৩৩তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার | ||||
---|---|---|---|---|
পুরস্কার দেওয়া হয় | ২০০৮ সালে চলচ্চিত্রশিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের জন্য | |||
পুরস্কার প্রদান করে | বাংলাদেশের রাষ্ট্রপতি | |||
আয়োজক | তথ্য মন্ত্রণালয় | |||
প্রদান | ১১ ফেব্রুয়ারি ২০১০ | |||
স্থান | ঢাকা, বাংলাদেশ | |||
অফিসিয়াল ওয়েবসাইট | অফিসিয়াল ওয়েবসাইট (ইংরেজি ভাষা) | |||
আলোকপাত | ||||
শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র | চন্দ্রগ্রহণ | |||
শ্রেষ্ঠ অভিনেতা | রিয়াজ কি যাদু করিলা | |||
শ্রেষ্ঠ অভিনেত্রী | সাদিকা জাহান পপি মেঘের কোলে রোদ | |||
সর্বাধিক পুরস্কার | চন্দ্রগ্রহণ (৮) | |||
সর্বাধিক মনোনয়ন | চন্দ্রগ্রহণ (১১) | |||
|
৩৩তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার তথ্য মন্ত্রণালয় কর্তৃক চলচ্চিত্রের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য প্রদত্ত ৩৩তম আয়োজন; যা ১১ ফেব্রুয়ারি ২০১০ সালে দেওয়া হয়।[১] ১৯৭৫ সাল থেকে প্রতি বছর এটি দেয়া হচ্ছে; যেখানে সরকার কর্তৃক নিযুক্ত একটি জাতীয় প্যানেল বিজয়ীদের নির্বাচন করে থাকে।[২]
বাংলাদেশের চলচ্চিত্রশিল্পে উল্লেখযোগ্য সৃষ্টিশীল অবদানকে উত্সাহী ও স্বীকৃতি দিতে শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ পরিচালক, শিল্পী ও কলাকুশলীদের ২৭টি বিভাগে ২০০৮ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদানের জন্য বাংলাদেশ সরকার ২ নভেম্বর ২০০৯ সালে তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে সভাপতি করে ১১ সদস্যের একটি জুরি বোর্ড গঠন করে। পরে ১১ ফেব্রুয়ারি ২০১০ সালে ২৩টি শাখায় ২৪টি পুরস্কার প্রদানের কথা ঘোষণা করা হয়।[১]
পুরস্কারের নাম | বিজয়ী | চলচ্চিত্র |
---|---|---|
শ্রেষ্ঠ চলচ্চিত্র | ফরিদুর রেজা সাগর (ইমপ্রেস টেলিফিল্ম) | চন্দ্রগ্রহণ |
শ্রেষ্ঠ পরিচালক | মুরাদ পারভেজ | চন্দ্রগ্রহণ |
শ্রেষ্ঠ অভিনেতা | রিয়াজ | কি যাদু করিলা |
শ্রেষ্ঠ অভিনেত্রী | সাদিকা জাহান পপি | মেঘের কোলে রোদ |
শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেতা | শামস সুমন | স্বপ্ন পূরণ |
শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রী | দিলারা জামান ও চম্পা | চন্দ্রগ্রহণ |
শ্রেষ্ঠ খলচরিত্রে অভিনেতা | জহির উদ্দিন পিয়ার | চন্দ্রগ্রহণ |
শ্রেষ্ঠ শিশুশিল্পী | প্রার্থনা ফারদিন দীঘি | ১ টাকার বউ |
শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক | ইমন সাহা | চন্দ্রগ্রহণ |
শ্রেষ্ঠ সুরকার | আলম খান | কি যাদু করিলা |
শ্রেষ্ঠ গীতিকার | কবির বকুল | মেঘের কোলে রোদ |
শ্রেষ্ঠ পুরুষ সঙ্গীত শিল্পী | এন্ড্রু কিশোর | কি জাদু করিলা |
শ্রেষ্ঠ নারী সঙ্গীত শিল্পী | কনকচাঁপা | ১ টাকার বউ |
পুরস্কারের নাম | বিজয়ী | চলচ্চিত্র |
---|---|---|
শ্রেষ্ঠ কাহিনী | মোহাম্মদ রফিকুজ্জামান | মেঘের কোলে রোদ |
শ্রেষ্ঠ চিত্রনাট্যকার | মুরাদ পারভেজ | চন্দ্রগ্রহণ |
শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা | মুরাদ পারভেজ | চন্দ্রগ্রহণ |
শ্রেষ্ঠ নিত্যপরিচালক | মাসুম বাবুল | কি যাদু করিলা |
শ্রেষ্ঠ শিল্প নির্দেশক | মোহাম্মদ কলন্তর | মেঘের কোলে রোদ |
শ্রেষ্ঠ সম্পাদক | মোহাম্মদ সহিদুল হক | কি যাদু করিলা |
শ্রেষ্ঠ চিত্রগ্রাহক | মাহফুজুর রহমান খান | আমার আছে জল |
শ্রেষ্ঠ শব্দগ্রাহক | রেজাউল করিম বাদল | কি যাদু করিলা |
শ্রেষ্ঠ সাজসজ্জা | মোহাম্মদ সামছুল ইসলাম | মেঘের কোলে রোদ |
শ্রেষ্ঠ মেক-আপম্যান | মোহাম্মদ সামছুল ইসলাম | মেঘের কোলে রোদ[১] |