জোন্ড ৩ | |||||
---|---|---|---|---|---|
![]() জোন্ড ৩ মহাকাশযান। | |||||
অভিযানের ধরন | চন্দ্র পর্যবেক্ষণ | ||||
পরিচালক | ওকেবি-১ | ||||
সিওএসপিএআর আইডি | ১৯৬৫-০৫৬এ | ||||
এসএটিসিএটি নং | ০১৪৫৪ | ||||
অভিযানের সময়কাল | ২২৮ দিন | ||||
মহাকাশযানের বৈশিষ্ট্য | |||||
মহাকাশযান | ৩এমভি | ||||
মহাকাশযানের ধরন | ৩এমভি-৪ | ||||
প্রস্তুতকারক | ওকেবি-১ | ||||
উৎক্ষেপণ ভর | ৯৫০ কেজি (২,০৯০ পা)[১] | ||||
অভিযানের শুরু | |||||
উৎক্ষেপণ তারিখ | ১৮ জুলাই ১৯৬৫, ১৪:৩২:০০ইউটিসি[১] | ;||||
উৎক্ষেপণ রকেট | মোলনিয়া এসএল-৬/এ-২-ই | ||||
উৎক্ষেপণ স্থান | বাইকোনুর, এলসি ১/৫ | ||||
অভিযানের সমাপ্তি | |||||
সর্বশেষ যোগাযোগ | মার্চ ৩, ১৯৬৬[২] | ||||
কক্ষপথের বৈশিষ্ট্যসমূহ | |||||
তথ্য ব্যবস্থা | সৌরকেন্দ্রিক কক্ষপথ | ||||
উৎকেন্দ্রিকতা | ০.২৬৮৩ | ||||
পেরিহেলিওন | ০.৯ জ্যোতির্বৈজ্ঞানিক একক (১৩০ নিযুত কিলোমিটার) | ||||
অ্যাপোহেলিওন | ১.৫৬ জ্যোতির্বৈজ্ঞানিক একক (২৩৩ নিযুত কিলোমিটার) | ||||
নতি | ০.৫° | ||||
পর্যায় | ৫০০ দিন | ||||
কক্ষীয় প্রসঙ্গ-সময়বিন্দু | ১৯ জুলাই ১৯৬৫, ২০:০০; ইউটিসি[৩] | ||||
চন্দ্র পার্শ্ব-পরিক্রমণ | |||||
Invalid parameter | ২০ জুলাই ১৯৬৫ | ||||
"distance" should not be set for missions of this nature | ৯,২১৯ কিমি (৫,৭২৮ মা) | ||||
----
|
জোন্ড ৩ (রুশ: Зонд 3; অর্থ: জোন্ড ৩) হলো চন্দ্র অনুসন্ধানের জন্য ১৯৬৫ সালে মহাশূণ্যে প্রেরণ করা একটি সোভিয়েত মহাকাশযান। এই অভিযানটিকে সোভিয়েত জোন্ড কর্মসূচির অংশ হিসাবে আন্তঃগ্রহ মহাকাশ অভিযান হিসেবে চিহ্নিত করা হয় এবং এটি চন্দ্রে অন্বেষণের উদ্দেশ্যে প্রেরণ করা হয়। এটি চন্দ্রকে তার দূর-প্রান্ত দিয়ে পার্শ্ব-অতিক্রম করার জন্য প্রেরিত হয়।[৪]
জোন্ড ৩-কে একটি মোলনিয়া এসএল-৬/এ-২-ই বাহক রকেটের ওপর বসিয়ে বাইকোনুর কসমোড্রোমের সাইট ৩১/৬ থেকে উৎক্ষেপণ করা হয়। মহাকাশযানটিকে ১৯৬৫ সালের ১৮ জুলাই তারিখের ১৪:৩৮:০০ ইউটিসিতে উৎক্ষেপণ করা হয়।
জোন্ড ৩ মহাকাশযানটি আল্ট্রাভায়োলেট স্পেকট্রোমিটার, রেডিয়েশন সেনসর, ইনফ্রারেড স্পেকট্রোমিটার, চার্জ পার্টিকেল ডিটেকটর, ম্যাগনেটোমিটার, মাইক্রোমেটেরোয়েড ডিটেকটর যন্ত্র বহন করছিলো।[২]
পূর্বসূরী জোন্ড ২ |
জোন্ড কর্মসূচি | উত্তরসূরী নেই |