যদিও মানুষেরা বুদ্ধিবৃত্তিকভাবে আল্লাহর অস্তিত্ব অনুধাবনে সক্ষম, তাদের প্রত্যাদেশ এবং নবীদের দিকনির্দেশনা প্রয়োজন, কারণ মানব প্রবৃত্তি মানুষের বুদ্ধিবৃত্তিকে বিচ্যুত করতে পারে এবং যেহেতু আল্লাহ সম্পর্কিত সুনির্দিষ্ট জ্ঞান বিশেষভাবে নবী-রসুলদের প্রদান করা হয়েছে (উদাহরণস্বরূপ, পবিত্র কুরআন নবী মুহাম্মদের প্রতি অবতীর্ণ হয়েছিল, যাঁকে আল্লাহর তরফ থেকে বিশেষ জ্ঞান প্রদান করা হয়েছিল এবং একমাত্র মুহাম্মদের মাধ্যমেই এই জ্ঞান অন্যদের কাছে বোধগম্য হয়েছিল)।[৬]
আল্লাহ-প্রদত্ত সম্ভাবনাসমূহের মধ্য থেকে মানুষেরা তাদের কর্ম নির্ধারণের ক্ষেত্রে স্বাধীন। অর্থাৎ, আল্লাহ তা‘আলা সকল সম্ভাবনা তৈরি করে রেখেছেন, তবে মানুষ সেগুলো থেকে স্বাধীনভাবে বেছে নিতে পারে।[৬]
কুরআন হলো আল্লাহর অ-সৃষ্ট বাণী, তবে যখন এটি রূপ নেয় (শব্দ বা অক্ষরে) তখন এর সৃষ্টি হয়।
ঈমান (বিশ্বাস) কারও কর্মের ভিত্তিতে বৃদ্ধি বা হ্রাস পায় না; বরং তাকওয়া (খোদাভীতি) বৃদ্ধি ও হ্রাস পায়। অন্যদিকে আশআরিবাদ অনুযায়ী ব্যক্তির কাজের উপর ভিত্তি করে তার ঈমানের হ্রাস-বৃদ্ধি ঘটে।[১১]
মাতুরিদিবাদ অনুসারে মানুষ হলো যৌক্তিক জীব যা তাকে পশুদের থেকে আলাদা করে। এছাড়া, মানুষ ও আল্লাহর মধ্যে সম্পর্ক প্রকৃতি ও আল্লাহর মধ্যকার সম্পর্ক থেকে ভিন্ন; মানুষ স্বাধীন ইচ্ছাশক্তি সম্পন্ন, কিন্তু আল্লাহ তাঁর সার্বভৌমত্বের বলে মানুষের বাছাইকৃত কর্মকাণ্ডগুলো তৈরি করেন, যাতে মানুষ সেগুলি সম্পাদন করতে পারে। নীতিশাস্ত্র কেবল যুক্তি দিয়ে বোঝা সম্ভব এবং এর জন্য কোনো নবীয় দিকনির্দেশনার প্রয়োজন হয় না। কোনো হাদিস কোরআন ও যুক্তির সঙ্গে সাংঘর্ষিক হলে সেটি অনির্ভরযোগ্য। অধিকন্তু, মাতুরিদিবাদ নরত্বারোপ (আল্লাহর উপর মানবীয় বৈশিষ্ট্য আরোপ) এবং সমরূপতার বিরোধিতা করে, তবে আল্লাহর ঐশী গুণাবলিকে স্বীকার করে।[১২]
↑Schlesinger, Sarah J. "The Internal Pluralization of the Muslim Community of Bosnia-Herzegovina: From Religious Activation to Radicalization." Master’s Research Paper. Boston University (2011).
↑Жусипбек, Галым, Жанар Нагаева, and Альберт Фролов. "Ислам и плюрализм: Что могут предложить идеи школы аль-Матуриди? Журнал Аль-Фараби, Алматы, No 4 (56), 2016 (p. 117-134)." "On the whole, the authors argue that the Maturidi school which is based on 'balanced theological rationalism', 'metaphysics of diversity', 'subjectivity of faith' and 'to be focused on justice and society-centeredness' "
↑Zhussipbek, Galym, and Zhanar Nagayeva. "Epistemological Reform and Embracement of Human Rights. What Can be Inferred from Islamic Rationalistic Maturidite Theology?." Open Theology 5.1 (2019): 347-365.
↑"Maturidiyah"। Britanicca। Encyclopædia Britannica। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০১৬।