মুহাম্মাদ |
---|
বিষয়ের ধারাবাহিকের একটি অংশ |
আহল আল-বাইত (আরবি: أَهْلُ ٱلْبَيْتِ) বা আহলে বাইত (ফার্সি: اهلِ بیت; উর্দু: اہلِ بیت) একটি আরবি শব্দবন্ধ যার শাব্দিক অর্থ ঘরের লোকজন। প্রাক-ইসলামি যুগে এই শব্দগুচ্ছটি আরব উপদ্বীপের গোত্র শাসক পরিবারের জন্য ব্যবহৃত হত। ইসলামি ঐতিহ্য অনুসারে আহল আল-বাইত দ্বারা ইসলামের নবি মুহম্মদের পরিবার[ক][১] এবং কিছুক্ষেত্রে তার পূর্বপুরুষ ইব্রাহিমকে বোঝানো হয়।[খ] ইসলাম অনুসারে আহলে বাইত হলেন ইসলাম ও কুরআনের কেন্দ্রীয় ব্যাখ্যাকারী।মুসলমানদের মতে আহলে বাইতের অন্তর্ভুক্ত হলেন নবি মুহম্মদ, তার কন্যা ফাতিমা, তার জামাতা আলি এবং তাঁদের সন্তান হাসান ও হুসাইন, সম্মিলিতভাবে যাঁদের আহল আল-কিসা (চাদরাবৃত লোকেরা) বলা হয়। ইসনা আশারিয়া শিয়ারা বারো ইমামকে আহলে বাইতের অন্তর্ভুক্ত বলে বিশ্বাস করে; আলি ও র অন্য বংশধরদের উপর গুরুত্বারোপ করে; যেমন জায়েদিরা জায়েদ ইবনেলিলীকে এবং ইসমাইলিরা ইসমাইল ইবনে জাফরকে অনুসরণ করে থাকে।
এছাড়া কুরআন ও হাদিস অনুসারে আহলে বাইতের অন্তর্ভুক্ত হলেন নবি মুহম্মদ, তার স্ত্রীগণ, তার কন্যা ফাতিমা, জয়নব, রুকাইয়া, উম্মে কুলসুম, তার চাচাতো ভাই ও জামাতা আলি এবং তার দৌহিত্র হাসান ও হুসাইন।[১] কিছুক্ষেত্রে এই শব্দগুচ্ছটিকে মুহম্মদের চাচা আবু তালিব ও আব্বাসের বংশধর অবধি বিস্তৃত করা হয়।তবে মালিক ইবনে আনাস ও আবু হানিফার মতে সমগ্র বনু হাশিম গোত্র আহলে বাইতের অন্তর্ভুক্ত।[১]
"আহল" (আরবি: أَهْلُ ٱلْبَيْتِ; ফার্সি: اهلِ بیت; উর্দু: اہلِ بیت;) শব্দটির অর্থ 'একজন ব্যক্তির গৃহের অভ্যন্তরস্থ সদস্যবৃন্দ, যাতে যুক্ত থাকে তার অনুসারী গোত্রবাসীরা, স্বজন, স্ত্রী (সকল), সন্তান, যারা পারিবারিক, ধর্মীয়, আবাসিক, শহরের, রাষ্ট্রীয় কর্মকান্ডের ক্ষেত্রে তার সহগামী'।
"বাইত" শব্দটি 'আবাসস্থল এবং বাসস্থান, তাবু এবং দালান উভয়ই'। গতানুগতিক ক্ষেত্রে এটি 'গৃহস্থলি' শব্দটির পরিবর্তে ব্যবহৃত হয়।
কোনো ব্যক্তির 'আহল আল-বাইত' বলতে তার পরিবারের সকল সদস্য এবং তার পরিবারের সাথে বসবাসকারী সকলকে নির্দেশ করে।[২] আহলে বায়াত মূলত তার কুরআন অর্থে ব্যবহৃত হয়,[৩] "আহলুল বাইত" শব্দটি পরিবারের সদস্য ও স্ত্রীকে ভদ্রভাবে সম্বোধনের ক্ষেত্রে ব্যবহৃত হয়।[৪]
আহল আল-বাইত শব্দটি কোরআন-এ দুইবার ব্যবহৃত হয়েছে 'স্ত্রী' শব্দটির স্থলে।[৫] প্রথমটি মুহাম্মদ নবির স্ত্রীদের নির্দেশ করেছে[কুরআন ৩৩:৩৩] এবং পরেরটি ইবরাহীম নবির স্ত্রী সারাকে নির্দেশ করেছে।[কুরআন ১১:৭৩]
কিছু অনুবাদকের মতানুসারে, কেরআন-এ "আল-কুরবা" শব্দটি দ্বারা 'আহল আল-বায়াত' শব্দটিকে ৪২:২৩ বোঝানো হয়েছে।[৬][৭]
শিয়াদের সংজ্ঞানুসারে ইমাম এবং আহল আল-কিসা মিলিত হয়ে আহল আল-বাইত গঠিত। মুহাম্মদ নবির পরে ইসলামি মূল্যবোধের শিক্ষক এবং নিয়োগপ্রাপ্ত ব্যক্তিত্বরাই আহল আল-বাইত হিসেবে গণ্য হন।[৮]
The term ahl al-bayt (the people of the house) is used in the Qur'an as a term of respect for wives, referring to Abraham's wife Sarah (Q11:73), for example, and to the Prophet Muhammad's wives, who are declared to be purified by divine act: "God's wish is to remove uncleanness from you" (Q33:32-33).
উদ্ধৃতি ত্রুটি: "lower-roman" নামক গ্রুপের জন্য <ref>
ট্যাগ রয়েছে, কিন্তু এর জন্য কোন সঙ্গতিপূর্ণ <references group="lower-roman"/>
ট্যাগ পাওয়া যায়নি