মাওলানা সূফী মুফতী আজানগাছী | |
---|---|
জন্ম | ১৮২৮ / ১৮২৯ |
মৃত্যু | ডিসেম্বর ১৯, ১৯৩২ বাগমারী, কোলকাতা |
সমাধি | বাগমারী, কোলকাতা |
মাতৃশিক্ষায়তন | আলিয়া মাদ্রাসা (আলিয়া ইউনিভার্সিটি) |
যুগ | আধুনিক যুগ |
পরিচিতির কারণ | সংস্থাপক হাক্কানী আঞ্জুমান |
উপাধি | মাওলানা, মূফতী |
পিতা-মাতা | রাকিব উদ্দিন আহমদ ফারুকী (পিতা) |
মাওলানা সূফী মুফতী আজানগাছী সাহেব ( উর্দু: مولانا صوفی مفتی اذانگاچھی; ইংরেজি: Maulana Sufi Mufti Azangachhi Shaheb; হিন্দী: हज़रत मौलाना सूफी मूफ्ती अज़ानगाछी साहेब; ১৮২৮/১৮২৯ - ১৯৩২) ছিলেন একজন প্রখ্যাত ভারতীয় সূফী সাধক ও ইসলামী ব্যক্তিত্ব।[১] তিনি 'হাক্কানী আঞ্জুমান' তরিকার প্রচালক।[২][৩]
আজানগাছী সাহেব হাওড়া জেলার আজানগাছী গ্রামে ১৮২৮ /১৮২৯ সালে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম রকিবউদ্দীন আহমদ ফারুকী। ১৯৩২ সালের ১৯ ডিসেম্বর কলকাতার বাগমারী এলাকায় তিনি মৃত্যুবরণ করেন।
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য)
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য)
সুফিবাদ এবং তরিকা |
---|
প্রবেশদ্বার |