নামসমূহ | |
---|---|
ইউপ্যাক নাম
১-[(২আর,৩আর,৪এস,৫আর)-৩,৪-ডাইহাইড্রোক্সি-৫-(হাইড্রোক্সিমিথাইল)অক্সোল্যান-২-আইল]-৫-মিথাইলপাইরিমিডিন-২,৪-ডাইওন
| |
অন্যান্য নাম
রাইবোথাইমিডিন, রাইবোসিলথাইমিন; থাইমিন রাইবোসাইড, এম৫ইউ
| |
শনাক্তকারী | |
ত্রিমাত্রিক মডেল (জেমল)
|
|
কেমস্পাইডার | |
ইসিএইচএ ইনফোকার্ড | ১০০.০১৪.৫২২ |
ইসি-নম্বর | |
পাবকেম CID
|
|
ইউএনআইআই | |
কম্পটক্স ড্যাশবোর্ড (EPA)
|
|
| |
| |
বৈশিষ্ট্য | |
C10H14N2O6 | |
আণবিক ভর | ২৫৮.২৩ গ্রাম/মোল |
ঘনত্ব | ১.৬ গ্রাম/সেন্টিমিটার৩[১] |
গলনাঙ্ক | ১৮৪[২] °সে (৩৬৩ °ফা; ৪৫৭ K) |
সুনির্দিষ্টভাবে উল্লেখ করা ছাড়া, পদার্থসমূহের সকল তথ্য-উপাত্তসমূহ তাদের প্রমাণ অবস্থা (২৫ °সে (৭৭ °ফা), ১০০ kPa) অনুসারে দেওয়া হয়েছে। | |
যাচাই করুন (এটি কি ?) | |
তথ্যছক তথ্যসূত্র | |
৫-মিথাইলইউরিডিন, যা রাইবোথাইমিডিন নামেও পরিচিত, হলো একটি পাইরিমিডিন নিউক্লিওসাইড যৌগ। একে সংক্ষেপে এম৫ইউ (m5U) হিসেবেও লেখা হয়। এটির রাসায়নিক কাঠামো ডিঅক্সিরাইবোনিউক্লিওসাইড থাইমিডিনের অনুরূপ, কেবল পেন্টোজ শর্করার কার্বন চক্রের ২' কার্বনের সাথে কোনো হাইড্রক্সিল মূলক অনুপস্থিত থাকে। ৫-মিথাইলইউরিডিনে রাইবোজ নামক পেন্টোজ শর্করার সাথে নাইট্রোজেনঘটিত ক্ষারক হিসেবে একটি থাইমিন যুক্ত থাকে।[৩] যৌগটি শ্বেতবর্ণের কঠিন পদার্থ।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |