অস্কার জেরোমি হিজুলোস | |
---|---|
জন্ম | ২৪ আগস্ট, ১৯৫১ নিউইয়র্ক শহর |
মৃত্যু | ১২ অক্টোবর ২০১৩ নিউইয়র্ক শহর | (বয়স ৬২)
পেশা | উপন্যাসিক |
ভাষা | ইংরেজি |
জাতীয়তা | মার্কিন |
শিক্ষা | B.A.; M.A. ইংরেজি[১] |
শিক্ষা প্রতিষ্ঠান | City College of New York[১] |
সময়কাল | ১৯৮৩–২০১৩[১] |
ধরন | Cuban/American, Latino: fiction and memoirs |
উল্লেখযোগ্য রচনাবলি | The Mambo Kings Play Songs of Love (1989) |
উল্লেখযোগ্য পুরস্কার | - Rome Prize (American Academy in Rome) (1985) - পুলিৎজার পুরস্কার (1990) - Hispanic Heritage Award for Literature (2000)[১] |
দাম্পত্যসঙ্গী | Lori Marie Carlson[২] |
অস্কার জেরোমি হিজুলোস (২৪ আগস্ট ১৯৫১ - ১২ অক্টোবর ২০১৩) ছিলেন একজন মার্কিন উপন্যাসিক। তিনি ছিলেন প্রথম হিস্পানিক যিনি উপন্যাসের জন্য পুলিৎজার পুরস্কার পেয়েছিলেন।[১][৩]
হিজুলোস নিউইয়র্ক শহরের মর্নিংসাইড হাইটস, ম্যানহাটানে জন্মেছিলেন। তার পিতামাতা প্যাস্কুয়েল ও ম্যাগডালেনা (টরেন্স) হিজুলোস ছিলেন কিউবার হলগুইন থেকে অভিবাসী।[১][৪][৫] তার পিতা হোটেলের রাঁধুনি হিসেবে কাজ করতেন।[২][৬]
তার প্রথম উপন্যাস ‘আওয়ার হাউজ ইন দ্য লাস্ট ওয়ার্ল্ড’ ১৯৮৩ সালে প্রকাশিত হয়। দ্বিতীয় উপন্যাস ‘দ্য ম্যাম্বো কিংস প্লে সংস অব লাভ’ এর জন্য ১৯৯০ সালে পুলিতজার পুরস্কার পায়।১৯৯২ সালে হলিউডে উপন্যাসটি অবলম্বনে একটি চলচ্চিত্র নির্মিত হয়।আর্মান্ড আসান্তে এবং অ্যান্টোনিও বান্দেরাস অনবদ্য অভিনয়ের সাথে চলচ্চিত্রটি বেশ প্রশংসিত হয়েছিল।[৬][৭] ‘দ্য ম্যাম্বো কিংস প্লে সংস অব লাভ’ এর মতো তার অন্যান্য উপন্যাসেও অভিবাসীদের অভিজ্ঞতাকে তুলে ধরা হয়েছে।[৭]