার (৩) টেলিভিশন দ্য বেয়ার (৩) |
সর্বাধিক মনোনয়ন | চলচ্চিত্র বার্বি (৪) অপেনহাইমার (৪) টেলিভিশন সাকসেশন (৫) |
ওয়েবসাইট | www |
টেলিভিশন/রেডিও কভারেজ | |
নেটওয়ার্ক | নেটফ্লিক্স |
ব্যাপ্তিকাল | ১৯৪ মিনিট |
প্রযোজিত | সাইলেন্ট হাউজ প্রডাকশন্স |
পরিচালিত | আলেক্স রুডজিন্স্কি |
৩০তম বার্ষিক স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার ২০২৩ সালের চলচ্চিত্র ও টেলিভিশন পারফরম্যান্সে সেরা অর্জনকে সম্মান জানিয়ে ২০২৪ সালের ২৪শে ফেব্রুয়ারি ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের শ্রাইন অডিটোরিয়াম অ্যান্ড এক্সপো হলে প্রদান করা হয়েছিল।[১] প্রথমবারের মত অনুষ্ঠানটি নেটফ্লিক্সে সরাসরি স্ট্রিম করা হয়, যা শুরু হয় রাত ৮:০০ টায় ইএসটি / বিকাল ৫:০০ পিএসটি।[২]
ইংলিশ অভিনেতা ইদ্রিস এলবা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এবং তান ফ্রান্স ও এলেইন ওয়েল্টেরথ শোটির রেড-কার্পেট এবং নেপথ্যের সাক্ষাৎকার উপস্থাপন করেছেন।[৩] টেলিকাস্টটি প্রথমবারের মত প্রযোজনা করে সাইলেন্ট হাউস প্রোডাকশন, যেখানে অ্যালেক্স রুডজিনস্কি পরিচালক ছিলেন।[৪]
মনোনয়ন ঘোষণার আগে এন্টারটেইনমেন্ট উইকলি ও স্ক্রিন অ্যাক্টরস গিল্ড লস অ্যাঞ্জেলেসে ২০২৩ সালের ১৪ই ডিসেম্বর সিটি ন্যাশনাল ব্যাংক কর্তৃক উপস্থাপিত উদ্বোধনী স্যাগ পুরস্কার সিজন সেলিব্রেশনের সহ-আয়োজক।[৫] মনোনীতদের ২০২৪ সালের ১০ জানুয়ারি কুমেল নানজিয়ানি ও ইসা রাই স্যাগ পুরস্কার ও নেটফ্লিক্সের ইন্সটাগ্রাম লাইভের মাধ্যমে ঘোষণা করেছিলেন।[৬][৭]
বারবারা স্ট্রাইস্যান্ডকে ২০২৩ সালের ১৪ই ডিসেম্বর ২০২৩ স্যাগ আজীবন সম্মাননা পুরস্কার প্রাপক হিসেবে ঘোষণা করা হয়েছিল।[৮]
এই বছরের অনুষ্ঠানটি নেটফ্লিক্স-এ সরাসরি সম্প্রচার করা হয়েছে। ২০২৩ সালের জানুয়ারিতে নেটফ্লিক্স অনুষ্ঠানটি টেলিভিশনে দেখানোর জন্য ১১তম ঘন্টার চুক্তি করেছিল। টিবিএস / টিএনটির সাথে এর আগের চুক্তিটি ২০২২ সালের মে মাসে শেষ হয়, কিন্তু আগের বছরের অনুষ্ঠানটি নেটফ্লিক্সের ইউটিউব চ্যানেলে সম্প্রচার করা হয়েছিল কারণ নেটফ্লিক্স তখনও লাইভ সম্প্রচার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছিল।[১][৯][১০]
|
|
|
|
|
|
| |
| |
|
নেওমি ওয়াটস ২০২৩ সালে এবং ২০২৪ সালের প্রথম দিকে মারা যাওয়া নিম্নলিখিত ব্যক্তিদের সম্মান জানিয়ে এই সেগমেন্ট প্রবর্তন করেন।[১১][১২]
পুরস্কার ও বিভাগগুলো নিম্নলিখিত ব্যক্তিরা উপস্থাপন করেছিলেন:[১৩]