৪৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার (বাংলাদেশ)

৪৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার
পুরস্কার দেওয়া হয়২০১৯ সালে চলচ্চিত্রশিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের জন্য
আয়োজকতথ্য মন্ত্রণালয়
ঘোষণা৩ ডিসেম্বর ২০২০
স্থানঢাকা, বাংলাদেশ
অফিসিয়াল ওয়েবসাইটঅফিসিয়াল ওয়েবসাইট
আলোকপাত
আজীবন সম্মাননাসোহেল রানাকোহিনূর আক্তার সুচন্দা
শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রফাগুন হাওয়ায়ন ডরাই
শ্রেষ্ঠ অভিনেতাতারিক আনাম খান
আবার বসন্ত
শ্রেষ্ঠ অভিনেত্রীসুনেরাহ বিনতে কামাল
ন ডরাই
সর্বাধিক পুরস্কারমায়া: দ্য লস্ট মাদার (৮)
 ← ৪৩তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ৪৫তম → 

৪৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বাংলাদেশের তথ্য মন্ত্রণালয় কর্তৃক চলচ্চিত্রের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য প্রদত্ত পুরস্কার। তথ্য মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে ২০২০ সালের ৩ ডিসেম্বর 'জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৯' ঘোষণা করা হয়।[] এ বছর ২৬টি বিভাগে পুরস্কার ঘোষণা করা হয়। এই বছর সর্বোচ্চ ৮টি বিভাগে পুরস্কার পায় মাসুদ পথিক নির্মিত[]মায়া: দ্য লস্ট মাদার’ চলচ্চিত্র।[] আজীবন সম্মাননা পান অভিনেতা সোহেল রানা ও অভিনেত্রী কোহিনূর আক্তার সুচন্দা

বিজয়ীদের তালিকা

[সম্পাদনা]
পুরস্কারের নাম বিজয়ী চলচ্চিত্র
শ্রেষ্ঠ চলচ্চিত্র ফরিদুর রেজা সাগর ফাগুন হাওয়ায়
মাহবুব রহমান ন ডরাই
শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট নারী জীবন
শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র বাংলাদেশ টেলিভিশন যা ছিল অন্ধকারে
শ্রেষ্ঠ পরিচালক তানিম রহমান অংশু ন ডরাই
শ্রেষ্ঠ অভিনেতা তারিক আনাম খান আবার বসন্ত
শ্রেষ্ঠ অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল ন ডরাই
শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেতা ফজলুর রহমান বাবু ফাগুন হাওয়ায়
শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রী নার্গিস আক্তার মায়া: দ্য লস্ট মাদার
শ্রেষ্ঠ খলচরিত্রে অভিনয়শিল্পী জাহিদ হাসান সাপলুডু
শ্রেষ্ঠ শিশু শিল্পী আফরীন আক্তার রাইসা যদি একদিন
নাইমুর রহমান আপন কালো মেঘের ভেলা
শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক ইমন চৌধুরী মায়া: দ্য লস্ট মাদার
শ্রেষ্ঠ নৃত্য পরিচালক হাবিবুর রহমান মনের মতো মানুষ পাইলাম না
শ্রেষ্ঠ পুরুষ কণ্ঠশিল্পী মৃণাল কান্তি দাস শাটল ট্রেন (গান: "তুমি চাইয়া দেখো")
শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী মমতাজ বেগম মায়া: দ্য লস্ট মাদার (গান: "বাড়ির ঐ পূর্বধারে")
ফাতিমা তুয যাহরা ঐশী মায়া: দ্য লস্ট মাদার (গান: "মায়া, মায়া রে")
শ্রেষ্ঠ গীতিকার কামাল চৌধুরী মায়া: দ্য লস্ট মাদার (গান: "চল হে বন্ধু চল")
নির্মলেন্দু গুণ কালো মেঘের ভেলা (গান: "ইস্টিশনে জন্ম আমার")
শ্রেষ্ঠ সুরকার তানভীর তারেক মায়া: দ্য লস্ট মাদার (গান: "আমার মায়ের আঁচল")
প্লাবন কোরেশী মায়া: দ্য লস্ট মাদার (গান: "বাড়ির ঐ পূর্বধারে")
শ্রেষ্ঠ কাহিনীকার মাসুদ পথিক মায়া: দ্য লস্ট মাদার
শ্রেষ্ঠ চিত্রনাট্যকার মাহবুব রহমান ন ডরাই
শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা জাকির হোসেন রাজু মনের মতো মানুষ পাইলাম না
শ্রেষ্ঠ চিত্রসম্পাদক জুনায়েদ হালিম মায়া: দ্য লস্ট মাদার
শ্রেষ্ঠ শিল্প নির্দেশক রহমত উল্লাহ বাসুফরিদ আহমেদ মনের মতো মানুষ পাইলাম না
শ্রেষ্ঠ চিত্রগ্রাহক সুমন সরকার ন ডরাই
শ্রেষ্ঠ শব্দগ্রাহক রিপন নাথ ন ডরাই
শ্রেষ্ঠ পোশাক ও সাজসজ্জা খোন্দকার সাজিয়া আফরিন ফাগুন হাওয়ায়
শ্রেষ্ঠ রূপসজ্জাকার মোঃ রাজু মায়া: দ্য লস্ট মাদার

বিশেষ পুরস্কার

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]