৩৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার | ||||
---|---|---|---|---|
পুরস্কার দেওয়া হয় | ২০০৯ সালে চলচ্চিত্রশিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের জন্য | |||
পুরস্কার প্রদান করে | বাংলাদেশের রাষ্ট্রপতি | |||
আয়োজক | তথ্য মন্ত্রণালয় | |||
প্রদান | ২৩ জুলাই ২০১১ | |||
স্থান | ঢাকা, বাংলাদেশ | |||
উপস্থাপক | রিয়াজ ও শমী কায়সার | |||
অফিসিয়াল ওয়েবসাইট | অফিসিয়াল ওয়েবসাইট | |||
আলোকপাত | ||||
শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র | মনপুরা | |||
শ্রেষ্ঠ অভিনেতা | ফেরদৌস আহমেদ ও চঞ্চল চৌধুরী গঙ্গাযাত্রা ও মনপুরা | |||
শ্রেষ্ঠ অভিনেত্রী | সাদিকা জাহান পপি গঙ্গাযাত্রা | |||
সর্বাধিক পুরস্কার | গঙ্গাযাত্রা (৮) | |||
|
৩৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার তথ্য মন্ত্রণালয় কর্তৃক চলচ্চিত্রের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য প্রদত্ত ৩৪তম আয়োজন; যা ২৩ জুলাই ২০১১ সালে দেওয়া হয়।[১] ১৯৭৫ সাল থেকে প্রতি বছর এটি দেয়া হচ্ছে; যেখানে সরকার কর্তৃক নিযুক্ত একটি জাতীয় প্যানেল বিজয়ীদের নির্বাচন করে থাকে।
২৩ জুলাই ২০১১ সালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জমকালো আয়োজনের মাধ্যমে ২০০৯ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয়। প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
পুরস্কারের নাম | বিজয়ী | চলচ্চিত্র |
---|---|---|
শ্রেষ্ঠ চলচ্চিত্র | অঞ্জন চৌধুরী | মনপুরা |
শ্রেষ্ঠ পরিচালক | সৈয়দ ওয়াহিদুজ্জামান ডায়মন্ড | গঙ্গাযাত্রা |
শ্রেষ্ঠ অভিনেতা | ফেরদৌস আহমেদ চঞ্চল চৌধুরী |
গঙ্গাযাত্রা মনপুরা |
শ্রেষ্ঠ অভিনেত্রী | পপি | গঙ্গাযাত্রা |
শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেতা | শহীদুল আলম সাচ্চু | বৃত্তের বাইরে |
শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রী | নিপুণ | চাঁদের মত বউ |
শ্রেষ্ঠ খলচরিত্রে অভিনেতা | মামুনুর রশীদ | মনপুরা |
শ্রেষ্ঠ কৌতুক অভিনেতা | এটিএম শামসুজ্জামান | মন বসে না পড়ার টেবিলে |
শ্রেষ্ঠ শিশুশিল্পী | সৈয়দা ওয়াহিদা সাবরীনা | গঙ্গাযাত্রা |
শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক | আলম খান | এবাদত |
শ্রেষ্ঠ সুরকার | কুমার বিশ্বজিৎ | স্বামী-স্ত্রীর ওয়াদা |
শ্রেষ্ঠ গীতিকার | কবির বকুল | একটা চাঁদ ছাড়া রাত (স্বামী-স্ত্রীর ওয়াদা) |
শ্রেষ্ঠ পুরুষ সঙ্গীতশিল্পী | কুমার বিশ্বজিৎ | একটা চাঁদ ছাড়া রাত (স্বামী-স্ত্রীর ওয়াদা) |
শ্রেষ্ঠ নারী সঙ্গীতশিল্পী | চন্দনা মজুমদার কাজী কৃষ্ণকলি ইসলাম |
সোনারো পালঙ্কের ঘরে (মনপুরা (চলচ্চিত্র))[২] |
পুরস্কারের নাম | বিজয়ী | চলচ্চিত্র |
---|---|---|
শ্রেষ্ঠ কাহিনী | সৈয়দ ওহিদুজ্জামান ডায়মন্ড | গঙ্গাযাত্রা |
শ্রেষ্ঠ সংলাপ | মুজতবা সউদ | চাঁদের মত বউ |
শ্রেষ্ঠ চিত্রনাট্যকার | গিয়াস উদ্দিন সেলিম | মনপুরা (চলচ্চিত্র) |
শ্রেষ্ঠ নৃত্য পরিচালক | তানজিল আলম[৩] | আমার প্রাণের প্রিয়া |
শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা | মাহফুজুর রহমান খান | বৃত্তের বাইরে |
শ্রেষ্ঠ শিল্প নির্দেশক | মোহাম্মদ কলন্তর | গঙ্গাযাত্রা |
শ্রেষ্ঠ সম্পাদক | জুনায়েদ হালিম | বৃত্তের বাইরে |
শ্রেষ্ঠ শব্দগ্রাহক | সুজন মাহমুদ | বৃত্তের বাইরে |
শ্রেষ্ঠ সাজসজ্জা | দিলীপ সিং | গঙ্গাযাত্রা |
শ্রেষ্ঠ মেক-আপম্যান | খলিলুর রহমান | গঙ্গাযাত্রা[২] |