৪৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার | ||||
---|---|---|---|---|
পুরস্কার দেওয়া হয় | ২০১৯ সালে চলচ্চিত্রশিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের জন্য | |||
আয়োজক | তথ্য মন্ত্রণালয় | |||
ঘোষণা | ৩ ডিসেম্বর ২০২০ | |||
স্থান | ঢাকা, বাংলাদেশ | |||
অফিসিয়াল ওয়েবসাইট | অফিসিয়াল ওয়েবসাইট | |||
আলোকপাত | ||||
আজীবন সম্মাননা | সোহেল রানা ও কোহিনূর আক্তার সুচন্দা | |||
শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র | ফাগুন হাওয়ায় ও ন ডরাই | |||
শ্রেষ্ঠ অভিনেতা | তারিক আনাম খান আবার বসন্ত | |||
শ্রেষ্ঠ অভিনেত্রী | সুনেরাহ বিনতে কামাল ন ডরাই | |||
সর্বাধিক পুরস্কার | মায়া: দ্য লস্ট মাদার (৮) | |||
|
৪৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বাংলাদেশের তথ্য মন্ত্রণালয় কর্তৃক চলচ্চিত্রের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য প্রদত্ত পুরস্কার। তথ্য মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে ২০২০ সালের ৩ ডিসেম্বর 'জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৯' ঘোষণা করা হয়।[১] এ বছর ২৬টি বিভাগে পুরস্কার ঘোষণা করা হয়। এই বছর সর্বোচ্চ ৮টি বিভাগে পুরস্কার পায় মাসুদ পথিক নির্মিত[২] ‘মায়া: দ্য লস্ট মাদার’ চলচ্চিত্র।[৩] আজীবন সম্মাননা পান অভিনেতা সোহেল রানা ও অভিনেত্রী কোহিনূর আক্তার সুচন্দা।