৭ম গোল্ডেন গ্লোব পুরস্কার | ||||
---|---|---|---|---|
পুরস্কার প্রদান করে | হলিউড ফরেন করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন | |||
প্রদান | ২৩ ফেব্রুয়ারি ১৯৫০ | |||
স্থান | দ্য হলিউড রুজভেল্ট হোটেল, লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র | |||
আলোকপাত | ||||
শ্রেষ্ঠ চলচ্চিত্র | অল দ্য কিংস মেন | |||
সর্বাধিক পুরস্কার | অল দ্য কিংস মেন (৫) | |||
সর্বাধিক মনোনয়ন | অল দ্য কিংস মেন (৭) | |||
|
৭ম গোল্ডেন গ্লোব পুরস্কার হল ১৯৪৯ সালে মুক্তিপ্রাপ্ত মার্কিন চলচ্চিত্রে সেরা কাজের স্বীকৃতি প্রদানের জন্য হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন (এইচএফপিএ) কর্তৃক প্রদত্ত গোল্ডেন গ্লোব পুরস্কারের সপ্তম আয়োজন। অনুষ্ঠানটি ১৯৫০ সালের ২৩শে ফেব্রুয়ারি ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের দ্য হলিউড রুজভেল্ট হোটেলে অনুষ্ঠিত হয়। অল দ্য কিংস মেন শ্রেষ্ঠ চলচ্চিত্র-সহ সর্বাধিক পাঁচটি বিভাগে পুরস্কার লাভ করে।[১]