এটি আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা সমূহের একটি তালিকা, যেগুলো বিশ্ব পর্যায়ে ক্রীড়ার জন্য একটি বেসরকারি পরিচালনা পরিষদ হিসাবে কাজ করে। এর কাজ হল ক্রীড়া পরিচালনা, নিয়ন্ত্রণ, ক্রীড়ার নিয়ম-নীতিমালা প্রণয়ন ও উন্নয়ন এবং ক্রীড়াবিদদের উন্নয়ন, প্রশিক্ষণ এবং বিশ্ব ও মহাদেশ পর্যায়ে চ্যাম্পিয়নশিপের আয়োজন করা। কিছু আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা একই সাথে কয়েকটি ক্রীড়া পরিচালনা করে থাকে, যেমনঃ আন্তর্জাতিক সাঁতার সংস্থা ও আন্তর্জাতিক স্কেটিং ইউনিয়ন।
অ্যাসোসিয়েশন অব সামার অলিম্পিক ইন্টারন্যাশনাল ফেডারেশন (ASOIF) কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত সংগঠনসমূহ হল:
The following are recognized by the Association of International Olympic Winter Sports Federations (AIOWF):
The following are recognised by the Association of the IOC Recognised International Sports Federations (ARISF):[১]
Cornelius, Steve; Cornelius, Danie. The Legal Status of International Sports Federations 2014 (1) Global Sports Law and Taxation Reports 6.